Ajker Patrika

ফসলি জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১২: ৪০
ফসলি জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন

চুয়াডাঙ্গায় সদর উপজেলার জাফরপুর ও হায়দারপুর গ্রামের ফসলি জমি সরকারি অধিগ্রহণের প্রতিবাদ জানিয়েছেন কৃষক-কৃষাণীরা। গতকাল শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে চুয়াডাঙ্গা জাফরপুর বিজিবি ক্যাম্পসংলগ্ন নিজেদের জমির সামনে থেকে এক মানববন্ধনে এ প্রতিবাদ জানানো হয়। পরে তাঁরা এক বিক্ষোভ মিছিলে অংশ নেন।

জমির মালিক ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের জাফরপুর ও হায়দারপুর গ্রামের মাঝখানে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ রোডে বর্ডার গার্ড বাংলাদেশ চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের সদর দপ্তর। সেখানে একটি ট্রেনিং প্রশিক্ষণ কেন্দ্র করার জন্য জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কৃষকদের দাবি, জাফরপুর ও হায়দারপুরের ৩৮ ও ৩৯ নম্বর মৌজার যে জমি অধিগ্রহণের জন্য নির্ধারণ করা হচ্ছে তা তিন ফসলি জমি। এ সকল জমিতে ১৪ মাসে ৪টি ফসল হয়। এ জমি অধিগ্রহণের জন্য দিতে রাজি নন তাঁরা।

মানববন্ধনে কৃষকেরা বলেন, ৩৮ ও ৩৯ নম্বর মৌজায় বিজিবির ট্রেনিং সেন্টারের জন্য বসত বাড়িসহ প্রায় ৩০০ বিঘা জমি অধিগ্রহণ করা হবে। আমরা আমাদের কৃষি জমি হারাতে চাই না। প্রধানমন্ত্রী বারবার বলেছেন দেশের উন্নয়ন করতে গিয়ে ১ ইঞ্চিও কৃষি জমি নষ্ট করা হবে না, কোনো কৃষি জমিতে কলকারখানা ও প্রতিষ্ঠান গড়ে তোলা হবে না। আমরা কোনো মূল্যেই আমাদের কৃষি জমি দিতে চাই না।

মানববন্ধনে আসা কৃষক রজব আলী বলেন, জাফরপুর ও হায়দারপুরের গ্রামের মানুষেরা চাষাবাদ ও কৃষিকাজের ওপর নির্ভরশীল। ৩৮ ও ৩৯ নম্বর মৌজায় যে সকল চাষযোগ্য জমি রয়েছে সেখানে ১৪ মাসে ৪ ফসল উৎপন্ন করা হয়ে থাকে। জমি দিয়ে দিলে আমরা খাব কী?

এ সময় কৃষক-কৃষাণীরা আরও বলেন, আমাদের জমি নিয়ে নেওয়া চেষ্টা করা হলে আমরা কঠোর আন্দোলনের ডাক দেব। কোনোভাবেই আমাদের থেকে জমি নিতে দেব না।

কৃষি জমি অধিগ্রহণের পরিসংখ্যান তুলে ধরে কৃষক রবিউল মণ্ডল, সোহেল মণ্ডল, হামিদুল মণ্ডল ও মাজেদ আলী জানান, এর আগে বিজিবি ক্যাম্প প্রতিষ্ঠার জন্য জাফরপুর মৌজায় ২৭৫ বিঘা ও হায়দারপুর মৌজায় ৭৫ বিঘা কৃষি জমি অধিগ্রহণ করা হয়েছে। জেলা স্টেডিয়ামে নির্মাণের জন্য জাফরপুর মৌজায় ৫০ বিঘা জমি অধিগ্রহণ করা হয়েছে। জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য জাফরপুর মৌজায় ১৫ বিঘা কৃষি জমি অধিগ্রহণ করা হয়েছে। পাওয়ার গ্রিড সাবস্টেশন প্রতিষ্ঠার জন্য জাফরপুর মৌজায় ২০ বিঘা কৃষি জমি অধিগ্রহণ করা হয়েছে।

সামাজিক বন বিভাগ কার্যালয় ও নার্সারি প্রতিষ্ঠার জন্য জাফরপুর মৌজায় ১৫ বিঘা কৃষি জমি অধিগ্রহণ করা হয়েছে। ব্র্যাক ও গণসাহায্য সংস্থা প্রতিষ্ঠার জন্য জাফরপুর মৌজায় ৫ বিঘা কৃষি জমি অধিগ্রহণ করা হয়। সিএস, এসএ, আরএস রেকর্ড থাকা সত্ত্বেও জাফরপুর ও হায়দারপুরে ব্যক্তিমালিকানা জমির ওপর খাল খননের নামে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রায় ৩৫০ বিঘা ফসলি জমি অধিগ্রহণ করেছে।

সর্বশেষ বিজিবির ট্রেনিং সেন্টার খোলার নামে বর্তমানে বসত বাড়িসহ প্রায় ৩০০ বিঘা কৃষি জমি অধিগ্রহণের কথা জানানো হয়েছে এটি বাস্তবায়ন হলে জাফরপুর ও হায়দারপুর গ্রামে কৃষি জমি বলে কিছুই থাকবে না।

এ সময় কৃষক মাজেদ আলী বলেন, ‘আমরা গ্রামবাসীরা কোনোভাবেই কৃষি জমি আর দেব না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত