Ajker Patrika

অভিনব কৌশলে যুবকের প্রতারণার চেষ্টা

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১২: ২৮
অভিনব কৌশলে যুবকের প্রতারণার চেষ্টা

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিকাশের দোকান থেকে টাকা পাঠানোর পর পরিশোধ না করার অভিযোগে পরিতোষ দাস (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ষোলঘর ইউনিয়নের জোড়দিঘিরপাড় গ্রামের একটি দোকান থেকে তাঁকে আটক করে স্থানীয়রা।

শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, সোমবার বিকেলে রাকিব হাসান রায়হান নামের একজনের বিকাশের দোকানে টাকা পাঠাতে যান পরিতোষ দাস। ভিন্ন ৫টি মোবাইল নম্বরে প্রথমে ২৩ হাজার ৫০০ টাকা, আবার ২৩ হাজার ৫০০ টাকা, ১৫ হাজার ৩০০ টাকা, ১০ হাজার ২০০ টাকা ও ২৭ হাজার ৫০০ টাকা পাঠান। এরপর আবারও ৫০ হাজার টাকা পাঠানোর কথা বললে দোকানি বকেয়া মোট এক লাখ টাকা পরিশোধ করার জন্য বলেন। কিন্তু ৫০ হাজার টাকা না পাঠালে বকেয়া টাকা পরিশোধ করবে না বলে উত্তেজিত হয়ে যান তিনি। দোকানি আবারও এক লাখ টাকা পরিশোধ করতে বললে তাঁর কাছে টাকা নেই বলে পালানোর চেষ্টা করেন পরিতোষ। এ সময় স্থানীয় দোকানিদের সহায়তায় তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন রাকিব।

এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় শ্রীনগর থানায় পরিতোষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী দোকানি। টাকা উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত