Ajker Patrika

শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১২: ৩৮
শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বাকি আর দুই দিন। প্রচারণাও তুঙ্গে। চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণায়। কর্মী-সমর্থকেরা নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোটারদের মন জয় করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভোটাররাও এখন ব্যস্ত চুলচেরা বিশ্লেষণে।

গতকাল সোমবার সরেজমিন দেখা গেছে, প্রার্থী ও কর্মী-সমর্থকদের প্রচার-প্রচারণায় মুখরিত মাটিরাঙ্গার তাইন্দং, তবলছড়ি, বর্ণাল, আমতলি, গোমতী, বেলছড়ি এবং মাটিরাঙ্গা সদর ইউপির সব এলাকা। এবারের নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর মাথাব্যথা দলীয় বিদ্রোহী প্রার্থী।

নিজ দলের বিদ্রোহী প্রার্থীরা ঘুম কেড়ে নিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীদের। তবে ভেদাভেদ ভুলে উন্নয়নের আশায় দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য উপজেলা পর্যায়ের নেতারা বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ করে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

বেলছড়ি ইউপির দলীয় প্রার্থী মো. রহমত উল্লাহ বলেন, জনগণ উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দেবে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে নৌকা প্রতীকের জয় নিশ্চিত হবে।

এদিকে তবলছড়ি ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কাশেম ভূঁইয়াও প্রচার-প্রচারণা চালাচ্ছেন বেশ। তবে নির্বাচনে কেন্দ্র দখলের আশঙ্কা করছেন তিনি।

ভোটারেরা বলছেন, ১১ নভেম্বর নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নিবে সবাই। কোনো প্রকার সহিংসতা না হলে, ভোটকেন্দ্রে সুন্দর পরিবেশ থাকলে শতভাগ ভোটারদের উপস্থিতি থাকবে। তবে অনেক ভোটকেন্দ্র দুর্গম এলাকায় হওয়ায় সাধারণ ভোটারেরা উদ্বেগ প্রকাশ করেন।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা বলেন, ‘আমরা সাতটি ইউপিতে নৌকা প্রতীকের জয় নিশ্চিত করতে সভা করে যাচ্ছি। জনগণের ব্যাপক সাড়াও পাচ্ছি।’

গত রোববার মাটিরাঙ্গায় নির্বাচনী আইনশৃঙ্খলা সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, এই নির্বাচনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার, ভিডিপির পাশাপাশি র‍্যাব ও বিজিবি মোতায়েন করা হবে। যদি কোনো প্রার্থী বা কর্মী সহিংসতা সৃষ্টি করে, সে যে দলেরই হোক সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। সব ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত