Ajker Patrika

আম উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা

আজিজুর রহমান, চৌগাছা (যশোর)
আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৩: ০৯
আম উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা

যশোরের চৌগাছায় ৮৯৫ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে আমের চাষ হচ্ছে। বর্তমানে মাঠে মাঠের আমবাগানগুলোতে ফুলে ফুলে ভরে গেছে গাছ। কৃষকদের সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তারাও আশা করছেন বাম্পার ফলন হবে এ বছর।

কৃষি কর্মকর্তারা বলছেন, এবার শেষ সময় পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) রাশেদুল ইসলাম জানান, চলতি বছর উপজেলার মোট ৮৯৫ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে আমের চাষ রয়েছে। যেগুলোতে ইতিমধ্যেই আমের ফুল এসেছে।

তিনি আরও জানান, উপজেলার ফুলসারা ইউনিয়নের ৮ হেক্টর, পাশাপোলে ৭, সিংহঝুলিতে ৩, ধুলিয়ানীতে ২, চৌগাছা সদরে ৩, জগদীশপুর ইউনিয়নে ৪০০ হেক্টর, হাকিমপুর ৩৬০ হেক্টর, পাতিবিলায় ৩৫, স্বরূপদাহে ২৫, নারায়ণপুরে ৩৫ এবং সুখপুকুরিয়া ইউনিয়নে ৯ এবং চৌগাছা পৌরসভার বিভিন্ন মাঠে ৮ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে আমের চাষ হয়েছে।

উপজেলার জগদীশপুর গ্রামের আমচাষি মজনুর রহমান বলেন, ‘মাঠে যেভাবে আমের ফুল এসেছে তাতে এ বছর বাম্পার ফলন হবে বলে মনে করছি। গত বছরের চেয়ে আবহাওয়া ভালো থাকায় এবার আমের ফলনও বেশি হবে।’

চৌগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের (ইছাপুর গ্রাম) কাউন্সিলর ও আমচাষি আনিছুর রহমান বলেন, ‘গত বছর আমে অনেক লোকসান হয়েছে। আর তাঁর আগের বছর তো আম্ফানে সব শেষ করে দিয়ে গেছে। এ বছর এখন পর্যন্ত গাছে যে হারে মুকুল এসেছে, তাতে ভালো ফলনের আশা করছি। তবে মনের কোণে আশঙ্কাও আছে; হঠাৎ আবহাওয়ার কোনো বিপর্যয় না ঘটে।’

উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস বলেন, ‘এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে আছে। এ বছর অন্যান্য বছরগুলোর তুলনায় আমের ফলন বেশি হবে বলে মনে করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত