জামিনের ১০ দিন পর মৃত্যু, সড়ক অবরোধ

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ৩১
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৪৭

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জামিনের ১০ দিন পর উজির মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে গতকাল। এ ঘটনায় উজির মিয়ার পরিবারের অভিযোগ পুলিশের নির্যাতনে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এতে মহাসড়কের দুই পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

নির্যাতনের অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, উজির মিয়াকে ৯ ফেব্রুয়ারি একটি গরু চুরির মামলায় গ্রেপ্তারের পর স্বাভাবিক প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হয়। ওই দিন পরিবারের উপস্থিতিতে আদালতের মাধ্যমে তিনি জামিনে মুক্ত হন। তখন আদালতে নাজির মিয়া সুস্থ ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন এলাকায় গরুচোর সন্দেহে শান্তিগঞ্জ থানা-পুলিশের অভিযানে গত ১০ আটক করেন উজির মিয়াকে। উজির মিয়াকে আদালতে পাঠালে জামিন পান। জামিনের ১০ দিন পর গতকাল সোমবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কৈতক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি শান্তিগঞ্জ উপজেলার শত্রুমর্দন গ্রামের মৃত কাচা মিয়ার ছেলে।

এদিকে দুপুরে উজির মিয়ার মৃত্যুর সংবাদের পর উপজেলার পাগলা বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী। যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। খবর পেয়ে প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারীরা জানান, পুলিশ হেফাজতে তাঁকে নির্যাতন করায় মৃত্যু হয়েছে।

শত্রুমর্দন গ্রামের ইউপি সদস্য নিপেশ দাস বলেন, ‘গতকাল সকালে তাঁকে আমি পাগলা দেববাড়ী মোড়ে হাঁটতে দেখেছি। সে সুস্থ ছিল। দুপুরে অসুস্থ হয়ে পড়ে।’

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির আহমদ বলেন, পুলিশ ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এখন পরিস্থিতি স্বাভাবিক।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত