বিনোদন প্রতিবেদক, ঢাকা
দেশের সীমানা পেরিয়ে টালিউড-বলিউডে কাজ করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি প্রথমবারের মতো দেশীয় ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন তিনি। অভিনয় করেছেন শঙ্খ দাশগুপ্তর ‘গুটি’ ওয়েব সিরিজে। অভিনয়ের প্রয়োজনে প্রতিবারই ভিন্ন ভিন্ন লুকে চমকে দেওয়া বাঁধনকে এই ওয়েব সিরিজে দেখা যাবে একজন ড্রাগ ডিলারের চরিত্রে। বুধবার রাতে প্রকাশ পেয়েছে গুটির প্রথম টিজার। এতে দেখা যায় শরীরের বিশেষ অঙ্গের মাধ্যমে মাদক পাচারের কাজ করেন বাঁধন।
নতুন এই ওয়েব সিরিজের জন্য বাঁধনকে শুভকামনা জানিয়েছেন ভারতীয় সিনেমার পরিচালক ও লেখক অনুরাগ কশ্যপ। নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামের ডে রিলে ‘গুটি’র ছোট্ট একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘অল দ্য বেস্ট বাঁধন। আফটার রেহেনা মরিয়ম নূর ও বিফোর খুফিয়া।’ লেখার নিচের দিকে আগুনের স্টিকার জুড়ে দিয়েছেন তিনি। আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে বাঁধন অভিনীত ভারতীয় সিনেমা ‘খুফিয়া’। বিশাল ভরদ্বাজ রচিত, পরিচালিত ও প্রযোজিত এই সিনেমাটি তৈরি হচ্ছে অমর ভূষণের ‘এস্কেপ টু নোহোয়ার’ উপন্যাস অবলম্বনে।
‘গুটি’ ওয়েব সিরিজটি নিয়ে বাঁধন বলেন, ‘গল্পটা শঙ্খ দারুণভাবে সাজিয়েছেন। একদম ভিন্ন প্লট, ভিন্ন চরিত্র, ভিন্ন ধরনের একটা গল্প ফুটিয়ে তুলতে চেয়েছেন। এখানে সুলতানা নামে একজন ড্রাগ ডিলারের চরিত্রে কাজ করছি। চরিত্রটা অনেক দিন ধরে নিজের মধ্যে ধারণ করছি।’
বাঁধনের সঙ্গে এই সিরিজে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয়, মৌসুমী হামিদসহ আরও অনেকে। ওয়েব সিরিজটি শিগগিরই দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
দেশের সীমানা পেরিয়ে টালিউড-বলিউডে কাজ করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি প্রথমবারের মতো দেশীয় ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন তিনি। অভিনয় করেছেন শঙ্খ দাশগুপ্তর ‘গুটি’ ওয়েব সিরিজে। অভিনয়ের প্রয়োজনে প্রতিবারই ভিন্ন ভিন্ন লুকে চমকে দেওয়া বাঁধনকে এই ওয়েব সিরিজে দেখা যাবে একজন ড্রাগ ডিলারের চরিত্রে। বুধবার রাতে প্রকাশ পেয়েছে গুটির প্রথম টিজার। এতে দেখা যায় শরীরের বিশেষ অঙ্গের মাধ্যমে মাদক পাচারের কাজ করেন বাঁধন।
নতুন এই ওয়েব সিরিজের জন্য বাঁধনকে শুভকামনা জানিয়েছেন ভারতীয় সিনেমার পরিচালক ও লেখক অনুরাগ কশ্যপ। নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামের ডে রিলে ‘গুটি’র ছোট্ট একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘অল দ্য বেস্ট বাঁধন। আফটার রেহেনা মরিয়ম নূর ও বিফোর খুফিয়া।’ লেখার নিচের দিকে আগুনের স্টিকার জুড়ে দিয়েছেন তিনি। আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে বাঁধন অভিনীত ভারতীয় সিনেমা ‘খুফিয়া’। বিশাল ভরদ্বাজ রচিত, পরিচালিত ও প্রযোজিত এই সিনেমাটি তৈরি হচ্ছে অমর ভূষণের ‘এস্কেপ টু নোহোয়ার’ উপন্যাস অবলম্বনে।
‘গুটি’ ওয়েব সিরিজটি নিয়ে বাঁধন বলেন, ‘গল্পটা শঙ্খ দারুণভাবে সাজিয়েছেন। একদম ভিন্ন প্লট, ভিন্ন চরিত্র, ভিন্ন ধরনের একটা গল্প ফুটিয়ে তুলতে চেয়েছেন। এখানে সুলতানা নামে একজন ড্রাগ ডিলারের চরিত্রে কাজ করছি। চরিত্রটা অনেক দিন ধরে নিজের মধ্যে ধারণ করছি।’
বাঁধনের সঙ্গে এই সিরিজে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয়, মৌসুমী হামিদসহ আরও অনেকে। ওয়েব সিরিজটি শিগগিরই দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে