Ajker Patrika

হত্যার হুমকি দিয়ে কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১২: ২৮
হত্যার হুমকি দিয়ে কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

প্রাণে মেরে ফেলা, পরীক্ষায় ফেল করানোসহ নানা হুমকি দিয়ে এক কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল খালেক চৌধুরী ওরফে ডলারের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।

অভিযোগকারী শিক্ষার্থীর দাবি, শিক্ষক আব্দুল খালেক চৌধুরী ২০২২ সালে তাঁর বাড়িতে নিয়ে তাঁকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন। এ সময় ওই শিক্ষক বলেন, ‘কলেজ থেকে পাস করে যেতেই দেব না, তোর (ভুক্তভোগী ছাত্রী) পাস–ফেল আমার হাতে।’ এরপর দীর্ঘদিন ধরেই যৌন হয়রানি করে আসছিলেন ওই শিক্ষক।

তবে অভিযুক্ত শিক্ষক অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁর সুনাম নষ্ট করতে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এতে কলেজের কয়েকজন শিক্ষকও জড়িত।

নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোজাহারুল ইসলাম তরু আজকের পত্রিকাকে বলেন, ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়ার পর রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুর রউফকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক ও ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে কথা বলে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি যৌন হয়রানির ঘটনা তদন্ত হওয়া উচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত