কালিহাতী প্রতিনিধি
কালিহাতী উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৪৫৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এই নির্বাচনে ৪টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ১০ জন। দলীয়ভাবে নির্বাচনে না এলেও ১০ ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপির ১২ জন স্বতন্ত্র প্রার্থী আছেন।
এ ছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের তিনটি ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু দশকিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে। মনোনয়নপত্র দাখিল করা ব্যক্তিদের মধ্যে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত সদস্য পদে ১০৩ ও সদস্য পদে ৩১৫ জন রয়েছেন।
বল্লা ইউপিতে তিন চেয়ারম্যান প্রার্থী হলেন আওয়ামী লীগের মো. ফরিদ আহমেদ, বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল হোসেন ও মো. শুকুর মাহমুদ। সহদেবপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মোখলেছুর রহমান ফরিদ, বিএনপির মাসুদুর রহমান বালা, বিএনপির আইয়ুব আলী খান, বিএনপির আব্দুস সালাম ও মো. ইসমাইল হোসেন।
পাইকড়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. আজাদ হোসেন, বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো. জসিম খান ও মো. সেকান্দর আলী। নারান্দিয়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. মাসুদ তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. জামাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. সাদেক আলী তালুকদার, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. ইকবাল হোসেন ও বিএনপির স্বতন্ত্র মো. মোহর আলী।
নাগবাড়ী ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. আব্দুল কাইয়ুম বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক সম্পাদক মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন, কৃষক শ্রমিক জনতা লীগের মো. ইথার হোসেন সিদ্দিকী, মো. শফিকুল ইসলাম, আওয়ামী লীগের সমর্থক মো. মামুনুর রহমান সিদ্দিকী এবং জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো. বাদশা মিয়া। সল্লা ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. আব্দুল আলীম, বিএনপির শামীম আল মামুন ও কৃষক শ্রমিক জনতা লীগের মো. ফারুক হোসেন।
কোকডহরা ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. নুরুল ইসলাম, বিএনপির মো. নজরুল ইসলাম ও বিএনপির মো. ফরহাদ হোসেন খান মিন্টু এবং কৃষক শ্রমিক জনতা লীগের মঞ্জুরুল ইসলাম। দুর্গাপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের এস এম আনোয়ার হোসেন ও আওয়ামী সমর্থক মো. সিরাজুল ইসলাম।
দশকিয়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের এম এ মালেক ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. উজ্জ্বল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নজরুল ইসলাম ও উপজলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল ভূঁইয়া। গোহালিয়াবাড়ী ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. আব্দুল হাই আকন্দ, বিএনপির মতিউল আলম তালুকদার, বিএনপি সমর্থক হাফিজুর রহমান তালুকদার ও বিএনপি সমর্থক ইসমাইল হোসেন হিটলু।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, ‘দলীয় মনোনয়নের বাইরে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের আমরা প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ করেছি। এ বিষয়ে একটি টিম করে দেওয়া হয়েছে। আশা করছি, তাঁরা প্রার্থিতা প্রত্যাহার করে নৌকার পক্ষে কাজ করবেন।’
সাংসদ হাসান ইমাম খান সোহেল হাজারী বলেন, ‘অনেকের মান-অভিমান আছে। আমরা তা দূর করার চেষ্টা করছি। তাঁদের নিয়ে বসে অনুরোধ ও আহ্বান করেছি। আশা করি, তাঁরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশ মেনে নৌকার পক্ষে তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করবেন।’
কালিহাতী উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৪৫৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এই নির্বাচনে ৪টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ১০ জন। দলীয়ভাবে নির্বাচনে না এলেও ১০ ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপির ১২ জন স্বতন্ত্র প্রার্থী আছেন।
এ ছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের তিনটি ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু দশকিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে। মনোনয়নপত্র দাখিল করা ব্যক্তিদের মধ্যে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত সদস্য পদে ১০৩ ও সদস্য পদে ৩১৫ জন রয়েছেন।
বল্লা ইউপিতে তিন চেয়ারম্যান প্রার্থী হলেন আওয়ামী লীগের মো. ফরিদ আহমেদ, বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল হোসেন ও মো. শুকুর মাহমুদ। সহদেবপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মোখলেছুর রহমান ফরিদ, বিএনপির মাসুদুর রহমান বালা, বিএনপির আইয়ুব আলী খান, বিএনপির আব্দুস সালাম ও মো. ইসমাইল হোসেন।
পাইকড়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. আজাদ হোসেন, বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো. জসিম খান ও মো. সেকান্দর আলী। নারান্দিয়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. মাসুদ তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. জামাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. সাদেক আলী তালুকদার, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. ইকবাল হোসেন ও বিএনপির স্বতন্ত্র মো. মোহর আলী।
নাগবাড়ী ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. আব্দুল কাইয়ুম বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক সম্পাদক মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন, কৃষক শ্রমিক জনতা লীগের মো. ইথার হোসেন সিদ্দিকী, মো. শফিকুল ইসলাম, আওয়ামী লীগের সমর্থক মো. মামুনুর রহমান সিদ্দিকী এবং জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো. বাদশা মিয়া। সল্লা ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. আব্দুল আলীম, বিএনপির শামীম আল মামুন ও কৃষক শ্রমিক জনতা লীগের মো. ফারুক হোসেন।
কোকডহরা ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. নুরুল ইসলাম, বিএনপির মো. নজরুল ইসলাম ও বিএনপির মো. ফরহাদ হোসেন খান মিন্টু এবং কৃষক শ্রমিক জনতা লীগের মঞ্জুরুল ইসলাম। দুর্গাপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের এস এম আনোয়ার হোসেন ও আওয়ামী সমর্থক মো. সিরাজুল ইসলাম।
দশকিয়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের এম এ মালেক ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. উজ্জ্বল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নজরুল ইসলাম ও উপজলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল ভূঁইয়া। গোহালিয়াবাড়ী ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. আব্দুল হাই আকন্দ, বিএনপির মতিউল আলম তালুকদার, বিএনপি সমর্থক হাফিজুর রহমান তালুকদার ও বিএনপি সমর্থক ইসমাইল হোসেন হিটলু।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, ‘দলীয় মনোনয়নের বাইরে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের আমরা প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ করেছি। এ বিষয়ে একটি টিম করে দেওয়া হয়েছে। আশা করছি, তাঁরা প্রার্থিতা প্রত্যাহার করে নৌকার পক্ষে কাজ করবেন।’
সাংসদ হাসান ইমাম খান সোহেল হাজারী বলেন, ‘অনেকের মান-অভিমান আছে। আমরা তা দূর করার চেষ্টা করছি। তাঁদের নিয়ে বসে অনুরোধ ও আহ্বান করেছি। আশা করি, তাঁরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশ মেনে নৌকার পক্ষে তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করবেন।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে