Ajker Patrika

ধান রোপণে ব্যস্ত কৃষকেরা

মিজান মাহী, দুর্গাপুর
আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১২: ২৮
ধান রোপণে ব্যস্ত কৃষকেরা

মাঠে মাঠে এখন পুরোদমে আমন ধানের চারা রোপণের কাজ চলছে। রাজশাহীতে গত সোমবার দিনভর মুষলধারে বৃষ্টিপাতের পর কৃষকেরা আমন ধানের চারা রোপণের কাজে নেমে পড়েন। দুর্গাপুর উপজেলায়ও আমন ধানের চারা রোপণে কৃষকের ব্যস্ততা দেখা গেছে।

এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বোরো ফসল সংগ্রহ করেছেন কৃষকেরা। তাই উৎসাহী হয়ে রেকর্ড পরিমাণ জমিতে আমন চাষাবাদ শুরু করেছেন তাঁরা। কৃষি অধিদপ্তরের তৎপরতায় আউশ ও আমনের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে চেষ্টা চলছে।

দুর্গাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে উপজেলায় ৪ হাজার ৬২০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর ছিল ৪ হাজার হেক্টর জমি। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ১২ মেট্রিক টন ধান। এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। ধান রোপণের জন্য ২৫০ কৃষককে আমন ধানের বীজ, সার, সেচসহ বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, বৃষ্টি না হওয়ায় কোনো কোনো এলাকায় কৃষকেরা আগেই সেচ দিয়ে আমন ধান রোপণ করেছেন। বেশির ভাগ কৃষক স্বর্ণা, বি-ধান ৮৭, ৭৫, ৩৯, বিনা-৪৯, ১৭ জাতের ধান চাষ করছেন।

উপজেলার দেবীপুর গ্রামের কৃষক সেন্টু আলী বলেন, ‘জমি রোপণের কাজ শুরু করেছি। আমি ৫ বিঘা জমিতে স্বর্ণা ধান লাগাব। গতবার এ ধান করে ভালো ফলন পেয়েছি। সেই সঙ্গে অনেক টাকার খড়ও বিক্রি করেছি।’

বরিদবাশাইল গ্রামের গ্রামের কৃষক আইয়ুব আলী বলেন, ‘১০ বিঘা জমিতে ৪৯ ও ৬ বিঘা জমিতে ৩৪ ধান লাগাব। জমি রোপণের কাজ শুরু করেছি। কিছু জমিতে আগাম সবজি ও মরিচ চাষ করি। আমন ধান চাষের জন্য মাঠে নেমে পড়েছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, ৪ হাজার ৬০০ হেক্টর জমিতে জমিতে রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকেরা পুরোদমে আমন আবাদে ব্যস্ত রয়েছেন। কৃষি অফিসের সহযোগিতা অব্যাহত রয়েছে। এই উপজেলায় বিগত বছরের মতো এবারও আমান ধানের বাম্পার ফলন হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত