ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
গোসল শেষে কাফনে মোড়ানো হয়েছে লাশ, কবর খোঁড়াও শেষ। জানাজার জন্য জড়ো হয়েছেন শতাধিক মানুষ। আত্মীয়স্বজনের কান্না আর আহাজারিতে শেষবিদায়ের প্রস্তুতি। হঠাৎ নিহতের গৃহত্যাগী এক ছেলে বাড়ি ফিরে বাবার লাশ দাফন কার্যক্রমে বাধা দেন। বাবার লাশ কবরস্থানে পাঠানোর পরিবর্তে ৯৯৯-এ ফোন করে পুলিশ ডেকে লাশ পাঠান হাসপাতালের মর্গে।
এমনই ঘটনা ঘটেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী গ্রামে। অবশেষে মারা যাওয়ার এক দিন পর গত শুক্রবার সন্ধ্যায় ওই বাবার লাশ দাফন করেন স্বজনেরা। এর আগে গত বৃহস্পতিবার সকালে হাঁটতে বের হয়ে অটোরিকশার ধাক্কায় আহত হন জালাল উদ্দিন (৭০)। আহত অবস্থায় শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর জালালের মৃত্যু হয়। এরপর ওই দিন দুপুরে তাঁর লাশ দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করেন ৫ সন্তান ও স্বজনেরা। কিন্তু মেজো ছেলে নুরুল ইসলাম ফিরে এসে বাবার লাশ দাফনে বাধা দেন।
নিহতের স্বজনেরা জানান, মেজো ছেলে নুরুল ইসলামের সঙ্গে বাবা জালালের সম্পর্ক ভালো ছিল না। পারিবারিক কলহের জেরে তিনি অনেক বছর আগেই বাড়ি ছাড়েন। বাবা-মার খোঁজ-খবর নেন না। মাঝেমধ্যে এলাকায় এসে বাবা ও ভাইদের নানা হুমকি দিয়ে যেতেন। এ নিয়ে বহুবার সালিস বৈঠক হয়েছে। বছরখানেক আগে এ বিষয়ে জালাল উদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরিও করেন।
এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ জানান, ৯৯৯-এ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহাল রিপোর্ট এবং স্থানীয়দের তথ্য মতে, জালালউদ্দিন অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন। কিন্তু তাঁর মেজো ছেলে অভিযোগ করছেন, তাঁর ভাইয়েরা বাবাকে হত্যা করেছেন। তাই ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জালাল উদ্দিনের বড় ছেলে তারা মিয়া বলেন, ‘আমার ভাই নুরুল ইসলাম নেশাগ্রস্ত। তার স্ত্রী সন্তান নিয়ে তাকে ছেড়ে বাবার বাড়ি চলে গেছে। এখন নুরুল কোথায় থাকে, কী করে, তা কেউ জানেন না। বাড়িতে কারও খোঁজ নেয় না। কিন্তু দীর্ঘদিন বাবার সম্পত্তির ভাগ দাবি করে আসছিল সে। বাবা দিতে রাজি না হওয়ায় আমাদের লাঠি-দা দিয়ে মারধর করতে আসত সে।’
গোসল শেষে কাফনে মোড়ানো হয়েছে লাশ, কবর খোঁড়াও শেষ। জানাজার জন্য জড়ো হয়েছেন শতাধিক মানুষ। আত্মীয়স্বজনের কান্না আর আহাজারিতে শেষবিদায়ের প্রস্তুতি। হঠাৎ নিহতের গৃহত্যাগী এক ছেলে বাড়ি ফিরে বাবার লাশ দাফন কার্যক্রমে বাধা দেন। বাবার লাশ কবরস্থানে পাঠানোর পরিবর্তে ৯৯৯-এ ফোন করে পুলিশ ডেকে লাশ পাঠান হাসপাতালের মর্গে।
এমনই ঘটনা ঘটেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী গ্রামে। অবশেষে মারা যাওয়ার এক দিন পর গত শুক্রবার সন্ধ্যায় ওই বাবার লাশ দাফন করেন স্বজনেরা। এর আগে গত বৃহস্পতিবার সকালে হাঁটতে বের হয়ে অটোরিকশার ধাক্কায় আহত হন জালাল উদ্দিন (৭০)। আহত অবস্থায় শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর জালালের মৃত্যু হয়। এরপর ওই দিন দুপুরে তাঁর লাশ দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করেন ৫ সন্তান ও স্বজনেরা। কিন্তু মেজো ছেলে নুরুল ইসলাম ফিরে এসে বাবার লাশ দাফনে বাধা দেন।
নিহতের স্বজনেরা জানান, মেজো ছেলে নুরুল ইসলামের সঙ্গে বাবা জালালের সম্পর্ক ভালো ছিল না। পারিবারিক কলহের জেরে তিনি অনেক বছর আগেই বাড়ি ছাড়েন। বাবা-মার খোঁজ-খবর নেন না। মাঝেমধ্যে এলাকায় এসে বাবা ও ভাইদের নানা হুমকি দিয়ে যেতেন। এ নিয়ে বহুবার সালিস বৈঠক হয়েছে। বছরখানেক আগে এ বিষয়ে জালাল উদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরিও করেন।
এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ জানান, ৯৯৯-এ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহাল রিপোর্ট এবং স্থানীয়দের তথ্য মতে, জালালউদ্দিন অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন। কিন্তু তাঁর মেজো ছেলে অভিযোগ করছেন, তাঁর ভাইয়েরা বাবাকে হত্যা করেছেন। তাই ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জালাল উদ্দিনের বড় ছেলে তারা মিয়া বলেন, ‘আমার ভাই নুরুল ইসলাম নেশাগ্রস্ত। তার স্ত্রী সন্তান নিয়ে তাকে ছেড়ে বাবার বাড়ি চলে গেছে। এখন নুরুল কোথায় থাকে, কী করে, তা কেউ জানেন না। বাড়িতে কারও খোঁজ নেয় না। কিন্তু দীর্ঘদিন বাবার সম্পত্তির ভাগ দাবি করে আসছিল সে। বাবা দিতে রাজি না হওয়ায় আমাদের লাঠি-দা দিয়ে মারধর করতে আসত সে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে