Ajker Patrika

ভোটারের দীর্ঘ সারি

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ২৭
ভোটারের দীর্ঘ সারি

পার্বত্য চট্টগ্রামে সপ্তম ধাপে বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে।

বান্দরবানে তিন ইউপির চেয়ারম্যানরা আগেই বিনা ভোট নির্বাচিত হওয়ায় ভোটের মাঠ ছিল উৎসবহীন। ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সদর ইউপির দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। রাঙামাটির বাঘাইছড়িতে আট ইউপির সব কেন্দ্রে ঝুঁকিপূর্ণ হওয়া কড়া নিরাপত্তার মধ্য ভোট গ্রহণ করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

বান্দরবান: কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই বান্দরবান জেলার সদর উপজেলার তিনটি ইউপির ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলার রাজবিলা, বান্দরবান সদর ও জামছড়ি ইউপিতে এই ভোট হয়। তিন ইউপিতেই চেয়ারম্যানসহ কয়েকটি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত সদস্যরা বিনা ভোটে নির্বাচিত হওয়া ভোট কেন্দ্রে তেমন ঝামেলা ছিল না। ভোটার উপস্থিতিও কম ছিল।

জামছড়ি ইউপির ১ থেকে ৫ নম্বর এবং রাজবিলাই ইউপির ৮ নম্বর ওয়ার্ডে ভোট না হওয়ায় এসব এলাকা ছিল নীরব। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রেইছা থলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দেখা হয় সদর ইউপিতে বিনা ভোটে নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান অংসাহ্লা মারমার সঙ্গে। তিনি বলেন, ‘তিনি একজন ভোটার, ভোট দিতে কেন্দ্রে এসেছেন। নির্বাচন জমজমাট হলে আরও ভালো লাগত।’

পানছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পাঁচটি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। এগুলো হলো লোগাং ইউপি, চেঙ্গী, পানছড়ি সদর, লতিবান, উল্টাছড়ি ইউপি। সকালে কেন্দ্রগুলোতে ভোটারের লম্বা লাইন দেখা গেছে। এদিকে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে প্রিসাইডিং অফিসারদের আবেদন প্রেক্ষিতে সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দুটি ভোট কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিস। এগুলো হলো বাজার উচ্চবিদ্যালয় ও ৮ ওয়ার্ডের পাইলট ফার্ম ভোট কেন্দ্র। এ ছাড়া স্বাভাবিক ভোট অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন প্রার্থী, ভোটার ও স্থানীয়রা।

৫ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও স্বতন্ত্রসহ ২৪ জন, সংরক্ষিত নারী সদস্য ৫৩ জন, পুরুষ সদস্য পদে ১৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব ইউপির ফলাফল উপজেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত কন্ট্রোল রুমে থেকে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

বাঘাইছড়ি: রাঙামাটির বাঘাইছড়িতে ৮ ইউপির ৭৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয় গতকাল। তবে সব কটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় সকালে ব্যালট পেপার ভোট কেন্দ্রে পাঠায় উপজেলা প্রশাসন। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ভোট কেন্দ্রে পুলিশ, বিজিবি, আনসার, সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে র‍্যাবের একটি ইউনিট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে ঘটে যাওয়া সহিংসতার কথা মাথায় রেখে সব ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।’

নির্বাচনে ৮ ইউপিতে নৌকা প্রতীক ৫ জন ও স্বতন্ত্র প্রার্থী ১৪ জন চেয়ারম্যান প্রার্থী আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত