Ajker Patrika

১৮ ইউনিয়ন পরিষদে ভোট ৫ জানুয়ারি

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ০৯: ২৭
১৮ ইউনিয়ন পরিষদে ভোট ৫ জানুয়ারি

পঞ্চম ধাপে সিলেট জেলার দুটি উপজেলার ১৮ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী বছরের ৫ জানুয়ারি এসব ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গতকাল শনিবার নির্বাচন কমিশনের ৯০ তম সভা শেষে সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব।

সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ১৮ ইউপিতে এ নির্বাচন হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, আপিল দায়ের ১০,১১ ও ১২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর এবং ভোট গ্রহণ হবে ২০২২ সালের ৫ জানুয়ারি।

জকিগঞ্জ উপজেলার ৯ ইউনিয়নে ভোট হবে। এগুলো হলো-বারহাল ইউপি, বীরশ্রী, কাজলসার, খলাছড়া, জকিগঞ্জ, সুলতানপুর, বারঠাকুরী, কসকনপুর ও মানিকপুর ইউপি।

কানাইঘাট উপজেলার ৯ ইউপিতে হবে ভোট। এগুলো হলো–লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম, দিঘীরপাড়, সাতবাক, বড়চতুল, কানাইঘাট, দক্ষিণ বানিগ্রাম, ঝিংগাবাড়ি ও রাজাগঞ্জ ইউপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত