আরিফ আহম্মেদ, গৌরীপুর
অভাবের তাড়নায় পড়াশোনা করতে না পারার একটা আক্ষেপ ছিল হারুনের মনে। তবে তিনি হাল ছাড়েননি। চা বিক্রির পাশাপাশি পড়াশোনা করে ২৪ বছর বয়সে এবার এসএসসি পাস করেছেন। ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত ফলাফলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জিপিএ-২.৮৬ পেয়ে এসএসসি পাস করেন। এইচএসসিতেও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন বলে জানান হারুন।
এর আগে বীর মুক্তিযোদ্ধাদের জন্য অর্ধেক দামে চা, সেরা চা গ্রাহককে সম্মাননা ও মাদকবিরোধী প্রচারণায় নেমে প্রশংসা কুড়িয়েছেন চা বিক্রেতা মো. হারুন মিয়া। ব্যতিক্রমধর্মী এসব উদ্যোগের জন্য শহরে আলাদা পরিচিতিও পেয়েছেন এই চা দোকানি।
হারুনের বাড়ি গৌরীপুর পৌর শহরের সতীষা গ্রামে। পরিবারে অভাব-অনটনের কারণে ২০১০ সালে মাধ্যমিক পর্যায় থেকে পড়াশোনার ইতি ঘটে তাঁর। সংসারের হাল ধরতে ২০১৪ সালে পৌর শহরের কালীখলা এলাকায় চায়ের দোকান খোলেন তিনি। চা বিক্রির পাশাপাশি দোকানে বসে বিভিন্ন ধরনের বই পড়তেন হারুন।
পড়ার প্রতি তাঁর এই আগ্রহ দেখে শিক্ষক এমদাদুল হক, আব্দুল মালেক ও সাংবাদিক শফিকুল ইসলাম মিন্টুর অনুপ্রেরণায় ২০১৯ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন হারুন। চা বিক্রির পাশাপাশি রাতে পড়াশোনা করে এসএসসি পাস করেন।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের টিউটর আব্দুল মালেক বলেন, অষ্টম শ্রেণি পাস করে ঝরে পড়া শিক্ষার্থীরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারেন। এ ক্ষেত্রে বয়সের কোনো বাঁধা নেই। এ সুযোগের কারণেই হারুন ২৪ বছর বয়সে এসে এসএসসি পাস করেছে। তিনি তাঁর সাফল্য কামনা করেন।
হারুন মিয়া জানান, অভাবের তাড়নায় স্কুল ছাড়লেও তিনি হাল ছাড়েননি। স্বপ্ন ছিল স্বাবলম্বী হয়ে ঘুরে দাঁড়াবেন। এখন নিজের উপার্জনে পড়াশোনা করে এসএসসি পাস করেছেন। চা বিক্রির পাশাপাশি পড়াশোনা চালিয়ে স্নাতক সম্পন্ন করাই এখন তাঁর স্বপ্ন।
হারুনের বাবা আব্দুল জব্বার পেশায় সবজি বিক্রেতা। মা রহিমা খাতুন গৃহিণী। ছয়-ভাই বোনের মধ্যে হারুন পঞ্চম। এর মধ্যে চার ভাই-বোন বিয়ে করে আলাদা হয়েছেন। ছোট বোন চলতি বছর এইচএসসি পাস করেছেন। চা বিক্রি করে সংসারের হাল ধরার পাশাপাশি ছোট বোনের লেখাপড়ার খরচ চালান হারুন।
অভাবের তাড়নায় পড়াশোনা করতে না পারার একটা আক্ষেপ ছিল হারুনের মনে। তবে তিনি হাল ছাড়েননি। চা বিক্রির পাশাপাশি পড়াশোনা করে ২৪ বছর বয়সে এবার এসএসসি পাস করেছেন। ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত ফলাফলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জিপিএ-২.৮৬ পেয়ে এসএসসি পাস করেন। এইচএসসিতেও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন বলে জানান হারুন।
এর আগে বীর মুক্তিযোদ্ধাদের জন্য অর্ধেক দামে চা, সেরা চা গ্রাহককে সম্মাননা ও মাদকবিরোধী প্রচারণায় নেমে প্রশংসা কুড়িয়েছেন চা বিক্রেতা মো. হারুন মিয়া। ব্যতিক্রমধর্মী এসব উদ্যোগের জন্য শহরে আলাদা পরিচিতিও পেয়েছেন এই চা দোকানি।
হারুনের বাড়ি গৌরীপুর পৌর শহরের সতীষা গ্রামে। পরিবারে অভাব-অনটনের কারণে ২০১০ সালে মাধ্যমিক পর্যায় থেকে পড়াশোনার ইতি ঘটে তাঁর। সংসারের হাল ধরতে ২০১৪ সালে পৌর শহরের কালীখলা এলাকায় চায়ের দোকান খোলেন তিনি। চা বিক্রির পাশাপাশি দোকানে বসে বিভিন্ন ধরনের বই পড়তেন হারুন।
পড়ার প্রতি তাঁর এই আগ্রহ দেখে শিক্ষক এমদাদুল হক, আব্দুল মালেক ও সাংবাদিক শফিকুল ইসলাম মিন্টুর অনুপ্রেরণায় ২০১৯ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন হারুন। চা বিক্রির পাশাপাশি রাতে পড়াশোনা করে এসএসসি পাস করেন।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের টিউটর আব্দুল মালেক বলেন, অষ্টম শ্রেণি পাস করে ঝরে পড়া শিক্ষার্থীরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারেন। এ ক্ষেত্রে বয়সের কোনো বাঁধা নেই। এ সুযোগের কারণেই হারুন ২৪ বছর বয়সে এসে এসএসসি পাস করেছে। তিনি তাঁর সাফল্য কামনা করেন।
হারুন মিয়া জানান, অভাবের তাড়নায় স্কুল ছাড়লেও তিনি হাল ছাড়েননি। স্বপ্ন ছিল স্বাবলম্বী হয়ে ঘুরে দাঁড়াবেন। এখন নিজের উপার্জনে পড়াশোনা করে এসএসসি পাস করেছেন। চা বিক্রির পাশাপাশি পড়াশোনা চালিয়ে স্নাতক সম্পন্ন করাই এখন তাঁর স্বপ্ন।
হারুনের বাবা আব্দুল জব্বার পেশায় সবজি বিক্রেতা। মা রহিমা খাতুন গৃহিণী। ছয়-ভাই বোনের মধ্যে হারুন পঞ্চম। এর মধ্যে চার ভাই-বোন বিয়ে করে আলাদা হয়েছেন। ছোট বোন চলতি বছর এইচএসসি পাস করেছেন। চা বিক্রি করে সংসারের হাল ধরার পাশাপাশি ছোট বোনের লেখাপড়ার খরচ চালান হারুন।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে