সেতু উদ্বোধন ঘিরে বাড়তি নিরাপত্তা

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২২, ০৭: ০৫
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১১: ৪৩

রাঙামাটির নানিয়ারচরে চেঙ্গী নদীর ওপর ৫০০ মিটার দীর্ঘ সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে কাল। গণভবন থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। এ জন্য সাজসজ্জার পাশাপাশি নানিয়ারচর সেতু এলাকাসহ বিভিন্ন স্থানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে সেতু উদ্বোধন উপলক্ষে স্থানীয়দের মধ্যে খুশির আমেজ তৈরি হয়েছে। নানিয়ারচর সদর বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক দিন ধরে স্বপ্নের সেতু উদ্বোধনের অপেক্ষা করছেন তাঁরা। এই সেতু নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নতির পাশাপাশি পর্যটনের অবদান রাখবে। এতে স্থানীয়দের ব্যবসা-বাণিজ্যের বিস্তার ঘটাবে।

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিতাইপদ নাথ বলেন, ‘সেতুটি নির্মাণের আগে একটি ইঞ্জিন চালিত বোট দিয়ে যাতায়াত করতে হতো, শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে সমস্যা হওয়ায় পড়াশোনায় ব্যাঘাত ঘটত। এখন সেই সমস্যা লাগব হয়েছে।’

এদিকে সেতু উদ্বোধন ঘিরে অপ্রীতিকর ঘটনা রোধে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্বোধন উপলক্ষে সাপ্তাহিক হাটের দিন পরিবর্তন করে পরের দিন বৃহস্পতিবার করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, বুধবার নানিয়ারচর সেতু উদ্বোধন উপলক্ষে সেতু সংলগ্ন এলাকাসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে বাড়তি নিরাপত্তা দিতে সেনাবাহিনী ও পুলিশ কাজ করে যাচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত