মুনীরুল ইসলাম
মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সব নবী-রাসুলের নেতা ও সর্দার। সারা বিশ্বের মুমিন মুসলমানরা তাঁর উম্মত। উম্মত হিসেবে আমাদের তাঁর জীবনাদর্শ অনুসরণ করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’ (সুরা আহজাব: ২১) উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.)-এর কাছে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ‘কেমন ছিল মহানবী (সা.)-এর চরিত্র?’ জবাবে তিনি বলেন, ‘আপনারা কি কোরআন পড়েননি? পবিত্র কোরআনই মহানবী (সা.)-এর চরিত্র।’ (আহমদ) অর্থাৎ, পবিত্র কোরআনে যা করতে বলা হয়েছে তা তিনি করেছেন, যা করতে নিষেধ করা হয়েছে তা থেকে দূরে থেকেছেন। কোরআনের সব আদেশ-নিষেধ তিনি অক্ষরে অক্ষরে পালন করে আমাদের শিক্ষা দিয়ে গেছেন।
মহানবী (সা.) নিজেই বলেছেন, ‘আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে।’ (ইবনে মাজাহ) ৬৩ বছরের সোনালি জীবনে তিনি আমাদের সবকিছু শিখিয়ে গেছেন। ওঠাবসা, চলাফেরা, আচার-আচরণ, খাওয়া-পরা, ঘুম-বিশ্রাম, জীবন গঠন সবই। সুতরাং তিনিই মুমিনের জীবনাদর্শ। অতএব প্রত্যেক মুমিনের মহানবী (সা.)-এর জীবনদর্শন সম্পর্কে জানতে হবে। সে জন্য কোরআন, হাদিস ও সিরাত পাঠে মনোনিবেশ করতে হবে এবং নিজেদের জীবনে তা বাস্তবায়নের চেষ্টা করতে হবে।
মহানবী (সা.)-এর আদর্শ সমুন্নত রাখতে তাঁর সম্মান-মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে। এ লক্ষ্যে বেশি বেশি দরুদ শরিফ পড়া মুমিনের অন্যতম কর্তব্য। মহানবী (সা.)-এর নাম শুনলেই দরুদ পড়া আবশ্যক। এ ছাড়া দোয়া, মোনাজাত, নামাজের শেষ বৈঠকসহ অনেক ইবাদতেই মহানবী (সা.)-এর প্রতি দরুদ পাঠের নির্দেশনা রয়েছে। পবিত্র কোরআনে দরুদ পড়ার নির্দেশ নিয়ে আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর প্রতি দরুদ পড়েন। সুতরাং হে মুমিনগণ, তার প্রতি দরুদ ও সালাম পেশ করো।’ (সুরা আহজাব: ৫৬)
মুনীরুল ইসলাম,ইসলামবিষয়ক গবেষক
মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সব নবী-রাসুলের নেতা ও সর্দার। সারা বিশ্বের মুমিন মুসলমানরা তাঁর উম্মত। উম্মত হিসেবে আমাদের তাঁর জীবনাদর্শ অনুসরণ করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’ (সুরা আহজাব: ২১) উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.)-এর কাছে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ‘কেমন ছিল মহানবী (সা.)-এর চরিত্র?’ জবাবে তিনি বলেন, ‘আপনারা কি কোরআন পড়েননি? পবিত্র কোরআনই মহানবী (সা.)-এর চরিত্র।’ (আহমদ) অর্থাৎ, পবিত্র কোরআনে যা করতে বলা হয়েছে তা তিনি করেছেন, যা করতে নিষেধ করা হয়েছে তা থেকে দূরে থেকেছেন। কোরআনের সব আদেশ-নিষেধ তিনি অক্ষরে অক্ষরে পালন করে আমাদের শিক্ষা দিয়ে গেছেন।
মহানবী (সা.) নিজেই বলেছেন, ‘আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে।’ (ইবনে মাজাহ) ৬৩ বছরের সোনালি জীবনে তিনি আমাদের সবকিছু শিখিয়ে গেছেন। ওঠাবসা, চলাফেরা, আচার-আচরণ, খাওয়া-পরা, ঘুম-বিশ্রাম, জীবন গঠন সবই। সুতরাং তিনিই মুমিনের জীবনাদর্শ। অতএব প্রত্যেক মুমিনের মহানবী (সা.)-এর জীবনদর্শন সম্পর্কে জানতে হবে। সে জন্য কোরআন, হাদিস ও সিরাত পাঠে মনোনিবেশ করতে হবে এবং নিজেদের জীবনে তা বাস্তবায়নের চেষ্টা করতে হবে।
মহানবী (সা.)-এর আদর্শ সমুন্নত রাখতে তাঁর সম্মান-মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে। এ লক্ষ্যে বেশি বেশি দরুদ শরিফ পড়া মুমিনের অন্যতম কর্তব্য। মহানবী (সা.)-এর নাম শুনলেই দরুদ পড়া আবশ্যক। এ ছাড়া দোয়া, মোনাজাত, নামাজের শেষ বৈঠকসহ অনেক ইবাদতেই মহানবী (সা.)-এর প্রতি দরুদ পাঠের নির্দেশনা রয়েছে। পবিত্র কোরআনে দরুদ পড়ার নির্দেশ নিয়ে আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর প্রতি দরুদ পড়েন। সুতরাং হে মুমিনগণ, তার প্রতি দরুদ ও সালাম পেশ করো।’ (সুরা আহজাব: ৫৬)
মুনীরুল ইসলাম,ইসলামবিষয়ক গবেষক
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৩ ঘণ্টা আগেপর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে