আমানুর রহমান রনি, ঢাকা
শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন কারাগারে কারারক্ষীরা নানা দাবিতে আন্দোলন করছেন। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়মিত পদোন্নতি, বেতনবৈষম্য দূর করা, অন্যান্য বাহিনীর মতো আজীবন রেশন সুবিধা এবং কারাগারের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের লভ্যাংশ দেওয়া। এর পরিপ্রেক্ষিতে কারা অভ্যন্তরে উৎপাদিত পণ্যের লভ্যাংশের অর্থ দিয়ে রক্ষীদের প্রতি মাসে ৭টি পণ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারা অধিদপ্তর।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের ৬৮টি কারাগারের কারারক্ষীরা তাঁদের বিভিন্ন দাবির পাশাপাশি মাদক ব্যবসায় সহায়তাসহ কর্মকর্তাদের কথিত অনিয়ম ও দুর্নীতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন। তাঁরা কোথাও কোথাও প্রতিবাদ-বিক্ষোভ করেন। এর পরিপ্রেক্ষিতে কারা অধিদপ্তর সব কারাগারের জেলার ও জেল সুপারদের রক্ষীদের দাবিগুলো লিখিতভাবে জানাতে বলে। তখন কারারক্ষীদের দাবিগুলো সদর দপ্তরে পাঠানো হয়। সেখান থেকে বাছাই করে ১০টি দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
কারারক্ষীদের দাবিগুলোর একটি হচ্ছে, কারাক্যানটিন ও কারাবেকারিতে উৎপাদিত পণ্য থেকে পাওয়া লভ্যাংশ তাঁদেরকেও দিতে হবে। ওই লাভের অর্থ জেলার ও জেল সুপার ইচ্ছেমতো খরচ করেন বলে অভিযোগ কারারক্ষীদের। তাঁদের দাবি, জেল সুপার হিসেবে তাঁদের মাসে একবার যে ‘বড়খানা’ দেওয়া হয়, তাতেই সব টাকা খরচ হয়ে যায়।
কারারক্ষীদের দাবির মুখে কারা অধিদপ্তর কারাক্যানটিন ও কারাবেকারি থেকে পাওয়া লভ্যাংশ দিয়ে রক্ষীদের সাতটি পণ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১২ সেপ্টেম্বর অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল সুজাউর রহমান এক আদেশে কারাগারগুলোতে এসব পণ্য সরবরাহের নির্দেশ দেন। নির্দেশনায় যে সাতটি পণ্য দিতে বলা হয়েছে, সেগুলো হলো ৫০০ গ্রাম ডিটারজেন্ট, ১০০ গ্রামের গায়ে মাখা সাবান, ২৫০ গ্রাম ডিশ ওয়াশিং বার, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ২০০ গ্রাম চা-পাতা, চার প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস এবং এক কেজি আয়োডিনযুক্ত লবণ।
জানা গেছে, রাজধানীর মহাখালীর এনআরএস ১৩ নামে একটি প্রতিষ্ঠান কারারক্ষীদের এসব পণ্য সরবরাহ করবে। চলতি মাস থেকে এই আদেশ কার্যকর হবে। ২৪ সেপ্টেম্বরের মধ্যে চলতি মাসের পণ্য সব কারাগারে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। এরপর অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের পণ্য প্রতি মাসের ৭ তারিখের মধ্যে কারাগারগুলোতে সরবরাহ করতে বলা হয়েছে। রক্ষীদের জন্য মাসিক বরাদ্দ পণ্য ৭টির দাম ধরা হয়েছে ৫০০ টাকা।
দুর্নীতির তথ্য জানানোর ব্যবস্থা
এ ছাড়া ১০ সেপ্টেম্বর অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল সুজাউর রহমান স্বাক্ষরিত আরেক আদেশের পরিপ্রেক্ষিতে কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতির বিষয়ে তথ্য জানাতে নবনিযুক্ত কারা মহাপরিদর্শক একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছেন। এই নম্বরে সারা দেশ থেকে কারারক্ষীরা তাঁদের সুবিধা-অসুবিধার কথা কারা মহাপরিদর্শককে জানাতে পারবেন। আদেশে বলা হয়েছে, যেসব কারারক্ষী ও কর্মকর্তা সুপারিশ বা অভিযোগ জানাবেন, তাঁদের পরিচয় গোপন রাখা হবে। কারাগারের সমস্যার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেও নিষেধ করা হয়েছে আদেশে।
কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এ বিষয়ে বলেন, ‘কারারক্ষীদের কিছু দাবি ছিল। আমরা কিছু দাবি সমন্বয় বা পূরণ করেছি। আর অন্যান্য বাহিনীর মতো আজীবন রেশন দেওয়ার দাবির মতো বড় সরকারি সিদ্ধান্তের বিষয়গুলো মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’
শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন কারাগারে কারারক্ষীরা নানা দাবিতে আন্দোলন করছেন। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়মিত পদোন্নতি, বেতনবৈষম্য দূর করা, অন্যান্য বাহিনীর মতো আজীবন রেশন সুবিধা এবং কারাগারের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের লভ্যাংশ দেওয়া। এর পরিপ্রেক্ষিতে কারা অভ্যন্তরে উৎপাদিত পণ্যের লভ্যাংশের অর্থ দিয়ে রক্ষীদের প্রতি মাসে ৭টি পণ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারা অধিদপ্তর।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের ৬৮টি কারাগারের কারারক্ষীরা তাঁদের বিভিন্ন দাবির পাশাপাশি মাদক ব্যবসায় সহায়তাসহ কর্মকর্তাদের কথিত অনিয়ম ও দুর্নীতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন। তাঁরা কোথাও কোথাও প্রতিবাদ-বিক্ষোভ করেন। এর পরিপ্রেক্ষিতে কারা অধিদপ্তর সব কারাগারের জেলার ও জেল সুপারদের রক্ষীদের দাবিগুলো লিখিতভাবে জানাতে বলে। তখন কারারক্ষীদের দাবিগুলো সদর দপ্তরে পাঠানো হয়। সেখান থেকে বাছাই করে ১০টি দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
কারারক্ষীদের দাবিগুলোর একটি হচ্ছে, কারাক্যানটিন ও কারাবেকারিতে উৎপাদিত পণ্য থেকে পাওয়া লভ্যাংশ তাঁদেরকেও দিতে হবে। ওই লাভের অর্থ জেলার ও জেল সুপার ইচ্ছেমতো খরচ করেন বলে অভিযোগ কারারক্ষীদের। তাঁদের দাবি, জেল সুপার হিসেবে তাঁদের মাসে একবার যে ‘বড়খানা’ দেওয়া হয়, তাতেই সব টাকা খরচ হয়ে যায়।
কারারক্ষীদের দাবির মুখে কারা অধিদপ্তর কারাক্যানটিন ও কারাবেকারি থেকে পাওয়া লভ্যাংশ দিয়ে রক্ষীদের সাতটি পণ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১২ সেপ্টেম্বর অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল সুজাউর রহমান এক আদেশে কারাগারগুলোতে এসব পণ্য সরবরাহের নির্দেশ দেন। নির্দেশনায় যে সাতটি পণ্য দিতে বলা হয়েছে, সেগুলো হলো ৫০০ গ্রাম ডিটারজেন্ট, ১০০ গ্রামের গায়ে মাখা সাবান, ২৫০ গ্রাম ডিশ ওয়াশিং বার, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ২০০ গ্রাম চা-পাতা, চার প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস এবং এক কেজি আয়োডিনযুক্ত লবণ।
জানা গেছে, রাজধানীর মহাখালীর এনআরএস ১৩ নামে একটি প্রতিষ্ঠান কারারক্ষীদের এসব পণ্য সরবরাহ করবে। চলতি মাস থেকে এই আদেশ কার্যকর হবে। ২৪ সেপ্টেম্বরের মধ্যে চলতি মাসের পণ্য সব কারাগারে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। এরপর অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের পণ্য প্রতি মাসের ৭ তারিখের মধ্যে কারাগারগুলোতে সরবরাহ করতে বলা হয়েছে। রক্ষীদের জন্য মাসিক বরাদ্দ পণ্য ৭টির দাম ধরা হয়েছে ৫০০ টাকা।
দুর্নীতির তথ্য জানানোর ব্যবস্থা
এ ছাড়া ১০ সেপ্টেম্বর অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল সুজাউর রহমান স্বাক্ষরিত আরেক আদেশের পরিপ্রেক্ষিতে কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতির বিষয়ে তথ্য জানাতে নবনিযুক্ত কারা মহাপরিদর্শক একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছেন। এই নম্বরে সারা দেশ থেকে কারারক্ষীরা তাঁদের সুবিধা-অসুবিধার কথা কারা মহাপরিদর্শককে জানাতে পারবেন। আদেশে বলা হয়েছে, যেসব কারারক্ষী ও কর্মকর্তা সুপারিশ বা অভিযোগ জানাবেন, তাঁদের পরিচয় গোপন রাখা হবে। কারাগারের সমস্যার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেও নিষেধ করা হয়েছে আদেশে।
কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এ বিষয়ে বলেন, ‘কারারক্ষীদের কিছু দাবি ছিল। আমরা কিছু দাবি সমন্বয় বা পূরণ করেছি। আর অন্যান্য বাহিনীর মতো আজীবন রেশন দেওয়ার দাবির মতো বড় সরকারি সিদ্ধান্তের বিষয়গুলো মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে