Ajker Patrika

নির্বাচনী সভায় বক্তব্য শেষে অধ্যক্ষর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২: ৩৬
নির্বাচনী সভায় বক্তব্য শেষে অধ্যক্ষর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দূর্গাপুরে নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার পর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নুরুল আমিন সরকার নামের এক অধ্যক্ষ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচপীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন। গত শুক্রবার রাতে তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দা রেডিও চিলমারীর স্টেশন ম্যানেজার বশির আহমেদ জানান, শুক্রবার সন্ধ্যায় পাঁচপীর ডিগ্রি কলেজের সভাকক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দূর্গাপুর ইউনিয়নে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে কর্মিসভার আয়োজন করা হয়।

সভায় কলেজ অধ্যক্ষ নুরুল আমিন সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবির উদ্দিন সরকার, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী খায়রুল ইসলাম বাবলুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ওই অধ্যক্ষ সভায় বক্তব্য দেওয়ার পর নিজ আসনে বসতে গেলে হঠাৎ হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দূর্গাপুর ইউপির নৌকার প্রার্থী খায়রুল ইসলাম বাবলু বলেন, কর্মী সভায় বক্তব্য শেষ করে বসার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত