মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় রোহান পরিবহনের একটি বাসের চাপায় মিলন হাওলাদার (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে মঠবাড়িয়া-চরখালী আঞ্চলিক মহাসড়কের গুদিঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে। পুলিশ বাসটি জব্দ করতে পারলেও চালক ও বাসের হেলপার পালিয়ে যান। বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
নিহত মিলন মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের রুহুল আমীন হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনার প্রতিবাদে কলেজশিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টায় মিলন বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে কলেজের দিকে যাচ্ছিলেন। এ সময় মঠবাড়িয়া-চরখালী আঞ্চলিক মহাসড়কের গুদিঘাটায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দূরপাল্লার রোহান পরিবহনের বাস বেপরোয়া গতিতে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসীর সহায়তায় পুলিশ বাসটি জব্দ করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যান।
পুলিশ ঘটনাস্থল থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ বাসটি উদ্ধার করে থানাসংলগ্ন টিকিকাটা ইউনিয়ন পরিষদের সামনে রাখে। বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে এটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ইউপি সদস্য মো. সগীর হোসেন বলেন, দূরপাল্লার পরিবহনগুলো এ সড়কে বেপরোয়া গতিতে চলাচল করলেও দেখার কেউ নেই। এ কারণে এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
নিহত কলেজছাত্রের শিক্ষাপ্রতিষ্ঠান তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজ ও সাফা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করে বাসের ড্রাইভারকে গ্রেপ্তার ও মিলনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে জেলা পরিষদের প্রশাসক মহিউদ্দিন মহারাজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, থানার ওসি নুরুল ইসলাম বাদল, সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তাঁরা অবরোধ তুলে নেন।
মঠবাড়িয়া থানার ওসি মো. নূরুল ইসলাম বাদল বলেন, কলেজছাত্রের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত মিলনের বাবা রুহুল আমীন হাওলাদার বাদী হয়ে মামলা করেছেন।
পিরোজপুরের মঠবাড়িয়ায় রোহান পরিবহনের একটি বাসের চাপায় মিলন হাওলাদার (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে মঠবাড়িয়া-চরখালী আঞ্চলিক মহাসড়কের গুদিঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে। পুলিশ বাসটি জব্দ করতে পারলেও চালক ও বাসের হেলপার পালিয়ে যান। বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
নিহত মিলন মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের রুহুল আমীন হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনার প্রতিবাদে কলেজশিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টায় মিলন বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে কলেজের দিকে যাচ্ছিলেন। এ সময় মঠবাড়িয়া-চরখালী আঞ্চলিক মহাসড়কের গুদিঘাটায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দূরপাল্লার রোহান পরিবহনের বাস বেপরোয়া গতিতে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসীর সহায়তায় পুলিশ বাসটি জব্দ করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যান।
পুলিশ ঘটনাস্থল থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ বাসটি উদ্ধার করে থানাসংলগ্ন টিকিকাটা ইউনিয়ন পরিষদের সামনে রাখে। বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে এটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ইউপি সদস্য মো. সগীর হোসেন বলেন, দূরপাল্লার পরিবহনগুলো এ সড়কে বেপরোয়া গতিতে চলাচল করলেও দেখার কেউ নেই। এ কারণে এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
নিহত কলেজছাত্রের শিক্ষাপ্রতিষ্ঠান তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজ ও সাফা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করে বাসের ড্রাইভারকে গ্রেপ্তার ও মিলনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে জেলা পরিষদের প্রশাসক মহিউদ্দিন মহারাজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, থানার ওসি নুরুল ইসলাম বাদল, সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তাঁরা অবরোধ তুলে নেন।
মঠবাড়িয়া থানার ওসি মো. নূরুল ইসলাম বাদল বলেন, কলেজছাত্রের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত মিলনের বাবা রুহুল আমীন হাওলাদার বাদী হয়ে মামলা করেছেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে