স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে যেকোনো ব্যবধানে জিতলেই এএফসি নারী অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় পর্বের টিকিট নিশ্চিত হবে বাংলাদেশের। প্রথম ধাপের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। থুইনু মারমার জোড়া গোলে লাল-সবুজ মেয়েরা তুর্কমেনিস্তানকে উড়িয়ে দেয় ৬-০ গোলে।
আজ বাংলাদেশ সময় সন্ধ্যায় ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার আগে পা মাটিতেই রাখছেন ছোটন। সমীহই করছেন প্রতিপক্ষকে। গত শুক্রবার তুর্কমেনিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুর জিতেছে ৭-০ গোলে। তবে বাংলাদেশ কোচের বিশ্বাস, নিজেদের খেলাটা খেলতে পারলে সিঙ্গাপুরকেও হারাতে পারবে তাঁর শিষ্যরা।
এ ম্যাচের আগে প্রস্তুতি সারতে দুই দিন সময় পেয়েছে রুমা আক্তাররা। গতকাল সকালে হোটেলে হালকা অনুশীলনের পর সন্ধ্যায় ভেন্যুতে ঝালিয়ে নিয়েছে তারা। ছোটন জানিয়েছেন, লড়াইয়ের জন্য প্রস্তুত তাঁরা।
সিঙ্গাপুর-তুর্কমেনিস্তানের ম্যাচটি মাঠে গিয়ে দেখেছে বাংলাদেশ দল। প্রতিপক্ষকে কাছ থেকে দেখে কৌশল সাজাতে চান ছোটন। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘সিঙ্গাপুর বেশ ভালো দল। কিছু ভালো খেলোয়াড় আছে তাদের।’ নিজেদের পরিকল্পনা নিয়ে ছোটন বলেছেন, ‘নিজেদের পরিকল্পনা সাজিয়ে ফেলেছি, মেয়েদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলব। আমরা জিততে মাঠে নামব এবং জিতব।’
তুর্কমেনিস্তানের বিপক্ষে রুমা-থুইনুদের খেলা দেখতে মাঠে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরা। তাঁদের নিরাশ করেনি বাংলাদেশের মেয়েরা। পাঁচ হাজার দর্শক ধারণক্ষমতার জালান বেসার স্টেডিয়ামের সিঙ্গাপুরের বিপক্ষে আজকের ম্যাচের টিকিটও এক দিন আগে বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে বাফুফে।
বাংলাদেশ দলের অধিনায়ক রুমা বলেছে, ‘সিঙ্গাপুর ভালো দল। তাদের কিছু খেলোয়াড় কৌশলগত দিক থেকে খুব ভালো। তবে আমরা আমাদের স্বাভাবিক ফুটবল খেলব এবং জিতেই ফিরব। দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা সবাই ফিট আছি।’
স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে যেকোনো ব্যবধানে জিতলেই এএফসি নারী অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় পর্বের টিকিট নিশ্চিত হবে বাংলাদেশের। প্রথম ধাপের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। থুইনু মারমার জোড়া গোলে লাল-সবুজ মেয়েরা তুর্কমেনিস্তানকে উড়িয়ে দেয় ৬-০ গোলে।
আজ বাংলাদেশ সময় সন্ধ্যায় ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার আগে পা মাটিতেই রাখছেন ছোটন। সমীহই করছেন প্রতিপক্ষকে। গত শুক্রবার তুর্কমেনিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুর জিতেছে ৭-০ গোলে। তবে বাংলাদেশ কোচের বিশ্বাস, নিজেদের খেলাটা খেলতে পারলে সিঙ্গাপুরকেও হারাতে পারবে তাঁর শিষ্যরা।
এ ম্যাচের আগে প্রস্তুতি সারতে দুই দিন সময় পেয়েছে রুমা আক্তাররা। গতকাল সকালে হোটেলে হালকা অনুশীলনের পর সন্ধ্যায় ভেন্যুতে ঝালিয়ে নিয়েছে তারা। ছোটন জানিয়েছেন, লড়াইয়ের জন্য প্রস্তুত তাঁরা।
সিঙ্গাপুর-তুর্কমেনিস্তানের ম্যাচটি মাঠে গিয়ে দেখেছে বাংলাদেশ দল। প্রতিপক্ষকে কাছ থেকে দেখে কৌশল সাজাতে চান ছোটন। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘সিঙ্গাপুর বেশ ভালো দল। কিছু ভালো খেলোয়াড় আছে তাদের।’ নিজেদের পরিকল্পনা নিয়ে ছোটন বলেছেন, ‘নিজেদের পরিকল্পনা সাজিয়ে ফেলেছি, মেয়েদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলব। আমরা জিততে মাঠে নামব এবং জিতব।’
তুর্কমেনিস্তানের বিপক্ষে রুমা-থুইনুদের খেলা দেখতে মাঠে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরা। তাঁদের নিরাশ করেনি বাংলাদেশের মেয়েরা। পাঁচ হাজার দর্শক ধারণক্ষমতার জালান বেসার স্টেডিয়ামের সিঙ্গাপুরের বিপক্ষে আজকের ম্যাচের টিকিটও এক দিন আগে বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে বাফুফে।
বাংলাদেশ দলের অধিনায়ক রুমা বলেছে, ‘সিঙ্গাপুর ভালো দল। তাদের কিছু খেলোয়াড় কৌশলগত দিক থেকে খুব ভালো। তবে আমরা আমাদের স্বাভাবিক ফুটবল খেলব এবং জিতেই ফিরব। দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা সবাই ফিট আছি।’
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে