অর্চি হক, ঢাকা
‘ওই অ্যাক্সিডেন্ট আমার জীবনটা শেষ কইরা দিল’—বলছিলেন দিনাজপুরের বীরগঞ্জের মিজানুর রহমান। বাসের সুপারভাইজার ছিলেন। পাঁচ সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম মিজানুরকে পঙ্গু করেছে ২০১৫ সালের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনা। সংসার কাঁধে থাকলেও স্বাভাবিক চলাফেরার শক্তি হারানোয় কাজও পাননি। কর্মক্ষম থেকে প্রতিবন্ধী হয়ে যাওয়া মিজানুর বলেন, ‘মহাজনরে ধরে সকালের একটা ট্রিপের কাজ পাইছি। ঘণ্টাখানেক কাজ করে এক শ-দেড় শ টাকা পাই। প্রতিবন্ধী কার্ড থাকায় মাসে আসে ৮৫০ টাকা। তা দিয়াই চলে কোনোরকম।’
জরিপ বলছে, দুর্ঘটনায় শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়া বেশির ভাগ মানুষই কর্মহীন হয়ে পড়েন মিজানুরের মতো। তাঁদের পুনর্বাসনে বড় কোনো উদ্যোগও নেই। সবাই প্রতিবন্ধী ভাতাও পান না। আইনে থাকা অধিকারও তাঁরা পাচ্ছেন না। এমন প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশে আজ ১৫ মার্চ পালিত হচ্ছে ওয়ার্ল্ড ডিজঅ্যাবল্ড ডে। তবে দেশে সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান দিবসটি পালন করে এমন তথ্য পাওয়া যায়নি।
রোড সেফটি ফাউন্ডেশনের জরিপ বলছে, দেশে দুর্ঘটনাজনিত কারণে পঙ্গু (শারীরিক প্রতিবন্ধী) হয়ে যাঁরা ভিক্ষাবৃত্তিতে আছেন, তাঁদের ৮২ দশমিক ৫৩ শতাংশই সড়ক দুর্ঘটনার শিকার। তাঁদের ৩২ দশমিক ৬৯ শতাংশ মোটরযানের (বাস-ট্রাক-কাভার্ড ভ্যান-ট্রাক্টর-ট্রলি) শ্রমিক, ১৭ দশমিক ৩০ শতাংশ স্থানীয়ভাবে তৈরি যানবাহনের (নছিমন-ভটভটি-চান্দের গাড়ি-রিকশাভ্যান, ঠ্যালাগাড়ি ইত্যাদি) চালক, ৪২ দশমিক ৩০ শতাংশ যানবাহনের যাত্রী এবং ৭ দশমিক ৬৯ শতাংশ ছিলেন পথচারী।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনার কারণ রাষ্ট্রীয় অব্যবস্থাপনা। অথচ সড়ক দুর্ঘটনায় পঙ্গু হওয়া মানুষের পুনর্বাসনে রাষ্ট্র কিছুই করছে না। কাজ না পেয়ে বাধ্য হয়ে অনেকে ভিক্ষাবৃত্তিকে বেছে নিচ্ছেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের জুনে প্রকাশিত জরিপ অনুযায়ী, দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা ৪৭ লাখ ৪২ হাজার। তাঁরা শারীরিকসহ বিভিন্ন প্রতিবন্ধিতার শিকার। যার মধ্যে জন্মগত প্রতিবন্ধীও আছেন। তবে মোট প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে দুর্ঘটনায় শারীরিক প্রতিবন্ধী হওয়া মানুষের সঠিক পরিসংখ্যান নেই।
২০১৩ সালে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন হয়েছে। বিধিমালা হয়েছে ২০১৫ সালে। এই আইনের সুফল অনেকে পাচ্ছেন না বলে অভিযোগ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের।
ক্ষতিপূরণ নেই, ভাতাও সামান্য
জানা যায়, দুর্ঘটনায় শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়া বেশির ভাগ মানুষই কোনো ক্ষতিপূরণ পান না। সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী কার্ডধারীরা মাসে ৮৫০ টাকা ভাতা পান। বর্তমান সময়ে এই টাকায় একজনেরই চলে মাত্র কয়েক দিন, সংসার চালানো তো দূরের কথা। রোড সেফটি ফাউন্ডেশনের গবেষণা জরিপ বলছে, সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তির চিকিৎসার জন্য ৬৫ দশমিক ৩৮ শতাংশ পরিবারকেই সম্পত্তি (জমি ও গৃহপালিত পশু) বিক্রি করতে হয়। বাকিদের বিক্রি করার মতো সম্পত্তি থাকে না। কর্মক্ষম ব্যক্তি প্রতিবন্ধী হয়ে পড়লে পুরো পরিবারই ক্ষতিগ্রস্ত হয়।
জানতে চাইলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খায়রুল আলম সেখ বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনে আমাদের অনেক উদ্যোগ আছে। তাঁদের মাসিক ভাতাও দেওয়া হচ্ছে।’
অবহেলার শিকার হচ্ছেন তাঁরা
প্রতিবন্ধী মানুষ অনেক ক্ষেত্রে অবহেলার শিকার হচ্ছেন। ইমারত নির্মাণ বিধিমালায় প্রতিবন্ধী ব্যক্তিদের ভবনে প্রবেশের সুবিধার জন্য র্যাম্পের ব্যবস্থা রাখার নির্দেশনা থাকলেও তা আছে খুব কম ভবনেই। যানবাহনে ওঠানামায়ও তাঁরা সমস্যায় পড়ছেন।
ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসরিন জাহান বলেন, ‘আইনে একজন প্রতিবন্ধী ব্যক্তির সব জায়গায় যাতায়াতের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। কিন্তু বাস্তবে খুব কম জায়গাতেই সেটা পাই। মেট্রোরেল ছাড়া কোনো গণপরিবহন প্রতিবন্ধীবান্ধব নয়।’
‘ওই অ্যাক্সিডেন্ট আমার জীবনটা শেষ কইরা দিল’—বলছিলেন দিনাজপুরের বীরগঞ্জের মিজানুর রহমান। বাসের সুপারভাইজার ছিলেন। পাঁচ সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম মিজানুরকে পঙ্গু করেছে ২০১৫ সালের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনা। সংসার কাঁধে থাকলেও স্বাভাবিক চলাফেরার শক্তি হারানোয় কাজও পাননি। কর্মক্ষম থেকে প্রতিবন্ধী হয়ে যাওয়া মিজানুর বলেন, ‘মহাজনরে ধরে সকালের একটা ট্রিপের কাজ পাইছি। ঘণ্টাখানেক কাজ করে এক শ-দেড় শ টাকা পাই। প্রতিবন্ধী কার্ড থাকায় মাসে আসে ৮৫০ টাকা। তা দিয়াই চলে কোনোরকম।’
জরিপ বলছে, দুর্ঘটনায় শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়া বেশির ভাগ মানুষই কর্মহীন হয়ে পড়েন মিজানুরের মতো। তাঁদের পুনর্বাসনে বড় কোনো উদ্যোগও নেই। সবাই প্রতিবন্ধী ভাতাও পান না। আইনে থাকা অধিকারও তাঁরা পাচ্ছেন না। এমন প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশে আজ ১৫ মার্চ পালিত হচ্ছে ওয়ার্ল্ড ডিজঅ্যাবল্ড ডে। তবে দেশে সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান দিবসটি পালন করে এমন তথ্য পাওয়া যায়নি।
রোড সেফটি ফাউন্ডেশনের জরিপ বলছে, দেশে দুর্ঘটনাজনিত কারণে পঙ্গু (শারীরিক প্রতিবন্ধী) হয়ে যাঁরা ভিক্ষাবৃত্তিতে আছেন, তাঁদের ৮২ দশমিক ৫৩ শতাংশই সড়ক দুর্ঘটনার শিকার। তাঁদের ৩২ দশমিক ৬৯ শতাংশ মোটরযানের (বাস-ট্রাক-কাভার্ড ভ্যান-ট্রাক্টর-ট্রলি) শ্রমিক, ১৭ দশমিক ৩০ শতাংশ স্থানীয়ভাবে তৈরি যানবাহনের (নছিমন-ভটভটি-চান্দের গাড়ি-রিকশাভ্যান, ঠ্যালাগাড়ি ইত্যাদি) চালক, ৪২ দশমিক ৩০ শতাংশ যানবাহনের যাত্রী এবং ৭ দশমিক ৬৯ শতাংশ ছিলেন পথচারী।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনার কারণ রাষ্ট্রীয় অব্যবস্থাপনা। অথচ সড়ক দুর্ঘটনায় পঙ্গু হওয়া মানুষের পুনর্বাসনে রাষ্ট্র কিছুই করছে না। কাজ না পেয়ে বাধ্য হয়ে অনেকে ভিক্ষাবৃত্তিকে বেছে নিচ্ছেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের জুনে প্রকাশিত জরিপ অনুযায়ী, দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা ৪৭ লাখ ৪২ হাজার। তাঁরা শারীরিকসহ বিভিন্ন প্রতিবন্ধিতার শিকার। যার মধ্যে জন্মগত প্রতিবন্ধীও আছেন। তবে মোট প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে দুর্ঘটনায় শারীরিক প্রতিবন্ধী হওয়া মানুষের সঠিক পরিসংখ্যান নেই।
২০১৩ সালে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন হয়েছে। বিধিমালা হয়েছে ২০১৫ সালে। এই আইনের সুফল অনেকে পাচ্ছেন না বলে অভিযোগ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের।
ক্ষতিপূরণ নেই, ভাতাও সামান্য
জানা যায়, দুর্ঘটনায় শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়া বেশির ভাগ মানুষই কোনো ক্ষতিপূরণ পান না। সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী কার্ডধারীরা মাসে ৮৫০ টাকা ভাতা পান। বর্তমান সময়ে এই টাকায় একজনেরই চলে মাত্র কয়েক দিন, সংসার চালানো তো দূরের কথা। রোড সেফটি ফাউন্ডেশনের গবেষণা জরিপ বলছে, সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তির চিকিৎসার জন্য ৬৫ দশমিক ৩৮ শতাংশ পরিবারকেই সম্পত্তি (জমি ও গৃহপালিত পশু) বিক্রি করতে হয়। বাকিদের বিক্রি করার মতো সম্পত্তি থাকে না। কর্মক্ষম ব্যক্তি প্রতিবন্ধী হয়ে পড়লে পুরো পরিবারই ক্ষতিগ্রস্ত হয়।
জানতে চাইলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খায়রুল আলম সেখ বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনে আমাদের অনেক উদ্যোগ আছে। তাঁদের মাসিক ভাতাও দেওয়া হচ্ছে।’
অবহেলার শিকার হচ্ছেন তাঁরা
প্রতিবন্ধী মানুষ অনেক ক্ষেত্রে অবহেলার শিকার হচ্ছেন। ইমারত নির্মাণ বিধিমালায় প্রতিবন্ধী ব্যক্তিদের ভবনে প্রবেশের সুবিধার জন্য র্যাম্পের ব্যবস্থা রাখার নির্দেশনা থাকলেও তা আছে খুব কম ভবনেই। যানবাহনে ওঠানামায়ও তাঁরা সমস্যায় পড়ছেন।
ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসরিন জাহান বলেন, ‘আইনে একজন প্রতিবন্ধী ব্যক্তির সব জায়গায় যাতায়াতের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। কিন্তু বাস্তবে খুব কম জায়গাতেই সেটা পাই। মেট্রোরেল ছাড়া কোনো গণপরিবহন প্রতিবন্ধীবান্ধব নয়।’
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
১ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
১ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
১ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
১ দিন আগে