বিনোদন ডেস্ক
বলিউড বক্স অফিসে এখন চলছে শাহরুখ খানের ‘জওয়ান’ সুনামি। এ সুনামি শুধু ভারতেই নয়, ছড়িয়েছে সারা বিশ্বে। জওয়ান সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ। মুক্তির পর থেকেই আয়ের রেকর্ড করছে সিনেমাটি। বিশ্বব্যাপী তিন দিনে সিনেমাটি আয় করেছে ৩৮৪.৬৯ কোটি রুপি (রিড চিলির তথ্য মতে)। সিনেমায় দ্বৈত চরিত্রের শাহরুখকে দেখা গেছে প্রায় ৮টি ভিন্ন ভিন্ন লুকে। তবে সব চরিত্রে একা অভিনয় করেননি শাহরুখ। তাঁর দ্বৈত চরিত্র হিসেবে সঙ্গে ছিলেন প্রশান্ত ওয়ালদে। তা ছাড়া, সিনেমার দৃশ্যে টাক মাথার শাহরুখ যে মেট্রোটি হাইজ্যাক করেন, সেটাও কিন্তু সত্যি কোনো মেট্রো নয়।
কখনো বিক্রম রাঠোর হয়ে আবার কখনো আজাদ হয়ে প্রশংসা কুড়িয়েছেন শাহরুখ খান। তবে এ প্রশংসার ভাগীদার শাহরুখ একা নন। অ্যাকশন ও স্টান্ট দৃশ্যে শাহরুখের হয়ে অভিনয় করেছেন প্রশান্ত ওয়ালদে। ‘পাঠান’সহ প্রায় ১৭ বছর ধরে শাহরুখের সিনেমাগুলোতে দ্বৈত চরিত্রে ও অ্যাকশন দৃশ্যে কাজ করছেন তিনি।
সম্প্রতি, গণমাধ্যমকে জওয়ান শুটিংয়ের বেশ কিছু তথ্য জানিয়েছেন প্রশান্ত। তিনি বলেছেন, ‘প্রথমবারের মতো প্রস্থেটিক মেকআপে দীর্ঘ এক মাস অভিনয় করেছি। প্রস্থেটিকের সাজে কেমিক্যাল ব্যবহার করা হতো বলে গা জ্বালা করত। তাই এক দিন পরপর শুট করা হতো।’
প্রশান্ত আরও বলেন, ‘ব্যান্ডেজের শেড যেন বদলে না যায়, সেদিকে কড়া নজর থাকত। সেই সঙ্গে বয়স্ক শাহরুখের লুকটাও যেন সঠিক থাকে, সেদিকেও খেয়াল রাখতেন পরিচালক। এ ছাড়া, হাসপাতালে যে বোমা বিস্ফোরণের শট দেখানো হয়, সেটাও ছিল ভয়ানক। ১৮ সেকেন্ডে ২৮টি ব্লাস্ট করা হয়েছিল।’
তবে প্রশান্ত, বিক্রম রাঠোর নাকি আজাদ চরিত্রে কাজ করেছেন, এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘কখনো শাহরুখ খান আজাদের চরিত্রে আবার কখনো বিক্রম রাঠোরের চরিত্রে কাজ করেছেন। শাহরুখ খান যে চরিত্রে থাকতেন, আমি তার বিপরীত চরিত্রে থাকতাম।’
এ তো গেল দ্বৈত চরিত্রের রহস্য। সিনেমার মেট্রোরেল হাইজ্যাকের যে দৃশ্যটি রয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বিস্তর আলোচনা। দৃশ্যে দেখা যায় মেট্রো চলছে, হঠাৎ করেই সাবওয়েতে আটকে যায় রেলটি। বন্দুক হাতে হাজির হয় গার্লস গ্যাং। একপর্যায়ে ব্যান্ডেজ মাথায় হাজির হন শাহরুখ। ব্যান্ডেজ খুলতেই দেখা মেলে টাক মাথার শাহরুখের। দৃশ্যটি দেখে বোঝার উপায়ই নেই, এটা কোনো আসল মেট্রো ছিল না। পুরোটাই ছিল বোর্ড-কাঠের তৈরি সেট। মেট্রোর ডিজাইন করেছেন মুথুরাজ থাঙ্গাভেল।
অ্যাটলি পরিচালিত জওয়ান সিনেমায় আরও আছেন নয়নতারা, দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি, সঞ্জয় দত্ত, সানিয়া মালহোত্রা প্রমুখ। প্রযোজনা করেছে শাহরুখ ও গৌরী খানের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট।
বলিউড বক্স অফিসে এখন চলছে শাহরুখ খানের ‘জওয়ান’ সুনামি। এ সুনামি শুধু ভারতেই নয়, ছড়িয়েছে সারা বিশ্বে। জওয়ান সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ। মুক্তির পর থেকেই আয়ের রেকর্ড করছে সিনেমাটি। বিশ্বব্যাপী তিন দিনে সিনেমাটি আয় করেছে ৩৮৪.৬৯ কোটি রুপি (রিড চিলির তথ্য মতে)। সিনেমায় দ্বৈত চরিত্রের শাহরুখকে দেখা গেছে প্রায় ৮টি ভিন্ন ভিন্ন লুকে। তবে সব চরিত্রে একা অভিনয় করেননি শাহরুখ। তাঁর দ্বৈত চরিত্র হিসেবে সঙ্গে ছিলেন প্রশান্ত ওয়ালদে। তা ছাড়া, সিনেমার দৃশ্যে টাক মাথার শাহরুখ যে মেট্রোটি হাইজ্যাক করেন, সেটাও কিন্তু সত্যি কোনো মেট্রো নয়।
কখনো বিক্রম রাঠোর হয়ে আবার কখনো আজাদ হয়ে প্রশংসা কুড়িয়েছেন শাহরুখ খান। তবে এ প্রশংসার ভাগীদার শাহরুখ একা নন। অ্যাকশন ও স্টান্ট দৃশ্যে শাহরুখের হয়ে অভিনয় করেছেন প্রশান্ত ওয়ালদে। ‘পাঠান’সহ প্রায় ১৭ বছর ধরে শাহরুখের সিনেমাগুলোতে দ্বৈত চরিত্রে ও অ্যাকশন দৃশ্যে কাজ করছেন তিনি।
সম্প্রতি, গণমাধ্যমকে জওয়ান শুটিংয়ের বেশ কিছু তথ্য জানিয়েছেন প্রশান্ত। তিনি বলেছেন, ‘প্রথমবারের মতো প্রস্থেটিক মেকআপে দীর্ঘ এক মাস অভিনয় করেছি। প্রস্থেটিকের সাজে কেমিক্যাল ব্যবহার করা হতো বলে গা জ্বালা করত। তাই এক দিন পরপর শুট করা হতো।’
প্রশান্ত আরও বলেন, ‘ব্যান্ডেজের শেড যেন বদলে না যায়, সেদিকে কড়া নজর থাকত। সেই সঙ্গে বয়স্ক শাহরুখের লুকটাও যেন সঠিক থাকে, সেদিকেও খেয়াল রাখতেন পরিচালক। এ ছাড়া, হাসপাতালে যে বোমা বিস্ফোরণের শট দেখানো হয়, সেটাও ছিল ভয়ানক। ১৮ সেকেন্ডে ২৮টি ব্লাস্ট করা হয়েছিল।’
তবে প্রশান্ত, বিক্রম রাঠোর নাকি আজাদ চরিত্রে কাজ করেছেন, এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘কখনো শাহরুখ খান আজাদের চরিত্রে আবার কখনো বিক্রম রাঠোরের চরিত্রে কাজ করেছেন। শাহরুখ খান যে চরিত্রে থাকতেন, আমি তার বিপরীত চরিত্রে থাকতাম।’
এ তো গেল দ্বৈত চরিত্রের রহস্য। সিনেমার মেট্রোরেল হাইজ্যাকের যে দৃশ্যটি রয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বিস্তর আলোচনা। দৃশ্যে দেখা যায় মেট্রো চলছে, হঠাৎ করেই সাবওয়েতে আটকে যায় রেলটি। বন্দুক হাতে হাজির হয় গার্লস গ্যাং। একপর্যায়ে ব্যান্ডেজ মাথায় হাজির হন শাহরুখ। ব্যান্ডেজ খুলতেই দেখা মেলে টাক মাথার শাহরুখের। দৃশ্যটি দেখে বোঝার উপায়ই নেই, এটা কোনো আসল মেট্রো ছিল না। পুরোটাই ছিল বোর্ড-কাঠের তৈরি সেট। মেট্রোর ডিজাইন করেছেন মুথুরাজ থাঙ্গাভেল।
অ্যাটলি পরিচালিত জওয়ান সিনেমায় আরও আছেন নয়নতারা, দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি, সঞ্জয় দত্ত, সানিয়া মালহোত্রা প্রমুখ। প্রযোজনা করেছে শাহরুখ ও গৌরী খানের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে