আলাদিনের চেরাগ

সম্পাদকীয়
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৭: ০০
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৮: ১৮

আবদুল বারেক সরকার ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের একজন পিয়ন ছিলেন। কিন্তু ২০১৫ সালে অবসরে গিয়েও এই অফিসের কাজ নিয়ন্ত্রণ করতেন ৫ আগস্ট পর্যন্ত। তিনি হয়েছেন ২০০ কোটি টাকার মালিক! কীভাবে হলেন? তিনি কি আলাদিনের চেরাগ পেয়েছিলেন?

আজকের পত্রিকায় গত মঙ্গলবার আবদুল বারেক সরকারকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সরকার বদলের পর অবশ্য আবদুল বারেক সরকার গা-ঢাকা দিয়েছেন। পরিশ্রম করে, সৎপথে সম্পদ অর্জন করলে তো সরকার গঠন বা পতনে তাঁর ভয় বা উৎসাহী হওয়ার কিছু থাকতে পারে না। তাঁর সম্পদের মালিক হওয়ার পেছনে নিশ্চয়ই বিগত সরকারের কোনো না কোনো ভূমিকা ছিল। প্রকাশিত খবর থেকে জানা যায়, তাঁর খুঁটির জোর ছিল মূলত দুটি—তিনি সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের চাচা এবং নিজেদের জায়গায় ভাড়ায় সাবরেজিস্ট্রি অফিস পরিচালিত হতো। সাবরেজিস্ট্রি অফিসটি এককভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতার অধিকারী হয়েছিলেন তিনি। নকলনবিশ থেকে পদোন্নতি পেয়ে পিয়ন হয়েছিলেন বারেক। এই ‘সামান্য’ চাকরি করেই তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রীর পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হতে পারলে প্রতিমন্ত্রীর চাচা ২০০ কোটি টাকার সম্পদের মালিক হতে পারবেন না কেন? আবদুল বারেকের সম্পদের মধ্যে রয়েছে তারাকান্দা শহরে ৬০ শতাংশ জমি, এর বাইরে আড়াই একর কৃষিজমি, দুই একর জমির মৎস্য খামার, গ্রামের বাড়িতে বহুতল ভবন এবং ময়মনসিংহ শহরে শেয়ারে ছয়তলা বাড়ি ও মার্কেট।

বাংলাদেশে ‘সিস্টেম’মতো কাজ করতে পারলে বিশাল বিত্ত-বৈভবের মালিক হওয়া কোনো অসম্ভব ব্যাপার না! বারেক ক্ষমতার দাপট দেখিয়ে দলিল করার একটা নির্দিষ্ট ফি নির্ধারণ করে দিয়েছিলেন। সেটা ছিল সর্বনিম্ন ৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা। এর কমে কোনো কাজ করাতে পারতেন না কেউ। টাকা না দিলে তো কাজই হতো না। এ রকম একটি জবরদস্তির সিন্ডিকেট বারেকের নেতৃত্বে গড়ে উঠেছিল।

সরকার এবং সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই বারেকের মতো লোভী ও দুর্নীতিবাজ ব্যক্তিদের উত্থান ঘটে। আবার সাধারণ মানুষের নীরবতাও অনেক সময় এই ধরনের ব্যক্তিদের ভয়ংকর করে তোলে। বিগত সরকারের আমলে দেশের আনাচকানাচে আবদুল বারেক সরকারের মতো অনেকেই যে সম্পদশালী হয়ে ওঠার সুযোগ পেয়েছিলেন, সে খবর সংবাদপত্রে ছাপা হচ্ছে। শুধু তারাকান্দায় একজন আবদুল বারেক সরকারের উত্থান হয়েছে, তা তো নয়। সারা দেশে এমন আলাউদ্দিনের চেরাগ পাওয়া আরও অনেকেই আছেন, যাঁরা সরকার পরিবর্তনের পর বিপদের আশঙ্কায় গা-ঢাকা দিয়েছেন। যাঁরা গা-ঢাকা দিয়েছেন, তাঁরা নিশ্চয়ই তাঁদের স্থাবর-অস্থাবর সম্পদ সঙ্গে করে নিয়ে যেতে সক্ষম হননি। এই ‘পলাতক’ ব্যক্তিদের পাওয়া না গেলেও অবৈধভাবে অর্জিত তাঁদের সম্পদ যদি সরকার বাজেয়াপ্ত করে তা সম্পদহীন মানুষের মধ্যে বণ্টনের ব্যবস্থা করে, তাহলে কি বিষয়টি ভালো হয় না? বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে এটা কিছুটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত