Ajker Patrika

ভাঙন-আতঙ্কে বিদ্যালয় ছেড়ে উঠানে পাঠদান

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
ভাঙন-আতঙ্কে বিদ্যালয় ছেড়ে উঠানে পাঠদান

ইট-সিমেন্টে গড়া ঝকঝকে বিদ্যালয় ভবন ছেড়ে অন্যের বাড়ির উঠানে বসে ক্লাস করছে শিক্ষার্থীরা। রংপুরের পীরগাছা উপজেলার চরদক্ষিণ গাবুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এভাবেই চলছে পাঠদান। বিদ্যালয় ভবনটি তিস্তা নদীর ভাঙনের মুখে থাকায় ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে কয়েক দিন ধরে জিও ব্যাগ ফেলা হলেও তীরের ভাঙন ধীরে ধীরে বিদ্যালয়ের কাছে চলে এসেছে। সে সঙ্গে হুমকির মুখে পড়েছে ১০টি বসতবাড়ি। সেখানকার লোকজন তাঁদের আসবাবপত্র গুছিয়ে রেখেছেন; কিন্তু এখনো ভিটা ছাড়তে চাচ্ছেন না।

গত বুধবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় মাঠে জিও ব্যাগ ভরাট ও পানিতে ফেলার কাজে ব্যস্ত পানি উন্নয়ন বোর্ডের শ্রমিকেরা। সেখান থেকে ৫০০ গজ দূরে স্থানীয় আব্দুস সামাদ মিয়ার বাড়ির উঠানে গাছতলায় মাটিতে পলিথিন বিছিয়ে ক্লাস করছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। জায়গা সংকটে একটি শ্রেণির পাঠদান চলাকালে অন্য শ্রেণির শিশুরা পাশে মাটিতে বসে থাকছে।

পাকা ভবন রেখে রোদের মধ্যে খোলা জায়গাই যেন এখন শিক্ষার্থীদের পড়াশোনার নতুন ঠিকানা হয়ে উঠেছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নারগিস আক্তার বলে, ‘কদিন আগেও স্কুলের ফ্যানের নিচে বেঞ্চে বসে ক্লাস করেছি আর এখন হামরা গাছের তলোত বসি পড়ছি। খুব গরম, গাও পুড়ি যায়।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন বলেন, ‘বিদ্যালয়টি রক্ষায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবুও ঝুঁকি নিতে চাইনি। কোনো দুর্ঘটনা ঘটে গেলে দায় কে নেবেন? তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শে সাময়িকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিদ্যালয়টি তদারকির দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শামছুজ্জামান জানান, বিদ্যালয় মাঠে শ্রমিকেরা কাজ করছেন। পাশে নদী। ছোট শিক্ষার্থীরা কখন কী করে বসে। তাই পাশের বাড়ির উঠানে ক্লাস নেওয়া হচ্ছে।

জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে সেজন্য পাঠদান চালু রাখার ব্যবস্থা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত