স্পাইডারম্যান ৪-এ নতুনভাবে দেখা দেবেন টম হল্যান্ড

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮: ৪৬

অভিনেতা টোবি ম্যাগুয়ার ও অ্যান্ড্রু গারফিল্ডকে বড় পর্দায় স্পাইডারম্যান হিসেবে দেখে অভ্যস্ত এ প্রজন্মের দর্শক। তবে তাঁদের এ অভ্যাসে প্রথম ধাক্কা দেয় ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’। এ সিনেমায় প্রথম স্পাইডারম্যান হিসেবে হাজির হন টম হল্যান্ড। এরপর ‘অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার’ ও ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ সিনেমায় লাল-নীল পোশাকে মার্ভেলের দুনিয়ায় সুপারহিরো হিসেবে আবির্ভূত হয়েছেন টম। তবে প্রতিটিতে তাঁর উপস্থিতি ছিল স্বল্প সময়ের। সুপারহিরো হিসেবে পূর্ণ ক্ষমতা তিনি দেখাতে পেরেছেন তিনটি সিনেমায়—‘স্পাইডারম্যান: হোমকামিং’, ‘স্পাইডারম্যান: ফার ফ্রম হোম’ ও ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’। এসব সিনেমার গল্পে সবটুকু আলো পড়েছে স্পাইডারম্যানের ওপর।

এই তিন সিনেমাকে এখন থেকে একত্রে ডাকা হবে ‘হোম ট্রিলজি’ নামে। হলিউডের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে। স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির পরিচালক জন ওয়াটস জানিয়েছেন, পিটার পার্কারের ট্রিলজিকে এখন থেকে নতুন পরিচয়ে চিনবে মানুষ। মার্ভেল থেকে এর অফিশিয়াল নাম হোম ট্রিলজি ঠিক করা হয়েছে। মার্ভেল স্টুডিওর হেড অব ভিজ্যুয়াল ডেভেলপমেন্ট রায়ান মেনার্ডিং বলেন, ‘টোবি ম্যাগুয়ার অভিনীত স্পাইডারম্যান ছিল আধুনিক সুপারহিরো সিনেমায় অনন্য সংযোজন। অ্যান্ড্রু গারফিল্ডও এ চরিত্রে দারুণ কাজ করেছেন। পরবর্তী সময়ে টম হল্যান্ড তাঁদের যোগ্য উত্তরসূরি হিসেবে এ ধারাকে এগিয়ে নিয়ে গেছেন। তাঁর অভিনীত তিনটি সিনেমা এখন থেকে হোম ট্রিলজি নামে পরিচিত হবে।’

এত দিন পরে এসে ট্রিলজির নামকরণ করার একটা কারণ আছে। মার্ভেল পরিকল্পনা করছে স্পাইডারম্যান নিয়ে আরেকটি ট্রিলজি বানানোর। স্পাইডারম্যান: নো ওয়ে হোম সিনেমায় স্পাইডারম্যানের সঙ্গে দেখা গিয়েছিল মার্ভেলের আরেক সুপারহিরো ডক্টর স্ট্রেঞ্জকে। সিনেমার শেষ দিকে পৃথিবীকে রক্ষা করতে স্পাইডারম্যানের সব স্মৃতি ভুলিয়ে দেন ডক্টর স্ট্রেঞ্জ। তখন থেকে সিনেমাপ্রেমীদের ধারণা ছিল মার্ভেলের সিনেমায় আর হয়তো দেখা যাবে না স্পাইডারম্যানকে। কিন্তু আবারও স্পাইডারম্যানকে নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে মার্ভেল।

যেহেতু হোম ট্রিলজির গল্প শেষ হয়েছে, তাই টম হল্যান্ডকে নিয়েই তৈরি হবে নতুন স্পাইডারম্যান ট্রিলজি। তার নাম কী হবে, তা এখনো জানা যায়নি। গতকাল পিঙ্কভিলা জানিয়েছে, স্পাইডারম্যান ৪-এর পরিকল্পনা এরই মধ্যে শুরু করেছে মার্ভেল। এটি হবে আরও বড় আকারে। এত দিনে কাজ অনেকটা এগিয়ে যেত। চলমান ধর্মঘট শেষে হলিউড আবার সচল হলেই পিটার পার্কাররূপে নতুনভাবে দেখা দেবেন টম হল্যান্ড।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত