বিনোদন প্রতিবেদক, ঢাকা
ওয়েবে অভিষেক হচ্ছে নায়িকা প্রার্থনা ফারদিন দীঘির। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগামী ২ জুন মুক্তি পাবে সুমন ধরের ওয়েব সিনেমা ‘শেষ চিঠি’। এর মাধ্যমে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে সিনেমায় অভিনয় করলেন ইয়াশ রোহান ও দীঘি। ইয়াশের সঙ্গে অভিনয় প্রসঙ্গে দীঘি বলেন, ‘ইয়াশ সম্পর্কে আগেই জানি। তবে চুক্তি স্বাক্ষর করার সময় আমাদের প্রথম দেখা। এরপর একসঙ্গে শুটিং করেছি। সেই অভিজ্ঞতাও বেশ ভালো।’
গত বছর উত্তরার একটি শুটিং হাউসে এবং ৩০০ ফুট এলাকায় শুটিং হয়েছে সিনেমাটির। দীঘি বলেন, ‘গল্পটা প্রথম যেদিন শুনেছিলাম, সেদিন থেকেই মাথায় গেঁথে গিয়েছিল। এর মধ্যে আরও কয়েকটি ওয়েব সিনেমার প্রস্তাব পেয়েছি। তবে প্রথমটি মুক্তির আগে কোনো ওয়েবের কাজ হাতে নিতে চাইনি।’
‘শেষ চিঠি’র গল্প কেমন জানতে চাইলে দীঘি বলেন, ‘আমি আর ইয়াশ অভিনয় করেছি স্বামী-স্ত্রীর ভূমিকায়। সাবেরী আলম আমার শাশুড়ি। একটি মধ্যবিত্ত পরিবারের প্রতিদিনকার ঘটনা নিয়ে সিনেমার গল্প। নিত্যদিনের অভাব, সম্পর্কের টানাপোড়েন, লাল-নীল স্বপ্ন নিয়েই প্রতিটি চরিত্র বেড়ে উঠেছে। দর্শক সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন, ঢাকা শহরে বাস করা মানুষের সঙ্গে কতটা মিলে যায়।’
শিশুশিল্পী হিসেবে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকের নজরে আসেন দীঘি। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ শিশুশিল্পী হিসেবে দীঘির প্রথম সিনেমা। এরপর বহু সিনেমায় কাজ করেছেন। ২০২১ সালে ‘তুমি আছো তুমি নেই’ চলচ্চিত্রের মাধ্যমে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন দীঘি। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায় দেখা গেছে তাঁকে।
মুক্তির অপেক্ষায় আছে দীঘি অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’। এখানে দীঘি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের শৈশবের চরিত্রে অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় আরও আছে ‘মুজিব ভাই’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’সহ কয়েকটি সিনেমা।
বিনোদন সম্পর্কিত আরও পড়ুন:
ওয়েবে অভিষেক হচ্ছে নায়িকা প্রার্থনা ফারদিন দীঘির। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগামী ২ জুন মুক্তি পাবে সুমন ধরের ওয়েব সিনেমা ‘শেষ চিঠি’। এর মাধ্যমে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে সিনেমায় অভিনয় করলেন ইয়াশ রোহান ও দীঘি। ইয়াশের সঙ্গে অভিনয় প্রসঙ্গে দীঘি বলেন, ‘ইয়াশ সম্পর্কে আগেই জানি। তবে চুক্তি স্বাক্ষর করার সময় আমাদের প্রথম দেখা। এরপর একসঙ্গে শুটিং করেছি। সেই অভিজ্ঞতাও বেশ ভালো।’
গত বছর উত্তরার একটি শুটিং হাউসে এবং ৩০০ ফুট এলাকায় শুটিং হয়েছে সিনেমাটির। দীঘি বলেন, ‘গল্পটা প্রথম যেদিন শুনেছিলাম, সেদিন থেকেই মাথায় গেঁথে গিয়েছিল। এর মধ্যে আরও কয়েকটি ওয়েব সিনেমার প্রস্তাব পেয়েছি। তবে প্রথমটি মুক্তির আগে কোনো ওয়েবের কাজ হাতে নিতে চাইনি।’
‘শেষ চিঠি’র গল্প কেমন জানতে চাইলে দীঘি বলেন, ‘আমি আর ইয়াশ অভিনয় করেছি স্বামী-স্ত্রীর ভূমিকায়। সাবেরী আলম আমার শাশুড়ি। একটি মধ্যবিত্ত পরিবারের প্রতিদিনকার ঘটনা নিয়ে সিনেমার গল্প। নিত্যদিনের অভাব, সম্পর্কের টানাপোড়েন, লাল-নীল স্বপ্ন নিয়েই প্রতিটি চরিত্র বেড়ে উঠেছে। দর্শক সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন, ঢাকা শহরে বাস করা মানুষের সঙ্গে কতটা মিলে যায়।’
শিশুশিল্পী হিসেবে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকের নজরে আসেন দীঘি। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ শিশুশিল্পী হিসেবে দীঘির প্রথম সিনেমা। এরপর বহু সিনেমায় কাজ করেছেন। ২০২১ সালে ‘তুমি আছো তুমি নেই’ চলচ্চিত্রের মাধ্যমে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন দীঘি। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায় দেখা গেছে তাঁকে।
মুক্তির অপেক্ষায় আছে দীঘি অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’। এখানে দীঘি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের শৈশবের চরিত্রে অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় আরও আছে ‘মুজিব ভাই’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’সহ কয়েকটি সিনেমা।
বিনোদন সম্পর্কিত আরও পড়ুন:
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে