Ajker Patrika

মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১১: ৫২
মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে ক্ষতিকর জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল, কারেন্ট জাল, খুঁটি জাল, চরঘেরা জাল, মশারি জালসহ ক্ষতিকর সব ধরনের জাল অপসারণে এই অভিযান চালানো হয়।

গতকাল বুধবার বিকেলে আসলপাড়া স্কুল ঘাটে বিশেষ চিরুনি অভিযানে জব্দ করা বেশ কিছু জাল আগুন লাগিয়ে ধ্বংস করা হয়। এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, কোস্টগার্ডের কর্মকর্তা মো. বাবুল আক্তার।

অভিযানকালে ২০টি বেহুন্দি জাল, ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি জাটকা জব্দ করা হয়। পরে জব্দ জালগুলো মেঘনার পাড়ে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়। তা ছাড়া জব্দ জাটকাগুলো স্থানীয়দের মাঝে বিলি করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, দিনব্যাপী মেঘনা নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে অভিযানে জব্দ অবৈধ জালগুলো ধ্বংস করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ক্ষতিকর অবৈধ জাল অপসারণের লক্ষ্যে মাসব্যাপী এ অভিযান চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত