আজকের পত্রিকা ডেস্ক
যথাযোগ্য মর্যাদা আর শ্রদ্ধায় পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরে উদ্যাপিত হয়েছে মহান বিজয় দিবস। সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচিতে দিবসটি পালন করে। তাদের কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাতের লেখা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোভাযাত্রা, আলোকসজ্জা, আলোচনা সভা। প্রতিনিধিদের পাঠানো খবর:
পাবনা: জেলায় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ও প্রত্যুষে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘দুর্জয় পাবনায়’ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পাবনা প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠন। এ সময় স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
বেড়া (পাবনা) : যথাযথ মর্যাদায় পাবনার বেড়ায় গতকাল বৃহস্পতিবার মহান বিজয় পালিত হয়েছে। পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শহীদ বেদিতে ফুল দিয়ে দিবসের সূচনা করেন বিভিন্ন দল ও শ্রেণি-পেশার মানুষ। বেড়া উপজেলা কর্মকর্তা মো. সবুর আলীর নেতৃত্বে শহীদ আব্দুল খালেকের কবরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন, নবনির্বাচিত পৌর মেয়র আশিফ শামস রঞ্জন ও নবনির্বাচিত কাউন্সিলরেরা।
ভাঙ্গুড়া (পাবনা): পাবনার ভাঙ্গুড়ায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কুচকাওয়াজ, বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সাঁথিয়া (পাবনা): সাঁথিয়া উপজেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। সাঁথিয়া কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ, সাঁথিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল লতিফ, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, আওয়ামী লীগ, বিএনপির নেতা-কর্মী, এনজিও, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন করেছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুরু, জাতির পিতার প্রতিকৃতি ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, উপজেলার সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে সংবর্ধনা, বিভিন্ন স্থানে উন্নত খাবার পরিবেশন, ফুটবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা, জাতীয় শপথ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা প্রশাসন আয়োজিত এসব কর্মসূচিতে অংশ নেন সাবেক সাংসদ জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা প্রমুখ।
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ): নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোলাহাটে পালিত হয়েছে দিবসটি। ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি ঘিরে ছিল নানা কর্মসূচি। গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত ভবনে আলোকসজ্জা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সব শহীদের কবর জিয়ারত ও তাঁদের মাগফিরাত কামনা করা হয়।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।
নওগাঁ প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁয় মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নওগাঁ শহরের মশরপুর এলাকায় মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
মান্দা (নওগাঁ) : মান্দায় দিবসটি পালন করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনি, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে সকাল ৯টায় উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন করা হয়।
লালপুর (নাটোর): নাটোরের লালপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উদ্যাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, কোরআনখানি, আলোচনা সভা, হাসপাতালে বিশেষ খাবার পরিবেশন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
বাগাতিপাড়া (নাটোর): বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণের পর বাগাতিপাড়া সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়।
নলডাঙ্গা (নাটোর): মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, ডিসপ্লের মধ্য দিয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলায় দিবসটি উদ্যাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে নলডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয় চত্বরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যথাযোগ্য মর্যাদা আর শ্রদ্ধায় পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরে উদ্যাপিত হয়েছে মহান বিজয় দিবস। সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচিতে দিবসটি পালন করে। তাদের কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাতের লেখা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোভাযাত্রা, আলোকসজ্জা, আলোচনা সভা। প্রতিনিধিদের পাঠানো খবর:
পাবনা: জেলায় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ও প্রত্যুষে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘দুর্জয় পাবনায়’ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পাবনা প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠন। এ সময় স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
বেড়া (পাবনা) : যথাযথ মর্যাদায় পাবনার বেড়ায় গতকাল বৃহস্পতিবার মহান বিজয় পালিত হয়েছে। পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শহীদ বেদিতে ফুল দিয়ে দিবসের সূচনা করেন বিভিন্ন দল ও শ্রেণি-পেশার মানুষ। বেড়া উপজেলা কর্মকর্তা মো. সবুর আলীর নেতৃত্বে শহীদ আব্দুল খালেকের কবরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন, নবনির্বাচিত পৌর মেয়র আশিফ শামস রঞ্জন ও নবনির্বাচিত কাউন্সিলরেরা।
ভাঙ্গুড়া (পাবনা): পাবনার ভাঙ্গুড়ায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কুচকাওয়াজ, বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সাঁথিয়া (পাবনা): সাঁথিয়া উপজেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। সাঁথিয়া কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ, সাঁথিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল লতিফ, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, আওয়ামী লীগ, বিএনপির নেতা-কর্মী, এনজিও, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন করেছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুরু, জাতির পিতার প্রতিকৃতি ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, উপজেলার সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে সংবর্ধনা, বিভিন্ন স্থানে উন্নত খাবার পরিবেশন, ফুটবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা, জাতীয় শপথ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা প্রশাসন আয়োজিত এসব কর্মসূচিতে অংশ নেন সাবেক সাংসদ জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা প্রমুখ।
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ): নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোলাহাটে পালিত হয়েছে দিবসটি। ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি ঘিরে ছিল নানা কর্মসূচি। গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত ভবনে আলোকসজ্জা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সব শহীদের কবর জিয়ারত ও তাঁদের মাগফিরাত কামনা করা হয়।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।
নওগাঁ প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁয় মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নওগাঁ শহরের মশরপুর এলাকায় মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
মান্দা (নওগাঁ) : মান্দায় দিবসটি পালন করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনি, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে সকাল ৯টায় উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন করা হয়।
লালপুর (নাটোর): নাটোরের লালপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উদ্যাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, কোরআনখানি, আলোচনা সভা, হাসপাতালে বিশেষ খাবার পরিবেশন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
বাগাতিপাড়া (নাটোর): বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণের পর বাগাতিপাড়া সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়।
নলডাঙ্গা (নাটোর): মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, ডিসপ্লের মধ্য দিয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলায় দিবসটি উদ্যাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে নলডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয় চত্বরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে