মীর রাকিব হাসান
জিয়াউল রোশানের ভীষণ প্রিয় অভিনেতা মোশাররফ করিম। যখন শুনলেন মোশাররফ করিমসহ আজাদ আবুল কালাম, ফারুক আহমেদ, প্রাণ রায়, ইরেশ যাকেরদের মতো অভিনেতারা থাকছেন এই সিনেমায়, আর নায়িকা হচ্ছেন প্রিয় বন্ধু পরী—সঙ্গে সঙ্গেই সম্মতি জানিয়ে দিলেন। রোশান বলেন, ‘যাঁদের দেখে অভিনয় শিখি, মোশাররফ ভাই তাঁদের অন্যতম। যখন প্রস্তাব এল ভাবলাম, এমন বড় বড় অভিনয়শিল্পীকে পরিচালক যখন কনভেন্স করতে পেরেছেন গল্পের জোরে, সেখানে আমারও অবশ্যই থাকা উচিত। শুটিং শেষে গভীর রাত পর্যন্ত মোশাররফ ভাই, পাভেল ভাইদের সঙ্গে আড্ডা দিতাম। আমি, পরী মুগ্ধ হয়ে তাঁদের কথা শুনতাম। এই সিনেমা আমাদের শেখার ঝুঁলিতে অনেক কিছু যোগ করেছে।’
পরিচালক ইফতেখার শুভর এটা প্রথম সিনেমা। তিনি বলেন, ‘গল্পটা সবার খুব ভালো লেগেছে। মোশাররফ ভাইকে জিজ্ঞাসাও করেছি, আপনি তো সিনেমা খুবই বেছে বেছে করেন। আমার এই সিনেমা করতে রাজি হওয়ার কারণ কী ছিল? তিনি বলেছেন, তোমার গল্পটা পছন্দ হয়েছে। আমার কী চরিত্র, তার চেয়ে কোনো একটা ভালো গল্পের অংশ হতে পেরেছি সেটাই বড় কথা।’
২০১৯-২০ সরকারি অনুদানের এই সিনেমার গল্পও লিখেছেন নির্মাতা ইফতেখার শুভ। তাঁর ‘পেজ নম্বর ফোরটি ফোর’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘মুখোশ’। সহপ্রযোজনা করেছে ব্যাচেলর ডট কম। সিলেট, টাঙ্গাইল, এফডিসি, বইমেলা, পদ্মার চর ও সাভারে হয়েছে শুটিং। মুখোশের আড়ালে আসলে কে আছেন? পরিচালক জানালেন, এর প্রধান চরিত্র ইব্রাহিম খালেদি। ট্রেলারে লেখক চরিত্রের ইব্রাহিম খালেদির সন্ধান মিললেও থাকবে আরও অনেক শেড।
এই ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। তাঁকে ঘিরেই যত রহস্য। ‘মুখোশ’-এর অন্য দুটি প্রধান চরিত্রে আছেন জিয়াউল রোশান ও পরীমণি।
রোশান অভিনয় করেছেন একজন নায়কের ভূমিকায়। পরীমণি আছেন ক্রাইম রিপোর্টার সোহানা চরিত্রে।
মোশাররফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে পরী বলেন, ‘মোশাররফ ভাই আমার দেশি লোক। মানে বরিশালের। যখন শুটিং শুরু করি, তখনই একটা ছবি ফেসবুকে আপ করেছিলাম। ক্যাপশন দিয়েছিলাম দেশি। আমরা প্লেন থেকে প্রথম দিন যখন নামলাম, একই গাড়িতে শুটিং স্পটে গেলাম। সেই সময় মোশাররফ ভাই আমাদের সঙ্গে এমনভাবে আড্ডা দিয়েছেন যে ক্যামেরার সামনে গিয়ে একদমই ভয় লাগেনি বা ওই ফিলটা আসেনি যে এত বড় এক অভিনেতার সামনে সংলাপ দিচ্ছি বা সেই ভয়টা কাজ করেনি। তিনি সেই কমফোর্ট জোনটা আগেই তৈরি করে দিয়েছেন।’
মোশাররফ করিম বলেন, ‘সিনেমাটি করে আমি তৃপ্ত হয়েছি। গল্পটি বেশ ভালো, এই গল্পের কারণেই দর্শক সিনেমাটি দেখবেন। আমি ভীষণ আশাবাদী, আশা করি সবার ভালো লাগবে।’
জিয়াউল রোশানের ভীষণ প্রিয় অভিনেতা মোশাররফ করিম। যখন শুনলেন মোশাররফ করিমসহ আজাদ আবুল কালাম, ফারুক আহমেদ, প্রাণ রায়, ইরেশ যাকেরদের মতো অভিনেতারা থাকছেন এই সিনেমায়, আর নায়িকা হচ্ছেন প্রিয় বন্ধু পরী—সঙ্গে সঙ্গেই সম্মতি জানিয়ে দিলেন। রোশান বলেন, ‘যাঁদের দেখে অভিনয় শিখি, মোশাররফ ভাই তাঁদের অন্যতম। যখন প্রস্তাব এল ভাবলাম, এমন বড় বড় অভিনয়শিল্পীকে পরিচালক যখন কনভেন্স করতে পেরেছেন গল্পের জোরে, সেখানে আমারও অবশ্যই থাকা উচিত। শুটিং শেষে গভীর রাত পর্যন্ত মোশাররফ ভাই, পাভেল ভাইদের সঙ্গে আড্ডা দিতাম। আমি, পরী মুগ্ধ হয়ে তাঁদের কথা শুনতাম। এই সিনেমা আমাদের শেখার ঝুঁলিতে অনেক কিছু যোগ করেছে।’
পরিচালক ইফতেখার শুভর এটা প্রথম সিনেমা। তিনি বলেন, ‘গল্পটা সবার খুব ভালো লেগেছে। মোশাররফ ভাইকে জিজ্ঞাসাও করেছি, আপনি তো সিনেমা খুবই বেছে বেছে করেন। আমার এই সিনেমা করতে রাজি হওয়ার কারণ কী ছিল? তিনি বলেছেন, তোমার গল্পটা পছন্দ হয়েছে। আমার কী চরিত্র, তার চেয়ে কোনো একটা ভালো গল্পের অংশ হতে পেরেছি সেটাই বড় কথা।’
২০১৯-২০ সরকারি অনুদানের এই সিনেমার গল্পও লিখেছেন নির্মাতা ইফতেখার শুভ। তাঁর ‘পেজ নম্বর ফোরটি ফোর’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘মুখোশ’। সহপ্রযোজনা করেছে ব্যাচেলর ডট কম। সিলেট, টাঙ্গাইল, এফডিসি, বইমেলা, পদ্মার চর ও সাভারে হয়েছে শুটিং। মুখোশের আড়ালে আসলে কে আছেন? পরিচালক জানালেন, এর প্রধান চরিত্র ইব্রাহিম খালেদি। ট্রেলারে লেখক চরিত্রের ইব্রাহিম খালেদির সন্ধান মিললেও থাকবে আরও অনেক শেড।
এই ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। তাঁকে ঘিরেই যত রহস্য। ‘মুখোশ’-এর অন্য দুটি প্রধান চরিত্রে আছেন জিয়াউল রোশান ও পরীমণি।
রোশান অভিনয় করেছেন একজন নায়কের ভূমিকায়। পরীমণি আছেন ক্রাইম রিপোর্টার সোহানা চরিত্রে।
মোশাররফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে পরী বলেন, ‘মোশাররফ ভাই আমার দেশি লোক। মানে বরিশালের। যখন শুটিং শুরু করি, তখনই একটা ছবি ফেসবুকে আপ করেছিলাম। ক্যাপশন দিয়েছিলাম দেশি। আমরা প্লেন থেকে প্রথম দিন যখন নামলাম, একই গাড়িতে শুটিং স্পটে গেলাম। সেই সময় মোশাররফ ভাই আমাদের সঙ্গে এমনভাবে আড্ডা দিয়েছেন যে ক্যামেরার সামনে গিয়ে একদমই ভয় লাগেনি বা ওই ফিলটা আসেনি যে এত বড় এক অভিনেতার সামনে সংলাপ দিচ্ছি বা সেই ভয়টা কাজ করেনি। তিনি সেই কমফোর্ট জোনটা আগেই তৈরি করে দিয়েছেন।’
মোশাররফ করিম বলেন, ‘সিনেমাটি করে আমি তৃপ্ত হয়েছি। গল্পটি বেশ ভালো, এই গল্পের কারণেই দর্শক সিনেমাটি দেখবেন। আমি ভীষণ আশাবাদী, আশা করি সবার ভালো লাগবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে