তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে আদালতে করা হয় মামলা। বিচারকের হস্তক্ষেপে করা হয় মীমাংসা। পরে বাড়িতে এসে আবারও করা হয় স্ত্রীকে নির্যাতন। সর্বশেষ গত শুক্রবার নির্যাতন করা হলে গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ত্রী নির্যাতনের এসব অভিযোগ উঠেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সোহেল রানা নামের এক বিজিবি সদস্যের বিরুদ্ধে।
সোহেল রানার বাড়ি তেঁতুলিয়া উপজেলার গিতালগাছ গ্রামে। তিনি বান্দরবান রুমা বিজিবি ব্যাটালিয়ন-৯-এ কর্মরত। দুই মাসের ছুটিতে তিনি গ্রামের বাড়িতে রয়েছেন। জানা গেছে, ২০২০ সালে উপজেলার ভজনপুর ইউনিয়নের প্রধানগছ গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে সিদ্দিকা নাহারের বিয়ে হয় একই ইউনিয়নের গিতালগছ গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহেল রানার। বিয়ের সময় সোহেলকে উপহার হিসেবে তিন লাখ টাকা দেয় মেয়ের পরিবার। এরপরও বিয়ের কয়েক দিনের মাথায় শুরু হয় মানসিক নির্যাতন। নতুন করে চার লাখ টাকা যৌতুক চেয়ে শারীরিক নির্যাতন শুরু করেন সোহেল ও তাঁর পরিবার। ২০২১ সালে যৌতুকের দাবির অভিযোগে সিদ্দিকা নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে মামলা করেন। বিষয়টি নিয়ে ২৩ আগস্ট পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বি এম তারিকুল কবির ওই দম্পতিসহ দুই পরিবারকে ডেকে মীমাংসা করে দেন। এ সময় বিচারক সোহেলকে দুই মাসের ছুটির মধ্যে ১ মাস বাড়িতে স্ত্রীকে নিয়ে অবস্থান করা ও ১ মাস স্ত্রীকে বাইরে বিভিন্ন স্থানে ভ্রমণ করানোর শর্ত দেন।
এদিকে আদালত থেকে বাড়ি ফিরেই সিদ্দিকাকে আবারও মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। সর্বশেষ গত শুক্রবার পুনরায় যৌতুক দাবি ও মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে শারীরিক নির্যাতন করেন সোহেল। এরপর স্থানীয়দের সহযোগিতায় সিদ্দিকাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তিনি সেখানে চিকিৎসাধীন।
সিদ্দিকা নাহার বলেন, ‘স্বামীর সঙ্গে আমাকে মিল করিয়ে দেন বিচারক; কিন্তু আদালত থেকে বাড়িতে নিয়ে যাওয়ার পর আবারও নির্যাতন করে। আমি এর বিচার চাই।’
সোহেল রানার সঙ্গে যোগযোগ করা সম্ভব না হলে তাঁর বাবা রফিকুল ইসলাম যৌতুক দাবি ও নির্যাতনের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমার ছেলের শারীরিক সমস্যা আছে। এ কারণে আমাদের বিরুদ্ধে তারা লেগেছে। তাঁরা চাচ্ছে যাতে ছেলেটার চাকরি চলে যায়।’
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘আদালতে তাঁদের সমঝোতা হওয়ার পর আমাদের বিষয়টি দেখার নির্দেশ দেওয়া হয়। এদিকে গত শনিবার আবারও সিদ্দিকাকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন।’
যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে আদালতে করা হয় মামলা। বিচারকের হস্তক্ষেপে করা হয় মীমাংসা। পরে বাড়িতে এসে আবারও করা হয় স্ত্রীকে নির্যাতন। সর্বশেষ গত শুক্রবার নির্যাতন করা হলে গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ত্রী নির্যাতনের এসব অভিযোগ উঠেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সোহেল রানা নামের এক বিজিবি সদস্যের বিরুদ্ধে।
সোহেল রানার বাড়ি তেঁতুলিয়া উপজেলার গিতালগাছ গ্রামে। তিনি বান্দরবান রুমা বিজিবি ব্যাটালিয়ন-৯-এ কর্মরত। দুই মাসের ছুটিতে তিনি গ্রামের বাড়িতে রয়েছেন। জানা গেছে, ২০২০ সালে উপজেলার ভজনপুর ইউনিয়নের প্রধানগছ গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে সিদ্দিকা নাহারের বিয়ে হয় একই ইউনিয়নের গিতালগছ গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহেল রানার। বিয়ের সময় সোহেলকে উপহার হিসেবে তিন লাখ টাকা দেয় মেয়ের পরিবার। এরপরও বিয়ের কয়েক দিনের মাথায় শুরু হয় মানসিক নির্যাতন। নতুন করে চার লাখ টাকা যৌতুক চেয়ে শারীরিক নির্যাতন শুরু করেন সোহেল ও তাঁর পরিবার। ২০২১ সালে যৌতুকের দাবির অভিযোগে সিদ্দিকা নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে মামলা করেন। বিষয়টি নিয়ে ২৩ আগস্ট পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বি এম তারিকুল কবির ওই দম্পতিসহ দুই পরিবারকে ডেকে মীমাংসা করে দেন। এ সময় বিচারক সোহেলকে দুই মাসের ছুটির মধ্যে ১ মাস বাড়িতে স্ত্রীকে নিয়ে অবস্থান করা ও ১ মাস স্ত্রীকে বাইরে বিভিন্ন স্থানে ভ্রমণ করানোর শর্ত দেন।
এদিকে আদালত থেকে বাড়ি ফিরেই সিদ্দিকাকে আবারও মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। সর্বশেষ গত শুক্রবার পুনরায় যৌতুক দাবি ও মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে শারীরিক নির্যাতন করেন সোহেল। এরপর স্থানীয়দের সহযোগিতায় সিদ্দিকাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তিনি সেখানে চিকিৎসাধীন।
সিদ্দিকা নাহার বলেন, ‘স্বামীর সঙ্গে আমাকে মিল করিয়ে দেন বিচারক; কিন্তু আদালত থেকে বাড়িতে নিয়ে যাওয়ার পর আবারও নির্যাতন করে। আমি এর বিচার চাই।’
সোহেল রানার সঙ্গে যোগযোগ করা সম্ভব না হলে তাঁর বাবা রফিকুল ইসলাম যৌতুক দাবি ও নির্যাতনের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমার ছেলের শারীরিক সমস্যা আছে। এ কারণে আমাদের বিরুদ্ধে তারা লেগেছে। তাঁরা চাচ্ছে যাতে ছেলেটার চাকরি চলে যায়।’
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘আদালতে তাঁদের সমঝোতা হওয়ার পর আমাদের বিষয়টি দেখার নির্দেশ দেওয়া হয়। এদিকে গত শনিবার আবারও সিদ্দিকাকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে