বিশেষ প্রতিনিধি, ঢাকা
বেসরকারি আবাসন প্রতিষ্ঠান ‘ডোম ইনো’র বিরুদ্ধে প্রতারণাসহ বিস্তর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল শনিবার সকালে ‘ভুক্তভোগী জমির মালিক’দের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। এ সময় তাঁরা সরকারপ্রধানের হস্তক্ষেপ চান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন আদনান সোবহান নামের এক ব্যক্তি। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ডোম ইনোর কাছ থেকে প্রতারণার শিকার হয়ে শতাধিক মামলা হয়েছে। মামলার পরও কোনো সুরাহা হচ্ছে না। উল্টো আমাদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমরা উত্তরাধিকারসূত্রে অথবা তিল তিল করে কষ্টের উপার্জনে রাজধানীর বুকে একখণ্ড জমির মালিকানা লাভ করেছি।
অথচ এ জমি নিয়ে প্রত্যেকে আজ ভয়াবহ সংকটে আছি। নিজের জমির ওপর ভবন তৈরির লক্ষ্যে এই রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলাম। এখন বছরের পর বছর কাজ না করে তা বন্ধ রাখা হয়েছে। নিজের জমি পাচ্ছি না; আবার ফ্ল্যাটের দখলও পাচ্ছি না।’
আদনান সোবহান বলেন, একটি আবাসিক বহুতল ভবন নির্মাণে সব মিলিয়ে তিন বছরের মতো সময় লাগে। কিন্তু ডোম ইনো চুক্তি করে ১২ থেকে ১৬ বছর ধরে তা শেষ করছে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী হুমায়ূন হাসান বলেন, ‘চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে ভবন হস্তান্তর করতে না পারলে প্রতি মাসে ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও এখন পর্যন্ত কোনো জমির মালিককেই অর্থ পরিশোধ করেনি ডোম ইনো।
বাধ্য হয়ে জমির মালিকেরা কোম্পানির বিরুদ্ধে একাধিক মামলা করেছেন। ডোম ইনোর ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালামের বিরুদ্ধে ১৩৬টি মামলা করেছে ভুক্তভোগীরা। থানা-পুলিশ করেও আমরা কিছুই করতে পারছি না। তাই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাই।’
এ বিষয়ে জানতে ডোম ইনোর ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালামের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি।
বেসরকারি আবাসন প্রতিষ্ঠান ‘ডোম ইনো’র বিরুদ্ধে প্রতারণাসহ বিস্তর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল শনিবার সকালে ‘ভুক্তভোগী জমির মালিক’দের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। এ সময় তাঁরা সরকারপ্রধানের হস্তক্ষেপ চান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন আদনান সোবহান নামের এক ব্যক্তি। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ডোম ইনোর কাছ থেকে প্রতারণার শিকার হয়ে শতাধিক মামলা হয়েছে। মামলার পরও কোনো সুরাহা হচ্ছে না। উল্টো আমাদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমরা উত্তরাধিকারসূত্রে অথবা তিল তিল করে কষ্টের উপার্জনে রাজধানীর বুকে একখণ্ড জমির মালিকানা লাভ করেছি।
অথচ এ জমি নিয়ে প্রত্যেকে আজ ভয়াবহ সংকটে আছি। নিজের জমির ওপর ভবন তৈরির লক্ষ্যে এই রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলাম। এখন বছরের পর বছর কাজ না করে তা বন্ধ রাখা হয়েছে। নিজের জমি পাচ্ছি না; আবার ফ্ল্যাটের দখলও পাচ্ছি না।’
আদনান সোবহান বলেন, একটি আবাসিক বহুতল ভবন নির্মাণে সব মিলিয়ে তিন বছরের মতো সময় লাগে। কিন্তু ডোম ইনো চুক্তি করে ১২ থেকে ১৬ বছর ধরে তা শেষ করছে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী হুমায়ূন হাসান বলেন, ‘চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে ভবন হস্তান্তর করতে না পারলে প্রতি মাসে ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও এখন পর্যন্ত কোনো জমির মালিককেই অর্থ পরিশোধ করেনি ডোম ইনো।
বাধ্য হয়ে জমির মালিকেরা কোম্পানির বিরুদ্ধে একাধিক মামলা করেছেন। ডোম ইনোর ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালামের বিরুদ্ধে ১৩৬টি মামলা করেছে ভুক্তভোগীরা। থানা-পুলিশ করেও আমরা কিছুই করতে পারছি না। তাই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাই।’
এ বিষয়ে জানতে ডোম ইনোর ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালামের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে