বিনোদন ডেস্ক
এই বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে জেমস ক্যামেরন পরিচালিত সিনেমাটি। মুক্তি উপলক্ষে বুধবার প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। ২ মিনিট ২৮ সেকেন্ডের ট্রেলারে পানির নিচে প্যান্ডোরাবাসীদের দেখা গেছে। তাদের কয়েক ঝলকের বিস্ময়কর উপস্থাপন মুগ্ধ করেছে দর্শকদের। সিনেমা মুক্তির আগে ট্রেলার দিয়েই দর্শকদের ভিজুয়াল এক্সপেরিয়েন্সকে যেন নতুন উচ্চতায় নিয়ে গেলেন ক্যামেরন।
আরেকটি বড় চমক দেখেছেন কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তের মানুষেরা। ট্রেলার প্রকাশ উপলক্ষে নায়াগ্রা জলপ্রপাতে চোখ ধাঁধানো লাইট শোর আয়োজন করা হয়। ৬০০টি ড্রোন উড়িয়ে ফুটিয়ে তোলা হয় ‘অ্যাভাটার’ নামটি। প্রজেক্টরের মাধ্যমে ছবির এমন কিছু দৃশ্য দেখানো হয়, যা আগে কখনও সাধারণ মানুষের সামনে আসেনি।
গত মে মাসে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এর টিজার। টিজার প্রকাশ অনুষ্ঠানে সিনেমার প্রযোজক জন ল্যান্ডউ বলেছিলেন, জেমস ক্যামেরনের স্ক্রিপ্টগুলো সব সময় সর্বজনীন। এর চারটি সিক্যুয়াল হবে। যার প্রতিটির কেন্দ্রে থাকবে সুলি পরিবার। প্রতিটি গল্প হবে আলাদা এবং সবগুলোর শেষটাও হবে ভিন্ন। আবার চারটি মিলে তৈরি হবে একটি মহাকাব্যিক কাহিনি।
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভাটার’-এর সিক্যুয়েল এটি। সিনেমাটি মুক্তির পর থেকেই দীর্ঘ ১৩ বছর ধরে বক্স অফিসে শীর্ষস্থান ধরে রেখেছে। ‘অ্যাভাটার’-এর মতো এই সিনেমায়ও জ্যাক সুলি ও নাভি নেইতিরির ভূমিকায় থাকছেন স্যাম ওয়ার্থিংটন ও জো সালদানা। এবারের পর্বে যুক্ত হয়েছেন কেট উইন্সলেট। যিনি জেমস ক্যামেরনের বিখ্যাত সিনেমা ‘টাইটানিক’-এর নায়িকা। এ ছাড়া থাকছেন স্টিফেন ল্যাং, সিগার্নি ওয়েভার ও ভিন ডিজেলের মতো তারকারা।
এই বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে জেমস ক্যামেরন পরিচালিত সিনেমাটি। মুক্তি উপলক্ষে বুধবার প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। ২ মিনিট ২৮ সেকেন্ডের ট্রেলারে পানির নিচে প্যান্ডোরাবাসীদের দেখা গেছে। তাদের কয়েক ঝলকের বিস্ময়কর উপস্থাপন মুগ্ধ করেছে দর্শকদের। সিনেমা মুক্তির আগে ট্রেলার দিয়েই দর্শকদের ভিজুয়াল এক্সপেরিয়েন্সকে যেন নতুন উচ্চতায় নিয়ে গেলেন ক্যামেরন।
আরেকটি বড় চমক দেখেছেন কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তের মানুষেরা। ট্রেলার প্রকাশ উপলক্ষে নায়াগ্রা জলপ্রপাতে চোখ ধাঁধানো লাইট শোর আয়োজন করা হয়। ৬০০টি ড্রোন উড়িয়ে ফুটিয়ে তোলা হয় ‘অ্যাভাটার’ নামটি। প্রজেক্টরের মাধ্যমে ছবির এমন কিছু দৃশ্য দেখানো হয়, যা আগে কখনও সাধারণ মানুষের সামনে আসেনি।
গত মে মাসে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এর টিজার। টিজার প্রকাশ অনুষ্ঠানে সিনেমার প্রযোজক জন ল্যান্ডউ বলেছিলেন, জেমস ক্যামেরনের স্ক্রিপ্টগুলো সব সময় সর্বজনীন। এর চারটি সিক্যুয়াল হবে। যার প্রতিটির কেন্দ্রে থাকবে সুলি পরিবার। প্রতিটি গল্প হবে আলাদা এবং সবগুলোর শেষটাও হবে ভিন্ন। আবার চারটি মিলে তৈরি হবে একটি মহাকাব্যিক কাহিনি।
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভাটার’-এর সিক্যুয়েল এটি। সিনেমাটি মুক্তির পর থেকেই দীর্ঘ ১৩ বছর ধরে বক্স অফিসে শীর্ষস্থান ধরে রেখেছে। ‘অ্যাভাটার’-এর মতো এই সিনেমায়ও জ্যাক সুলি ও নাভি নেইতিরির ভূমিকায় থাকছেন স্যাম ওয়ার্থিংটন ও জো সালদানা। এবারের পর্বে যুক্ত হয়েছেন কেট উইন্সলেট। যিনি জেমস ক্যামেরনের বিখ্যাত সিনেমা ‘টাইটানিক’-এর নায়িকা। এ ছাড়া থাকছেন স্টিফেন ল্যাং, সিগার্নি ওয়েভার ও ভিন ডিজেলের মতো তারকারা।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে