মিজান মাহী, দুর্গাপুর
মাঠে মাঠে এখন পুরোদমে আমন ধানের চারা রোপণের কাজ চলছে। রাজশাহীতে গত সোমবার দিনভর মুষলধারে বৃষ্টিপাতের পর কৃষকেরা আমন ধানের চারা রোপণের কাজে নেমে পড়েন। দুর্গাপুর উপজেলায়ও আমন ধানের চারা রোপণে কৃষকের ব্যস্ততা দেখা গেছে।
এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বোরো ফসল সংগ্রহ করেছেন কৃষকেরা। তাই উৎসাহী হয়ে রেকর্ড পরিমাণ জমিতে আমন চাষাবাদ শুরু করেছেন তাঁরা। কৃষি অধিদপ্তরের তৎপরতায় আউশ ও আমনের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে চেষ্টা চলছে।
দুর্গাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে উপজেলায় ৪ হাজার ৬২০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর ছিল ৪ হাজার হেক্টর জমি। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ১২ মেট্রিক টন ধান। এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। ধান রোপণের জন্য ২৫০ কৃষককে আমন ধানের বীজ, সার, সেচসহ বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বৃষ্টি না হওয়ায় কোনো কোনো এলাকায় কৃষকেরা আগেই সেচ দিয়ে আমন ধান রোপণ করেছেন। বেশির ভাগ কৃষক স্বর্ণা, বি-ধান ৮৭, ৭৫, ৩৯, বিনা-৪৯, ১৭ জাতের ধান চাষ করছেন।
উপজেলার দেবীপুর গ্রামের কৃষক সেন্টু আলী বলেন, ‘জমি রোপণের কাজ শুরু করেছি। আমি ৫ বিঘা জমিতে স্বর্ণা ধান লাগাব। গতবার এ ধান করে ভালো ফলন পেয়েছি। সেই সঙ্গে অনেক টাকার খড়ও বিক্রি করেছি।’
বরিদবাশাইল গ্রামের গ্রামের কৃষক আইয়ুব আলী বলেন, ‘১০ বিঘা জমিতে ৪৯ ও ৬ বিঘা জমিতে ৩৪ ধান লাগাব। জমি রোপণের কাজ শুরু করেছি। কিছু জমিতে আগাম সবজি ও মরিচ চাষ করি। আমন ধান চাষের জন্য মাঠে নেমে পড়েছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, ৪ হাজার ৬০০ হেক্টর জমিতে জমিতে রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকেরা পুরোদমে আমন আবাদে ব্যস্ত রয়েছেন। কৃষি অফিসের সহযোগিতা অব্যাহত রয়েছে। এই উপজেলায় বিগত বছরের মতো এবারও আমান ধানের বাম্পার ফলন হবে।
মাঠে মাঠে এখন পুরোদমে আমন ধানের চারা রোপণের কাজ চলছে। রাজশাহীতে গত সোমবার দিনভর মুষলধারে বৃষ্টিপাতের পর কৃষকেরা আমন ধানের চারা রোপণের কাজে নেমে পড়েন। দুর্গাপুর উপজেলায়ও আমন ধানের চারা রোপণে কৃষকের ব্যস্ততা দেখা গেছে।
এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বোরো ফসল সংগ্রহ করেছেন কৃষকেরা। তাই উৎসাহী হয়ে রেকর্ড পরিমাণ জমিতে আমন চাষাবাদ শুরু করেছেন তাঁরা। কৃষি অধিদপ্তরের তৎপরতায় আউশ ও আমনের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে চেষ্টা চলছে।
দুর্গাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে উপজেলায় ৪ হাজার ৬২০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর ছিল ৪ হাজার হেক্টর জমি। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ১২ মেট্রিক টন ধান। এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। ধান রোপণের জন্য ২৫০ কৃষককে আমন ধানের বীজ, সার, সেচসহ বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বৃষ্টি না হওয়ায় কোনো কোনো এলাকায় কৃষকেরা আগেই সেচ দিয়ে আমন ধান রোপণ করেছেন। বেশির ভাগ কৃষক স্বর্ণা, বি-ধান ৮৭, ৭৫, ৩৯, বিনা-৪৯, ১৭ জাতের ধান চাষ করছেন।
উপজেলার দেবীপুর গ্রামের কৃষক সেন্টু আলী বলেন, ‘জমি রোপণের কাজ শুরু করেছি। আমি ৫ বিঘা জমিতে স্বর্ণা ধান লাগাব। গতবার এ ধান করে ভালো ফলন পেয়েছি। সেই সঙ্গে অনেক টাকার খড়ও বিক্রি করেছি।’
বরিদবাশাইল গ্রামের গ্রামের কৃষক আইয়ুব আলী বলেন, ‘১০ বিঘা জমিতে ৪৯ ও ৬ বিঘা জমিতে ৩৪ ধান লাগাব। জমি রোপণের কাজ শুরু করেছি। কিছু জমিতে আগাম সবজি ও মরিচ চাষ করি। আমন ধান চাষের জন্য মাঠে নেমে পড়েছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, ৪ হাজার ৬০০ হেক্টর জমিতে জমিতে রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকেরা পুরোদমে আমন আবাদে ব্যস্ত রয়েছেন। কৃষি অফিসের সহযোগিতা অব্যাহত রয়েছে। এই উপজেলায় বিগত বছরের মতো এবারও আমান ধানের বাম্পার ফলন হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে