বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঈদের মাসখানেক বা তার আগে থেকেই শুরু হয়ে যায় প্রচার-প্রচারণা। রাস্তায়, দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটা হয়। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে টানানো হয় ঢাউস সাইজের বিলবোর্ড। নিজেদের সিনেমা নিয়ে নানাভাবে, নানা মাধ্যমে কথা বলেন তারকারা। কলাকুশলী থেকে শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান, পরিবেশক—সবার একটাই চিন্তা থাকে, কীভাবে সিনেমাটি বেশিসংখ্যক দর্শকের কাছাকাছি পৌঁছে দেওয়া যায়, তাঁদের হলে আনা যায়। প্রতি ঈদেই সিনেমাপাড়ায় এমন ব্যস্ততার চিত্র চোখে পড়ে। তবে এবার ব্যতিক্রম। ঈদের আর মাত্র সপ্তাহখানেক বাকি থাকলেও থমকে আছে সিনেমাপাড়া। এখনো নিশ্চিত নয়, কয়টি সিনেমা মুক্তি পাবে এবার। একমাত্র ‘দিন: দ্য ডে’ ছাড়া কোনো সিনেমার পোস্টার চোখে পড়েনি এখনো।
ঈদ সামনে রেখে চারটি সিনেমা মুক্তির ঘোষণা এসেছিল—দিন: দ্য ডে (অনন্ত জলিল-বর্ষা), পরাণ (বিদ্যা সিনহা মিম-ইয়াশ রোহান-শরিফুল রাজ), সাইকো (রোশান-পূজা চেরি) ও বর্ডার (সাঞ্জু জন-সুমন ফারুক)। তবে সরে দাঁড়িয়েছে ‘বর্ডার’। সিনেমাটির নির্মাতা সৈকত নাসির জানিয়েছেন, ঈদে নয়, ‘বর্ডার’ তিনি মুক্তি দেবেন সেপ্টেম্বরে। রোজার ঈদেই অনন্ত জলিল ঘোষণা দিয়ে রেখেছিলেন, কোরবানির ঈদে আসবে ‘দিন: দ্য ডে’। কথা তিনি রেখেছেন। বেশ আগে থেকেই আটঘাট বেঁধে প্রচারণায় নেমেছেন। রাজধানীর বেশির ভাগ হলেই শোভা পাচ্ছে সিনেমাটির পোস্টার। জুনের শুরুতেই সেন্সর ছাড়পত্রের বিষয়টিও নিশ্চিত করে রেখেছেন। ফলে ঈদে ‘দিন: দ্য
ডে’ মুক্তি দিতে কোনো বাধাই আর নেই।
তবে বাকি দুই সিনেমা ‘পরাণ’ ও ‘সাইকো’ এখনো সেন্সরের বৈতরণি পার হতে পারেনি। সপ্তাহখানেক আগে সিনেমা দুটি সেন্সরে জমা পড়েছে। আজ ‘পরাণ’-এর ছাড়পত্র পেতে পারেন বলে জানিয়েছেন সিনেমাটির পরিবেশক প্রতিষ্ঠান দি অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হোসেন অভি। তিনি বলেন, ‘আশা করছি আজ সেন্সর হয়ে যাবে। এটা রোমান্টিক ছবি তো, গড়পড়তা সব হলে রিলিজ করার পক্ষে আমরা নই। আমরা চাচ্ছি, ভালো মানের কিছু হলে মুক্তি দিয়ে তারপর ধীরে ধীরে সংখ্যাটি বাড়াব। ঈদে ৩০-৪০টি হলে “পরাণ” মুক্তি দেব।’
রোমান্টিক গল্পের সিনেমা ‘পরাণ’ বানিয়েছেন রায়হান রাফি। এ সিনেমার চারটি গানের দুটি মুক্তি পেয়েছে এরই মধ্যে। বিদ্যা সিনহা মিম-ইয়াশ রোহান-শরিফুল রাজের রসায়ন নজর কেড়েছে দর্শকদের। হলমালিকদের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন জাহিদ হোসেন অভি। এরই মধ্যে কিছু হলে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে বলেও খবর দিয়েছেন তিনি।
অন্যদিকে ‘সাইকো’র নির্মাতা অনন্য মামুনও আশা করছেন, আজই সেন্সর ছাড়পত্র পেয়ে যাবেন। তারপরই প্রকাশ করবেন ট্রেলার। এর মধ্যে ‘সাইকো’র দুটি গান প্রকাশ পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখযোগ্য সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন মামুন। সিনেমাটির অভিনেতা জিয়াউল রোশান বলেন, ‘তিন বছর পর ঈদ উৎসবে মুক্তি পাচ্ছে আমার সিনেমা। অনলাইনে প্রচার শুরু করেছি। দু-এক দিনের মধ্যে প্রচারণার জন্য সরাসরি মাঠে নামব আমরা।’
তবে তাতেও সংশয় কাটছে না। কারণ ঈদে মুক্তির জন্য ‘পরাণ’ ও ‘সাইকো’ সিনেমা দুটিকে সেন্সর ছাড়পত্র পেতে হবে বিনা কর্তনে। সেন্সর বোর্ডের আপত্তিতে কোনো দৃশ্য বাদ পড়লে কিংবা রি-শুটের প্রয়োজন হলে সে ক্ষেত্রে মুক্তি পিছিয়েও যেতে পারে। কারণ, শেষ মুহূর্তে নতুনভাবে শুটিং করে মুক্তি দেওয়া প্রায় অসম্ভব।
এ কারণে কোন সিনেমার বুকিং দেবেন, এ নিয়ে দ্বিধায় আছেন হলমালিকেরাও। তবে বেশ খোশমেজাজেই আছে ‘দিন: দ্য ডে’ টিম। ইতিমধ্যে দেশের ১৪৫টি হলে সিনেমাটির বুকিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল। তিনি বলেন, ‘সব ধরনের প্রচারণা চালাচ্ছি। গত সপ্তাহ থেকে আমি ও বর্ষা মিলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। ছাত্রছাত্রীদের আহ্বান করছি সিনেমাটি দেখতে হলে যেতে। ভালো সাড়া পাচ্ছি।’
এবার ঈদে মুক্তির দৌড়ে নেই শাকিব খানের কোনো সিনেমা। তাঁর ‘লিডার: আমিই বাংলাদেশ’ ও ‘অন্তরাত্মা’ মুক্তির কথা শোনা গেলেও পিছিয়ে গেছে এবারও। বিষয়টি নিয়ে নাখোশ শাকিব নিজেও। তিনি বলেছেন, ‘সিনেমা রিলিজ দিলে প্রযোজকেরা লাভবানই হতেন। আমাদের প্রযোজকেরা আসলে পেশাদার হতে পারেননি। এখন থেকে সিনেমা হাতে নেওয়ার সময়ই মুক্তির ডেট কনফার্ম করে রাখব।’
ঈদের ৩ সিনেমা
দিন: দ্য ডে
অভিনয়ে: অনন্ত জলিল ও বর্ষা
পরিচালনা: মুর্তজা অতাশ জমজম
পরাণ
অভিনয়ে: বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান ও শরিফুল রাজ
পরিচালনা: রায়হান রাফি
সাইকো
অভিনয়ে: জিয়াউল রোশান ও পূজা চেরী
পরিচালনা: অনন্য মামুন
ঈদের মাসখানেক বা তার আগে থেকেই শুরু হয়ে যায় প্রচার-প্রচারণা। রাস্তায়, দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটা হয়। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে টানানো হয় ঢাউস সাইজের বিলবোর্ড। নিজেদের সিনেমা নিয়ে নানাভাবে, নানা মাধ্যমে কথা বলেন তারকারা। কলাকুশলী থেকে শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান, পরিবেশক—সবার একটাই চিন্তা থাকে, কীভাবে সিনেমাটি বেশিসংখ্যক দর্শকের কাছাকাছি পৌঁছে দেওয়া যায়, তাঁদের হলে আনা যায়। প্রতি ঈদেই সিনেমাপাড়ায় এমন ব্যস্ততার চিত্র চোখে পড়ে। তবে এবার ব্যতিক্রম। ঈদের আর মাত্র সপ্তাহখানেক বাকি থাকলেও থমকে আছে সিনেমাপাড়া। এখনো নিশ্চিত নয়, কয়টি সিনেমা মুক্তি পাবে এবার। একমাত্র ‘দিন: দ্য ডে’ ছাড়া কোনো সিনেমার পোস্টার চোখে পড়েনি এখনো।
ঈদ সামনে রেখে চারটি সিনেমা মুক্তির ঘোষণা এসেছিল—দিন: দ্য ডে (অনন্ত জলিল-বর্ষা), পরাণ (বিদ্যা সিনহা মিম-ইয়াশ রোহান-শরিফুল রাজ), সাইকো (রোশান-পূজা চেরি) ও বর্ডার (সাঞ্জু জন-সুমন ফারুক)। তবে সরে দাঁড়িয়েছে ‘বর্ডার’। সিনেমাটির নির্মাতা সৈকত নাসির জানিয়েছেন, ঈদে নয়, ‘বর্ডার’ তিনি মুক্তি দেবেন সেপ্টেম্বরে। রোজার ঈদেই অনন্ত জলিল ঘোষণা দিয়ে রেখেছিলেন, কোরবানির ঈদে আসবে ‘দিন: দ্য ডে’। কথা তিনি রেখেছেন। বেশ আগে থেকেই আটঘাট বেঁধে প্রচারণায় নেমেছেন। রাজধানীর বেশির ভাগ হলেই শোভা পাচ্ছে সিনেমাটির পোস্টার। জুনের শুরুতেই সেন্সর ছাড়পত্রের বিষয়টিও নিশ্চিত করে রেখেছেন। ফলে ঈদে ‘দিন: দ্য
ডে’ মুক্তি দিতে কোনো বাধাই আর নেই।
তবে বাকি দুই সিনেমা ‘পরাণ’ ও ‘সাইকো’ এখনো সেন্সরের বৈতরণি পার হতে পারেনি। সপ্তাহখানেক আগে সিনেমা দুটি সেন্সরে জমা পড়েছে। আজ ‘পরাণ’-এর ছাড়পত্র পেতে পারেন বলে জানিয়েছেন সিনেমাটির পরিবেশক প্রতিষ্ঠান দি অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হোসেন অভি। তিনি বলেন, ‘আশা করছি আজ সেন্সর হয়ে যাবে। এটা রোমান্টিক ছবি তো, গড়পড়তা সব হলে রিলিজ করার পক্ষে আমরা নই। আমরা চাচ্ছি, ভালো মানের কিছু হলে মুক্তি দিয়ে তারপর ধীরে ধীরে সংখ্যাটি বাড়াব। ঈদে ৩০-৪০টি হলে “পরাণ” মুক্তি দেব।’
রোমান্টিক গল্পের সিনেমা ‘পরাণ’ বানিয়েছেন রায়হান রাফি। এ সিনেমার চারটি গানের দুটি মুক্তি পেয়েছে এরই মধ্যে। বিদ্যা সিনহা মিম-ইয়াশ রোহান-শরিফুল রাজের রসায়ন নজর কেড়েছে দর্শকদের। হলমালিকদের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন জাহিদ হোসেন অভি। এরই মধ্যে কিছু হলে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে বলেও খবর দিয়েছেন তিনি।
অন্যদিকে ‘সাইকো’র নির্মাতা অনন্য মামুনও আশা করছেন, আজই সেন্সর ছাড়পত্র পেয়ে যাবেন। তারপরই প্রকাশ করবেন ট্রেলার। এর মধ্যে ‘সাইকো’র দুটি গান প্রকাশ পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখযোগ্য সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন মামুন। সিনেমাটির অভিনেতা জিয়াউল রোশান বলেন, ‘তিন বছর পর ঈদ উৎসবে মুক্তি পাচ্ছে আমার সিনেমা। অনলাইনে প্রচার শুরু করেছি। দু-এক দিনের মধ্যে প্রচারণার জন্য সরাসরি মাঠে নামব আমরা।’
তবে তাতেও সংশয় কাটছে না। কারণ ঈদে মুক্তির জন্য ‘পরাণ’ ও ‘সাইকো’ সিনেমা দুটিকে সেন্সর ছাড়পত্র পেতে হবে বিনা কর্তনে। সেন্সর বোর্ডের আপত্তিতে কোনো দৃশ্য বাদ পড়লে কিংবা রি-শুটের প্রয়োজন হলে সে ক্ষেত্রে মুক্তি পিছিয়েও যেতে পারে। কারণ, শেষ মুহূর্তে নতুনভাবে শুটিং করে মুক্তি দেওয়া প্রায় অসম্ভব।
এ কারণে কোন সিনেমার বুকিং দেবেন, এ নিয়ে দ্বিধায় আছেন হলমালিকেরাও। তবে বেশ খোশমেজাজেই আছে ‘দিন: দ্য ডে’ টিম। ইতিমধ্যে দেশের ১৪৫টি হলে সিনেমাটির বুকিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল। তিনি বলেন, ‘সব ধরনের প্রচারণা চালাচ্ছি। গত সপ্তাহ থেকে আমি ও বর্ষা মিলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। ছাত্রছাত্রীদের আহ্বান করছি সিনেমাটি দেখতে হলে যেতে। ভালো সাড়া পাচ্ছি।’
এবার ঈদে মুক্তির দৌড়ে নেই শাকিব খানের কোনো সিনেমা। তাঁর ‘লিডার: আমিই বাংলাদেশ’ ও ‘অন্তরাত্মা’ মুক্তির কথা শোনা গেলেও পিছিয়ে গেছে এবারও। বিষয়টি নিয়ে নাখোশ শাকিব নিজেও। তিনি বলেছেন, ‘সিনেমা রিলিজ দিলে প্রযোজকেরা লাভবানই হতেন। আমাদের প্রযোজকেরা আসলে পেশাদার হতে পারেননি। এখন থেকে সিনেমা হাতে নেওয়ার সময়ই মুক্তির ডেট কনফার্ম করে রাখব।’
ঈদের ৩ সিনেমা
দিন: দ্য ডে
অভিনয়ে: অনন্ত জলিল ও বর্ষা
পরিচালনা: মুর্তজা অতাশ জমজম
পরাণ
অভিনয়ে: বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান ও শরিফুল রাজ
পরিচালনা: রায়হান রাফি
সাইকো
অভিনয়ে: জিয়াউল রোশান ও পূজা চেরী
পরিচালনা: অনন্য মামুন
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে