নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতিনিয়ত বিষাক্ত হচ্ছে ঢাকার বাতাস। গত আট বছরের মধ্যে চলতি বছরের শুরুতে ঢাকার বায়ু ছিল সবচেয়ে দূষিত। গবেষণা তথ্য বলছে, বায়ুদূষণের মাত্রা বেড়েছে গড়ে ১০ থেকে ২০ শতাংশ।
ক্যালিফোর্নিয়াভিত্তিক বায়ু নিয়ে গবেষণা প্রতিষ্ঠান ‘আইকিউ এয়ার’সহ বিভিন্ন সূচকে দেখা যায়, বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বায়ুদূষণের দিক থেকে বিশ্বের সবচেয়ে দূষিত ১০ শহরের মধ্যে ছিল ঢাকা।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) গবেষণা বলছে, গত ৮ বছরে সবচেয়ে বেশি বায়ুদূষণ হয়েছে চলতি বছরের প্রথম দুই মাসে। এর মধ্যে সবচেয়ে বেশি দূষিত ছিল জানুয়ারি মাসে। ২০২২ সালের তুলনায় এ বছরের প্রথম দুই মাসে বায়ুদূষণ বেড়েছে ৮ শতাংশ। ২০২২ সালে ঢাকার গড় বায়ুমান ছিল ২১৪ একিউআই, তবে ২০২৩ সালে তা দাঁড়িয়েছে ২৩১।
গতকাল শুক্রবার বিকেল চারটায় একিউআই র্যাঙ্কিংয়ে ঢাকায় বায়ুর মান ছিল ২৪৭ একিউআই; যা সবচেয়ে অস্বাস্থ্যকর অবস্থার নির্দেশ করে। একই সময়ে দ্বিতীয় অবস্থানে ছিল থাইল্যান্ডের চাং মাই ১৮৭, মুম্বাই ১৭৭ একিউআই।
অন্যদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে, ২৭ ফেব্রুয়ারি ঢাকায় বাতাসের মান ছিল ২১৫। আর ওই দিন সবচেয়ে দূষিত বায়ু ছিল রাজশাহীতে, ২৮০।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ মান ভালো বায়ু ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয় ১০১ থেকে ১৫০ স্কোর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, এরপর সবচেয়ে অস্বাস্থ্যকর থাকে ২০০ এর ওপরে আর ৩০০ হচ্ছে দুর্যোগপূর্ণ অবস্থা।
ক্যাপস পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘আট বছরের মধ্যে ২০২৩ সালে প্রথম দুই মাসের মধ্যে জানুয়ারি মাস সবচেয়ে বেশি বায়ুদূষণের মাস হিসেবে চিহ্নিত হয়েছে।’
কামরুজ্জামান মজুমদার আরও বলেন, জানুয়ারি মাসের ৩১ দিনের মধ্যে ২১ দিনই খুবই অস্বাস্থ্যকর ও ১০ দিন ছিল দুর্যোগপূর্ণ। এই সময়ে বায়ুর মান সূচকে ৩০০ পার করেছে। ফেব্রুয়ারিতে গত আট বছরের মধ্যে বায়ু দ্বিতীয় সর্বোচ্চ দূষিত ছিল। ফেব্রুয়ারির ২৮ দিনের মধ্যে অস্বাস্থ্যকর বায়ু ছিল ৯ দিন, খুবই অস্বাস্থ্যকর ছিল ১৫ দিন আর দুর্যোগপূর্ণ ছিল ৩ দিন। দূষণের এলাকায় পানি ছিটানোর পরামর্শ দেন এই অধ্যাপক। বলেন, যেসব এলাকায় পানি দেওয়া হচ্ছে, সেখানে কিছু সময়ের জন্য দূষণের মান কম থাকছে।
কামরুজ্জামান মজুমদার জানান, প্রায় ৫৮ শতাংশ বায়ুদূষণ হয় ইটভাটা থেকে। কিন্তু ভাটার দূষণকে ছাড়িয়ে গেছে নির্মাণ এবং গাড়ির কালো ধোঁয়া। সড়ক নির্মাণ ও মেগা প্রজেক্টের কারণে প্রায় ৩০ শতাংশ বায়ুদূষণ হচ্ছে। ইটভাটা থেকে এখন ৩০ শতাংশ, যানবাহন থেকে ১৫ এবং বর্জ্য পোড়ানো থেকে ৯ শতাংশ দূষণ হয়। বর্জ্য পোড়ানো ঢাকার বায়ুদূষণের বড় একটি ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে।
এর আগে ২০১৯ সালে ঢাকা মহানগরীতে ধুলাবালুতে বায়ুদূষণ প্রতিরোধে সকাল-বিকেল রাস্তায় পানি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা শহরে যারা বায়ুদূষণের কারণ সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সপ্তাহে দুবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনা বাস্তবায়নের সর্বশেষ অবস্থা জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেল) মো. খায়রুল বাকের বলেন, ‘আমাদের পানি ছিটানোর কার্যক্রম চালু আছে।’
প্রতিনিয়ত বিষাক্ত হচ্ছে ঢাকার বাতাস। গত আট বছরের মধ্যে চলতি বছরের শুরুতে ঢাকার বায়ু ছিল সবচেয়ে দূষিত। গবেষণা তথ্য বলছে, বায়ুদূষণের মাত্রা বেড়েছে গড়ে ১০ থেকে ২০ শতাংশ।
ক্যালিফোর্নিয়াভিত্তিক বায়ু নিয়ে গবেষণা প্রতিষ্ঠান ‘আইকিউ এয়ার’সহ বিভিন্ন সূচকে দেখা যায়, বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বায়ুদূষণের দিক থেকে বিশ্বের সবচেয়ে দূষিত ১০ শহরের মধ্যে ছিল ঢাকা।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) গবেষণা বলছে, গত ৮ বছরে সবচেয়ে বেশি বায়ুদূষণ হয়েছে চলতি বছরের প্রথম দুই মাসে। এর মধ্যে সবচেয়ে বেশি দূষিত ছিল জানুয়ারি মাসে। ২০২২ সালের তুলনায় এ বছরের প্রথম দুই মাসে বায়ুদূষণ বেড়েছে ৮ শতাংশ। ২০২২ সালে ঢাকার গড় বায়ুমান ছিল ২১৪ একিউআই, তবে ২০২৩ সালে তা দাঁড়িয়েছে ২৩১।
গতকাল শুক্রবার বিকেল চারটায় একিউআই র্যাঙ্কিংয়ে ঢাকায় বায়ুর মান ছিল ২৪৭ একিউআই; যা সবচেয়ে অস্বাস্থ্যকর অবস্থার নির্দেশ করে। একই সময়ে দ্বিতীয় অবস্থানে ছিল থাইল্যান্ডের চাং মাই ১৮৭, মুম্বাই ১৭৭ একিউআই।
অন্যদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে, ২৭ ফেব্রুয়ারি ঢাকায় বাতাসের মান ছিল ২১৫। আর ওই দিন সবচেয়ে দূষিত বায়ু ছিল রাজশাহীতে, ২৮০।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ মান ভালো বায়ু ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয় ১০১ থেকে ১৫০ স্কোর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, এরপর সবচেয়ে অস্বাস্থ্যকর থাকে ২০০ এর ওপরে আর ৩০০ হচ্ছে দুর্যোগপূর্ণ অবস্থা।
ক্যাপস পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘আট বছরের মধ্যে ২০২৩ সালে প্রথম দুই মাসের মধ্যে জানুয়ারি মাস সবচেয়ে বেশি বায়ুদূষণের মাস হিসেবে চিহ্নিত হয়েছে।’
কামরুজ্জামান মজুমদার আরও বলেন, জানুয়ারি মাসের ৩১ দিনের মধ্যে ২১ দিনই খুবই অস্বাস্থ্যকর ও ১০ দিন ছিল দুর্যোগপূর্ণ। এই সময়ে বায়ুর মান সূচকে ৩০০ পার করেছে। ফেব্রুয়ারিতে গত আট বছরের মধ্যে বায়ু দ্বিতীয় সর্বোচ্চ দূষিত ছিল। ফেব্রুয়ারির ২৮ দিনের মধ্যে অস্বাস্থ্যকর বায়ু ছিল ৯ দিন, খুবই অস্বাস্থ্যকর ছিল ১৫ দিন আর দুর্যোগপূর্ণ ছিল ৩ দিন। দূষণের এলাকায় পানি ছিটানোর পরামর্শ দেন এই অধ্যাপক। বলেন, যেসব এলাকায় পানি দেওয়া হচ্ছে, সেখানে কিছু সময়ের জন্য দূষণের মান কম থাকছে।
কামরুজ্জামান মজুমদার জানান, প্রায় ৫৮ শতাংশ বায়ুদূষণ হয় ইটভাটা থেকে। কিন্তু ভাটার দূষণকে ছাড়িয়ে গেছে নির্মাণ এবং গাড়ির কালো ধোঁয়া। সড়ক নির্মাণ ও মেগা প্রজেক্টের কারণে প্রায় ৩০ শতাংশ বায়ুদূষণ হচ্ছে। ইটভাটা থেকে এখন ৩০ শতাংশ, যানবাহন থেকে ১৫ এবং বর্জ্য পোড়ানো থেকে ৯ শতাংশ দূষণ হয়। বর্জ্য পোড়ানো ঢাকার বায়ুদূষণের বড় একটি ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে।
এর আগে ২০১৯ সালে ঢাকা মহানগরীতে ধুলাবালুতে বায়ুদূষণ প্রতিরোধে সকাল-বিকেল রাস্তায় পানি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা শহরে যারা বায়ুদূষণের কারণ সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সপ্তাহে দুবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনা বাস্তবায়নের সর্বশেষ অবস্থা জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেল) মো. খায়রুল বাকের বলেন, ‘আমাদের পানি ছিটানোর কার্যক্রম চালু আছে।’
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
১ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
১ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
১ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
১ দিন আগে