Ajker Patrika

গণপিটুনিতে যুবক নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১০: ৫৪
গণপিটুনিতে যুবক নিহতের  ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে গণপিটুনিতে আলমগীর হোসেন (৩২) নামে এক যুবক নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বক্তাবলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহসিন ও তোফাজ্জল। এর আগে গত মঙ্গলবার রাতে নিহত আলমগীর হোসেনের স্ত্রী মিনু আক্তার (৩২) বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ওমর ফারুকসহ ১৮ জনের নাম উল্লেখ্য এবং অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ্য করা হয়, নিহত আলমগীরের সঙ্গে ইউপি সদস্য ওমর ফারুকের পূর্বশত্রুতা ছিল। এর জের ধরে গত সোমবার বেলা সাড়ে ১১টায় অভিযুক্তরা আলমগীরকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আলমগীরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে লালমাটিয়ায় একটি প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে আলমগীর মারা যায়।

তবে স্থানীয়রা জানায়, ইউপি সদস্য ওমর ফারুকের সঙ্গে আলমগীরের পূর্ব বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে সোমবার সকালে ওমর ফারুককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে আলমগীর। খবর পেয়ে আলমগীরের সমর্থক ও স্থানীয়রা তাকে গণধোলাই দেয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করলে পরদিন তিনি মারা যান।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সুকান্ত দত্ত বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত