বিনোদন প্রতিবেদক, ঢাকা
নতুন পরিচয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী রুনা খান। অনেক বছর ধরে নাটক, বিজ্ঞাপন ও বিভিন্ন অনুষ্ঠান দিয়ে টিভির পর্দার নিয়মিত মুখ হয়ে উঠেছেন তিনি। তবে টেলিভিশনে এবারই প্রথম রুনা খানকে দেখা যাবে উপস্থাপক হিসেবে। দুরন্ত টিভিতে আগামী ৫ মে থেকে শুরু হচ্ছে নতুন গেম শো ‘দুরন্ত ফ্যামিলি’। প্রতি শুক্র ও শনিবার বেলা ২টা এবং রাত ৯টায় দেখা যাবে এই শো। ৫২ পর্বের এই শিশুতোষ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন রুনা খান।
শিশুতোষ অনুষ্ঠানের সঙ্গে রুনা খানের সংশ্লিষ্টতা এই প্রথম নয়। এর আগে ক্যারিয়ারের শুরুর দিকে সিসিমপুরের সুমনা চরিত্রটি তাঁকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছিল। অনেক দিন পর ‘দুরন্ত ফ্যামিলি’র মাধ্যমে আবারও শিশুদের জন্য কোনো কাজ করলেন রুনা। তিনি বলেন, ‘অনুষ্ঠানের পুরো টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। আমরা টানা ২২ দিন এফডিসিতে সেট ফেলে শুটিং করেছি। ৫২ পর্বে মোট ১০৪টি পরিবারের সঙ্গে কাজ হয়েছে আমাদের। সারা দেশ থেকে বাছাই করে পরিবারগুলোকে নিয়ে আসা হয়েছে। এই যে এত ধরনের পরিবারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, এটা আমাকে অন্য রকম এক অভিজ্ঞতা এনে দিয়েছে।’
‘দুরন্ত ফ্যামিলি’ অনুষ্ঠানের পরিচালক পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির জানিয়েছেন, প্রতি পর্বে চার সদস্যবিশিষ্ট দুটি পরিবার অংশ নেবে। অনুষ্ঠানের প্রথম রাউন্ড ‘ডানপিটে’, দ্বিতীয় রাউন্ড ‘কী মুশকিল’, তৃতীয় রাউন্ড ‘বিষম কাণ্ড’, চতুর্থ রাউন্ড ‘আবোলতাবোল’ এবং শেষ রাউন্ড ‘শব্দ কল্প দ্রুম’। প্রতি রাউন্ডের খেলায় বিজয়ী একটি করে পুরস্কার পাবে এবং সেই রাউন্ড থেকে প্রাপ্ত নম্বর দলীয় নম্বরের সঙ্গে যোগ হবে। সবশেষে যে দল বেশি নম্বর পাবে, সেই দল বিজয়ী ঘোষিত হবে এবং একটি মেগা পুরস্কার পাবে।
নতুন পরিচয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী রুনা খান। অনেক বছর ধরে নাটক, বিজ্ঞাপন ও বিভিন্ন অনুষ্ঠান দিয়ে টিভির পর্দার নিয়মিত মুখ হয়ে উঠেছেন তিনি। তবে টেলিভিশনে এবারই প্রথম রুনা খানকে দেখা যাবে উপস্থাপক হিসেবে। দুরন্ত টিভিতে আগামী ৫ মে থেকে শুরু হচ্ছে নতুন গেম শো ‘দুরন্ত ফ্যামিলি’। প্রতি শুক্র ও শনিবার বেলা ২টা এবং রাত ৯টায় দেখা যাবে এই শো। ৫২ পর্বের এই শিশুতোষ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন রুনা খান।
শিশুতোষ অনুষ্ঠানের সঙ্গে রুনা খানের সংশ্লিষ্টতা এই প্রথম নয়। এর আগে ক্যারিয়ারের শুরুর দিকে সিসিমপুরের সুমনা চরিত্রটি তাঁকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছিল। অনেক দিন পর ‘দুরন্ত ফ্যামিলি’র মাধ্যমে আবারও শিশুদের জন্য কোনো কাজ করলেন রুনা। তিনি বলেন, ‘অনুষ্ঠানের পুরো টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। আমরা টানা ২২ দিন এফডিসিতে সেট ফেলে শুটিং করেছি। ৫২ পর্বে মোট ১০৪টি পরিবারের সঙ্গে কাজ হয়েছে আমাদের। সারা দেশ থেকে বাছাই করে পরিবারগুলোকে নিয়ে আসা হয়েছে। এই যে এত ধরনের পরিবারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, এটা আমাকে অন্য রকম এক অভিজ্ঞতা এনে দিয়েছে।’
‘দুরন্ত ফ্যামিলি’ অনুষ্ঠানের পরিচালক পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির জানিয়েছেন, প্রতি পর্বে চার সদস্যবিশিষ্ট দুটি পরিবার অংশ নেবে। অনুষ্ঠানের প্রথম রাউন্ড ‘ডানপিটে’, দ্বিতীয় রাউন্ড ‘কী মুশকিল’, তৃতীয় রাউন্ড ‘বিষম কাণ্ড’, চতুর্থ রাউন্ড ‘আবোলতাবোল’ এবং শেষ রাউন্ড ‘শব্দ কল্প দ্রুম’। প্রতি রাউন্ডের খেলায় বিজয়ী একটি করে পুরস্কার পাবে এবং সেই রাউন্ড থেকে প্রাপ্ত নম্বর দলীয় নম্বরের সঙ্গে যোগ হবে। সবশেষে যে দল বেশি নম্বর পাবে, সেই দল বিজয়ী ঘোষিত হবে এবং একটি মেগা পুরস্কার পাবে।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে