বিনোদন ডেস্ক
বিনোদন দুনিয়ায় নতুনভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ডিপ ফেক। বিভিন্ন তারকার ছবি কারসাজি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে অনলাইনে। এর আগে একাধিক ভারতীয় তারকা এর শিকার হয়েছেন। এবার আক্রান্ত হলেন পপ আইকন টেলর সুইফট। গত সপ্তাহে সুইফটের একাধিক আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ে এক্সে (সাবেক টুইটার), যা বাতাসের বেগে ছড়িয়ে পড়ে। বিলবোর্ড জানিয়েছে, মাত্র ১৭ ঘণ্টায় ৪৫ মিলিয়নের বেশি এক্স ব্যবহারকারী দেখেছে ছবিগুলো।
কিন্তু সেসব ছবিতে সুইফটকে দেখা গেলেও সেগুলো ভুয়া। এসব নগ্ন ছবি তৈরি করা হয়েছে এআই প্রযুক্তির সাহায্যে। বিষয়টি বুঝতে পারেন সুইফটের ভক্তরা। তাই প্রিয় তারকার জন্য প্রতিবাদ শুরু করেন তাঁরা। যার সুবাদে এক দিনের মধ্যেই মুছে দিয়েছে এক্স। বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি টেলর সুইফট। তবে এরই মধ্যে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউস এবং আমেরিকার টিভি ও রেডিওর শিল্পীদের সংগঠন এসজিএ-আফট্রা।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জিন-পিয়েরে এবিসি নিউজকে বলেন, ‘এ ঘটনায় আমরা উদ্বিগ্ন। ভুয়া ছবি তৈরি করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার বিষয়টি উদ্বেগজনক। আমাদের পক্ষ থেকে যা যা করা দরকার, আমরা করে যাচ্ছি।’ দ্রুত বিষয়টি কংগ্রেসে উত্থাপন করে প্রয়োজনীয় আইন প্রণয়নের ব্যাপারে জোর দিয়েছেন তিনি। এটাও জানিয়েছেন, এ ধরনের হেনস্তার ঘটনা প্রতিরোধে প্রশাসন সার্বক্ষণিক সতর্ক রয়েছে। এসব ঘটনায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন ক্যারিন জিন-পিয়েরে।
টেলর সুইফটের এ ঘটনার পর এসজিএ-আফট্রা শুক্রবার লিখিত বিবৃতিতে বলেছে, ‘এআই প্রযুক্তি দিয়ে তৈরি টেলর সুইফটের যে নকল ছবিগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে, এ ঘটনা হতাশার ও উদ্বেগজনক। এসব ভুয়া ছবি তৈরি ও ছড়িয়ে দেওয়া প্রতিরোধের জন্য অচিরেই আইন করতে হবে। বেশি দেরি হয়ে যাওয়ার আগে প্রযুক্তির এই অপব্যবহার নিয়ন্ত্রণ করা জরুরি।’
এর আগে হলিউডের টম ক্রুজ, টম হ্যাঙ্কস, এমা ওয়াটসন, স্টিভ হার্ভিসহ অনেকেই ডিপ ফেক প্রযুক্তির শিকার হয়েছেন। এ ছাড়া ভারতে ক্যাটরিনা কাইফ, রাশমিকা মান্দানা, আলিয়া ভাটসহ কয়েকজন অভিনেত্রীর ভুয়া আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছিল, যা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেক তারকা।
বিনোদন দুনিয়ায় নতুনভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ডিপ ফেক। বিভিন্ন তারকার ছবি কারসাজি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে অনলাইনে। এর আগে একাধিক ভারতীয় তারকা এর শিকার হয়েছেন। এবার আক্রান্ত হলেন পপ আইকন টেলর সুইফট। গত সপ্তাহে সুইফটের একাধিক আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ে এক্সে (সাবেক টুইটার), যা বাতাসের বেগে ছড়িয়ে পড়ে। বিলবোর্ড জানিয়েছে, মাত্র ১৭ ঘণ্টায় ৪৫ মিলিয়নের বেশি এক্স ব্যবহারকারী দেখেছে ছবিগুলো।
কিন্তু সেসব ছবিতে সুইফটকে দেখা গেলেও সেগুলো ভুয়া। এসব নগ্ন ছবি তৈরি করা হয়েছে এআই প্রযুক্তির সাহায্যে। বিষয়টি বুঝতে পারেন সুইফটের ভক্তরা। তাই প্রিয় তারকার জন্য প্রতিবাদ শুরু করেন তাঁরা। যার সুবাদে এক দিনের মধ্যেই মুছে দিয়েছে এক্স। বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি টেলর সুইফট। তবে এরই মধ্যে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউস এবং আমেরিকার টিভি ও রেডিওর শিল্পীদের সংগঠন এসজিএ-আফট্রা।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জিন-পিয়েরে এবিসি নিউজকে বলেন, ‘এ ঘটনায় আমরা উদ্বিগ্ন। ভুয়া ছবি তৈরি করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার বিষয়টি উদ্বেগজনক। আমাদের পক্ষ থেকে যা যা করা দরকার, আমরা করে যাচ্ছি।’ দ্রুত বিষয়টি কংগ্রেসে উত্থাপন করে প্রয়োজনীয় আইন প্রণয়নের ব্যাপারে জোর দিয়েছেন তিনি। এটাও জানিয়েছেন, এ ধরনের হেনস্তার ঘটনা প্রতিরোধে প্রশাসন সার্বক্ষণিক সতর্ক রয়েছে। এসব ঘটনায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন ক্যারিন জিন-পিয়েরে।
টেলর সুইফটের এ ঘটনার পর এসজিএ-আফট্রা শুক্রবার লিখিত বিবৃতিতে বলেছে, ‘এআই প্রযুক্তি দিয়ে তৈরি টেলর সুইফটের যে নকল ছবিগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে, এ ঘটনা হতাশার ও উদ্বেগজনক। এসব ভুয়া ছবি তৈরি ও ছড়িয়ে দেওয়া প্রতিরোধের জন্য অচিরেই আইন করতে হবে। বেশি দেরি হয়ে যাওয়ার আগে প্রযুক্তির এই অপব্যবহার নিয়ন্ত্রণ করা জরুরি।’
এর আগে হলিউডের টম ক্রুজ, টম হ্যাঙ্কস, এমা ওয়াটসন, স্টিভ হার্ভিসহ অনেকেই ডিপ ফেক প্রযুক্তির শিকার হয়েছেন। এ ছাড়া ভারতে ক্যাটরিনা কাইফ, রাশমিকা মান্দানা, আলিয়া ভাটসহ কয়েকজন অভিনেত্রীর ভুয়া আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছিল, যা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেক তারকা।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে