Ajker Patrika

জন্মনিবন্ধনের জটিলতায় ভাতা পাচ্ছে না কিশোরী

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২২, ১০: ১৮
জন্মনিবন্ধনের জটিলতায় ভাতা পাচ্ছে না কিশোরী

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় আয়শা আক্তার (১৬) নামের এক জন্মান্ধ এতিম কিশোরী পাচ্ছে না প্রতিবন্ধী ভাতা। জন্মনিবন্ধনের কাগজে জটিলতার কারণে দীর্ঘদিন ধরে চেষ্টা করেও ভাতা পায়নি ওই কিশোরী।

তবে গোসাইরহাটের তথ্য আপা প্রকল্পের রুপালী বেগম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানের সহযোগিতায় গত রোববার প্রতিবন্ধী ভাতার আওতাভুক্ত হয়েছে আয়শা। সে নাগেরপাড়া ইউনিয়নের পখমসার এলাকার আক্তার সরদারের মেয়ে।

জানা যায়, জন্মের পরেই দুই চোখ অন্ধ আয়শা আক্তারের মা মারা যান। এরপর তাঁর বাবা দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস করতে থাকেন। তবে আয়শা বাবার সঙ্গে না থেকে গ্রামে দাদির কাছে থাকেন। আয়শা প্রতিবন্ধী হলেও জন্মনিবন্ধন জটিলতার কারণে দীর্ঘদিন ধরে চেষ্টা করেও পাচ্ছিল না ভাতা। গত রোববার গোসাইরহাটের তথ্য আপা প্রকল্পের রুপালী বেগম ওই এলাকায় আসলে বিষয়টি তাঁর নজরে আসে পরে। তিনি আয়শার বিষয়টি উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানকে জানান। পরে আয়শাকে প্রতিবন্ধী ভাতার আওতাভুক্ত করা হয়।

আয়শার দাদি ফুলেন্নেছা বলেন, ‘দীর্ঘদিন চেষ্টা করেও জন্মনিবন্ধনের কাগজ করাতে পারিনি। তাই প্রতিবন্ধী ভাতা পাচ্ছিল না আয়শা। রুপালী আপার সহযোগিতায় ভাতা পাওয়ার তালিকায় আমার নাতনির নাম উঠেছে।’

এ বিষয়ে রুপালী বেগম বলেন, ‘শুনেছি জন্মনিবন্ধনের কাগজ তুলতে না পারায় তাঁরা ভাতার জন্য আবেদন করতে পারছিলেন না। পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে জানালে তিনি ভাতা পাওয়ার ব্যাপারে ব্যবস্থা নেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত