সিলেট প্রতিনিধি
পুলিশি সেবা নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে আরও তিনটি নতুন থানা গঠনের উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (সিএমপি)। প্রস্তাবিত থানাগুলো হচ্ছে-গাজী বুরহান উদ্দিন (রহ.) থানা, শাহী ঈদগাহ থানা ও জালালপুর থানা। নতুন এ তিন থানা গঠিত হলে মহানগরে থানার সংখ্যা দাঁড়াবে ৯টি।
সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, মহানগরে জনসংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে অপরাধও। অপরাধ নিয়ন্ত্রণ ও জানমালের নিরাপত্তা দিতে এবং পুলিশি সেবা নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন তিনটি থানা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে সিলেট মহানগরে ছয়টি থানা রয়েছে। কিন্তু এসব থানা এলাকার দূরত্ব তুলনামূলক বেশি।
নগরীর আম্বরখানা-শাহী ঈদগাহ এলাকার লোকজনকে প্রায় সাত কিলোমিটার দূরের এয়ারপোর্ট থানায় যেতে হয়। তেমনি শাহজালাল উপশহরের বাসিন্দাদের যেতে হয় প্রায় আট কিলোমিটার দূরের শাহপরান (রহ.) থানায়। একইভাবে জালালপুর এলাকার লোকজনকেও হয় মোগলাবাজার থানায় অথবা দক্ষিণ সুরমা থানায় যেতে হচ্ছে।
এক থানা থেকে আরেক থানার দূরত্ব বেশি হওয়ায় কোনো ঘটনা ঘটলে এসব এলাকায় পুলিশ পৌঁছাতে দেরি হয়। আবার মানুষও যে কোনো কাজে থানায় সহজে যেতে পারে না।
মহানগর পুলিশ কমিশনার আরও বলেন, প্রস্তাবিত থানাগুলো গঠন হলে যে কোনো ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যেতে পারবে। মানুষ কম সময়ে পুলিশের সেবা পাবে। এর ফলে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জনসাধারণকেও পুলিশ আরও ভালো সেবা দিতে পারবে।
মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানা এবং শাহপরান (রহ.) থানার অংশবিশেষ নিয়ে গাজী বুরহান উদ্দিন থানা, কোতোয়ালি থানা, এয়ারপোর্ট থানা এবং জালালাবাদ থানার অংশবিশেষ নিয়ে শাহী ঈদগাহ থানা এবং দক্ষিণ সুরমা থানা ও মোগলাবাজার থানার অংশবিশেষ নিয়ে জালালপুর থানা গঠনের জন্য প্রস্তাব করা হয়েছে।
ইতিমধ্যে প্রস্তাবনাটি সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে বিভাগীয় কমিশনার ও সর্বশেষ সিলেটের ডিআইজি কার্যালয় হয়ে প্রস্তাবনাটি পাঠানো হবে পুলিশ সদর দপ্তরে। পুলিশ সদর দপ্তর যাচাই-বাছাই করার পর প্রস্তাবনাটি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) পাঠানো হবে। নিকারের সভায় অনুমোদনের পরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এসএমপির নতুন তিন থানার কার্যক্রম।
২০০৬ সালের ১৫ অক্টোবর কোতোয়ালি ও দক্ষিণ সুরমা থানা এবং পাঁচটি পুলিশ ফাঁড়ি নিয়ে গঠন করা হয় সিলেট মহানগর পুলিশ।
দেশের আটটি মহানগর পুলিশের আয়তনের মধ্যে সিলেট মহানগর পুলিশের আয়তন সবচেয়ে বেশি। এসএমপির মোট আয়তন ৫১৮ দশমিক ৪৩ বর্গকিলোমিটার। সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড, সিলেট সদর উপজেলা ও দক্ষিণ সুরমা উপজেলার ১৭টি ইউনিয়ন এবং ২১৫টি মৌজার সমন্বয়ে গঠন করা হয় সিলেট মহানগর পুলিশ। প্রতিষ্ঠাকালে নগর পুলিশ এলাকার মোট জনসংখ্যা ছিল প্রায় ১৮ লাখ। এসএমপি প্রতিষ্ঠার ১৫ বছর ইতিমধ্যে পূর্ণ হয়েছে। বেড়েছে জনসংখ্যাও।
দুই থানা ও পুরোনো পাঁচটি ফাঁড়ি দিয়ে প্রায় পাঁচ বছর কার্যক্রম চলার পর ২০১১ সালের ১৪ মার্চ আরও নতুন চারটি থানা গঠন করা হয়। এগুলো হলো-শাহপরান থানা, জালালাবাদ থানা, এয়ারপোর্ট থানা ও মোগলাবাজার থানা। বর্তমানে এসএমপির ছয়টি থানা, তিনটি তদন্ত কেন্দ্র ও সাতটি পুলিশ ফাঁড়ি রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফ উল্লাহ তাহের বলেন, আয়তনে বড় হলেও সিলেট মহানগরে থানার সংখ্যা কম। এখন আগের চেয়ে নগরে জনসংখ্যাও বেড়েছে। নতুন থানা গঠন করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে বলে জানান তিনি।
পুলিশি সেবা নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে আরও তিনটি নতুন থানা গঠনের উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (সিএমপি)। প্রস্তাবিত থানাগুলো হচ্ছে-গাজী বুরহান উদ্দিন (রহ.) থানা, শাহী ঈদগাহ থানা ও জালালপুর থানা। নতুন এ তিন থানা গঠিত হলে মহানগরে থানার সংখ্যা দাঁড়াবে ৯টি।
সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, মহানগরে জনসংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে অপরাধও। অপরাধ নিয়ন্ত্রণ ও জানমালের নিরাপত্তা দিতে এবং পুলিশি সেবা নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন তিনটি থানা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে সিলেট মহানগরে ছয়টি থানা রয়েছে। কিন্তু এসব থানা এলাকার দূরত্ব তুলনামূলক বেশি।
নগরীর আম্বরখানা-শাহী ঈদগাহ এলাকার লোকজনকে প্রায় সাত কিলোমিটার দূরের এয়ারপোর্ট থানায় যেতে হয়। তেমনি শাহজালাল উপশহরের বাসিন্দাদের যেতে হয় প্রায় আট কিলোমিটার দূরের শাহপরান (রহ.) থানায়। একইভাবে জালালপুর এলাকার লোকজনকেও হয় মোগলাবাজার থানায় অথবা দক্ষিণ সুরমা থানায় যেতে হচ্ছে।
এক থানা থেকে আরেক থানার দূরত্ব বেশি হওয়ায় কোনো ঘটনা ঘটলে এসব এলাকায় পুলিশ পৌঁছাতে দেরি হয়। আবার মানুষও যে কোনো কাজে থানায় সহজে যেতে পারে না।
মহানগর পুলিশ কমিশনার আরও বলেন, প্রস্তাবিত থানাগুলো গঠন হলে যে কোনো ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যেতে পারবে। মানুষ কম সময়ে পুলিশের সেবা পাবে। এর ফলে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জনসাধারণকেও পুলিশ আরও ভালো সেবা দিতে পারবে।
মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানা এবং শাহপরান (রহ.) থানার অংশবিশেষ নিয়ে গাজী বুরহান উদ্দিন থানা, কোতোয়ালি থানা, এয়ারপোর্ট থানা এবং জালালাবাদ থানার অংশবিশেষ নিয়ে শাহী ঈদগাহ থানা এবং দক্ষিণ সুরমা থানা ও মোগলাবাজার থানার অংশবিশেষ নিয়ে জালালপুর থানা গঠনের জন্য প্রস্তাব করা হয়েছে।
ইতিমধ্যে প্রস্তাবনাটি সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে বিভাগীয় কমিশনার ও সর্বশেষ সিলেটের ডিআইজি কার্যালয় হয়ে প্রস্তাবনাটি পাঠানো হবে পুলিশ সদর দপ্তরে। পুলিশ সদর দপ্তর যাচাই-বাছাই করার পর প্রস্তাবনাটি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) পাঠানো হবে। নিকারের সভায় অনুমোদনের পরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এসএমপির নতুন তিন থানার কার্যক্রম।
২০০৬ সালের ১৫ অক্টোবর কোতোয়ালি ও দক্ষিণ সুরমা থানা এবং পাঁচটি পুলিশ ফাঁড়ি নিয়ে গঠন করা হয় সিলেট মহানগর পুলিশ।
দেশের আটটি মহানগর পুলিশের আয়তনের মধ্যে সিলেট মহানগর পুলিশের আয়তন সবচেয়ে বেশি। এসএমপির মোট আয়তন ৫১৮ দশমিক ৪৩ বর্গকিলোমিটার। সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড, সিলেট সদর উপজেলা ও দক্ষিণ সুরমা উপজেলার ১৭টি ইউনিয়ন এবং ২১৫টি মৌজার সমন্বয়ে গঠন করা হয় সিলেট মহানগর পুলিশ। প্রতিষ্ঠাকালে নগর পুলিশ এলাকার মোট জনসংখ্যা ছিল প্রায় ১৮ লাখ। এসএমপি প্রতিষ্ঠার ১৫ বছর ইতিমধ্যে পূর্ণ হয়েছে। বেড়েছে জনসংখ্যাও।
দুই থানা ও পুরোনো পাঁচটি ফাঁড়ি দিয়ে প্রায় পাঁচ বছর কার্যক্রম চলার পর ২০১১ সালের ১৪ মার্চ আরও নতুন চারটি থানা গঠন করা হয়। এগুলো হলো-শাহপরান থানা, জালালাবাদ থানা, এয়ারপোর্ট থানা ও মোগলাবাজার থানা। বর্তমানে এসএমপির ছয়টি থানা, তিনটি তদন্ত কেন্দ্র ও সাতটি পুলিশ ফাঁড়ি রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফ উল্লাহ তাহের বলেন, আয়তনে বড় হলেও সিলেট মহানগরে থানার সংখ্যা কম। এখন আগের চেয়ে নগরে জনসংখ্যাও বেড়েছে। নতুন থানা গঠন করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে বলে জানান তিনি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে