রাতের আঁধারে নদীর তীরে মাটি কেটে বিক্রি

(গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ১২: ৪৬

গাজীপুরের শ্রীপুরে রাতের আঁধারে শীতলক্ষ্যা নদীর তীরে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে একটি চক্র। নদী তীরের মাটি এক্সকাভেটর (ভেকু) দিয়ে কেটে ড্রাম ট্রাকে বিভিন্ন ইটভাটায় পৌঁছে দেওয়া হয়। রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত চলে এই দৌরাত্ম্য।

গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা গ্রামের শীতলক্ষ্যা নদীর তীরের মাটি কেটে নিয়ে গেছে চক্রটি। গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, গোসিঙ্গা বাজারের দক্ষিণ পাশে শীতলক্ষ্যা নদীর তীরের কয়েকটি জায়গায় গভীর খনন করে মাটি নিয়ে গেছে। নদীতীরে পুকুর সমান খনন করে রাতব্যাপী মাটি কেটে নিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন জানান, ‘মাটি ব্যবসায়ী অপু নামের এক ব্যক্তি নদীর তীরের মাটি কেটে নিয়ে যাচ্ছে। ড্রাম ট্রাক চলাচলের জন্য নদী থেকে জমিতে সেচ দেওয়ার পাইপ লাইনটি ভেঙে দিয়েছে তারা। বিষয়টি জানতে পেরে স্থানীয় কৃষকেরা মিলে মাটিকাটায় বাধা দিয়েছি। তবুও রাতের আঁধারে মাটি কেটে নিয়ে যাচ্ছে।’

অভিযুক্ত অপু মিয়া জানান, ‘স্থানীয় একজন ব্যক্তির কাছ থেকে মাটি কিনে কেটে নেওয়া হচ্ছে।’ তবে নদীর তীরের মাটি কী করে কিনলেন, তাঁর জবাব দেননি।

শ্রীপুর নদী পরিব্রাজক দলের সভাপতি সাঈদ চৌধুরী বলেন, ‘নদী দখল, তীরের মাটি কেটে বিক্রি কোনোভাবেই যেন বন্ধ হচ্ছে না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি ভূমিকা রাখতে হবে।’

গোসিঙ্গা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান শাহীন বলেন, ‘রাতের আঁধারে নদীর তীরের মাটি কেটে নেওয়ার বিষয়টি খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কোনো অবস্থাতেই নদীর তীরের মাটি কেটে বিক্রি করতে দেওয়া হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত