নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এই মৌসুম রাঙাতে যেভাবে খেলার দরকার, নাঈম ইসলাম আর এনামুল হক বিজয় সেভাবেই খেলছেন। ঘরোয়া ক্রিকেটের দুই অভিজ্ঞ ব্যাটার পাল্লা দিয়ে রান করে চলেছেন লিগজুড়ে।
লিগ পর্বের ১০ ম্যাচ শেষে ৮৩.২২ গড়ে ২ সেঞ্চুরি আর ৫ ফিফটিতে ৭৪৯ রান করে এই মুহূর্তে সর্বোচ্চ রানসংগ্রাহক লিজেন্ডস অব রূপগঞ্জের নাঈম। সমান ম্যাচে ৭২.৮০ গড়ে ২ সেঞ্চুরি আর ৫ ফিফটিতে করেছেন ৭২৮ রান করে প্রাইম ব্যাংকের বিজয়। দুই অভিজ্ঞ ব্যাটারের সঙ্গে তিনে থাকা জাকির হাসানের দূরত্ব ২৫০ রানেরও বেশি—১০ ম্যাচে তিনি করেছেন ৪৮৭ রান।
দুর্দান্ত এই পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই আলোচনায় আছেন নাঈম আর বিজয়। ঘরোয়া ক্রিকেটে ভালো করলে যে প্রশ্নটা অবধারিতভাবে আসে, তাঁদের সামনে খুলছে জাতীয় দলের দরজা? এই প্রশ্নে আপাতত নির্বাচকদের কাছ থেকে ‘হ্যাঁ-সূচক’ কোনো উত্তর মেলেনি। তাঁদের যুক্তি, এই মুহূর্তে বাংলাদেশের সামনে টেস্ট সিরিজ। ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটের পারফরম্যান্স ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে প্রভাব পড়বে না। কদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা টেস্ট সিরিজের দলে তাই পরিবর্তন আসার সম্ভাবনা ক্ষীণ। নির্বাচক প্যানেলের এক সদস্য গতকাল আজকের পত্রিকাকে বললেন, ‘টেস্টের সঙ্গে ৫০ ওভারের ক্রিকেটের কোনো সম্পর্ক নেই। আর লিগে কোন মাঠে কে কত রান করেছে, সেটাও কিন্তু দেখতে হবে। সবাই রান করছে। প্রায় প্রতিটি ম্যাচে দুটি করে সেঞ্চুরি হচ্ছে।’
টেস্টের সঙ্গে ৫০ ওভারের ক্রিকেটের সম্পর্ক না থাকলেও বিজয়-নাঈমের বাংলাদেশ ওয়ানডে দলের দরজাও খোলার সম্ভাবনা খুব একটা নেই। এ ক্ষেত্রে নির্বাচকদের যুক্তি, বাংলাদেশ ওয়ানডে দলটা অনেক দিন ধরেই ভারসাম্যপূর্ণ। সর্বশেষ দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতে আসা ওয়ানডে দলের বেশির ভাগই আছেন দারুণ ছন্দে। থিতু দলের কেউ চোট কিংবা অন্য কোনো কারণে বাদ না পড়লে নতুন করে কাউকে অন্তর্ভুক্ত করাটা যৌক্তিক মনে করেন না নির্বাচকেরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচক যেমন বললেন, ‘‘আমাদের যে ওয়ানডে দলটা আছে, সেখানে তাদের আসা কঠিন। তারা ‘এ’ দলে খেলতেই পারে। যেহেতু আলোচনা হচ্ছে জাতীয় দলে সুযোগ পাওয়ার ব্যাপারে, ওয়ানডে দলের বর্তমান সমন্বয় ভাঙার সুযোগ নেই। তবে তারা রান করছে, আমরা খুশি। মূল দলে কোনো বিকল্প লাগলে ওদের কাজে লাগানো যাবে।’’
তার মানে এই মুহূর্তে জাতীয় দলে না হলেও ৩০ ছুঁইছুঁই বিজয় কিংবা ৩৫ বছর বয়সী নাঈম বাংলাদেশ ‘এ’ দলে সুযোগ পেতে পারেন। আগামী জুনে জাতীয় দলের সঙ্গে ‘এ’ দল সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। সূত্র জানিয়েছে, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বাংলাদেশ শুরুতে খেলবে টেস্ট, এরপর টি-টোয়েন্টি। সফরের সবশেষে থাকবে ওয়ানডে। সর্বশেষ ২০১৮ সালের ক্যারিবীয় সফরে বাংলাদেশ দুটি টি-টোয়েন্টি খেলেছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। এবার অবশ্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কোনো ম্যাচ নেই। সব ম্যাচ ক্যারিবীয় দ্বীপপুঞ্জেই।
আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ আর জুনে ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে তিন সংস্করণে বাংলাদেশের তিন ধরনের দল, বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই দিনের ম্যাচের দল এ সপ্তাহেই চূড়ান্ত করে ফেলবেন নির্বাচকেরা। নির্বাচকেরা জানালেন, ঈদের আগেই ঘোষণা করা হবে শ্রীলঙ্কা সিরিজের দল।
নাঈম ইসলাম
৭৪৯ রান
১০ ম্যাচ
২ সেঞ্চুরি
৫ ফিফটি
৮৩.২২ গড়
এনামুল হক বিজয়
৭২৮ রান
১০ ম্যাচ
২ সেঞ্চুরি
৫ ফিফটি
৭২.৮০ গড়
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এই মৌসুম রাঙাতে যেভাবে খেলার দরকার, নাঈম ইসলাম আর এনামুল হক বিজয় সেভাবেই খেলছেন। ঘরোয়া ক্রিকেটের দুই অভিজ্ঞ ব্যাটার পাল্লা দিয়ে রান করে চলেছেন লিগজুড়ে।
লিগ পর্বের ১০ ম্যাচ শেষে ৮৩.২২ গড়ে ২ সেঞ্চুরি আর ৫ ফিফটিতে ৭৪৯ রান করে এই মুহূর্তে সর্বোচ্চ রানসংগ্রাহক লিজেন্ডস অব রূপগঞ্জের নাঈম। সমান ম্যাচে ৭২.৮০ গড়ে ২ সেঞ্চুরি আর ৫ ফিফটিতে করেছেন ৭২৮ রান করে প্রাইম ব্যাংকের বিজয়। দুই অভিজ্ঞ ব্যাটারের সঙ্গে তিনে থাকা জাকির হাসানের দূরত্ব ২৫০ রানেরও বেশি—১০ ম্যাচে তিনি করেছেন ৪৮৭ রান।
দুর্দান্ত এই পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই আলোচনায় আছেন নাঈম আর বিজয়। ঘরোয়া ক্রিকেটে ভালো করলে যে প্রশ্নটা অবধারিতভাবে আসে, তাঁদের সামনে খুলছে জাতীয় দলের দরজা? এই প্রশ্নে আপাতত নির্বাচকদের কাছ থেকে ‘হ্যাঁ-সূচক’ কোনো উত্তর মেলেনি। তাঁদের যুক্তি, এই মুহূর্তে বাংলাদেশের সামনে টেস্ট সিরিজ। ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটের পারফরম্যান্স ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে প্রভাব পড়বে না। কদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা টেস্ট সিরিজের দলে তাই পরিবর্তন আসার সম্ভাবনা ক্ষীণ। নির্বাচক প্যানেলের এক সদস্য গতকাল আজকের পত্রিকাকে বললেন, ‘টেস্টের সঙ্গে ৫০ ওভারের ক্রিকেটের কোনো সম্পর্ক নেই। আর লিগে কোন মাঠে কে কত রান করেছে, সেটাও কিন্তু দেখতে হবে। সবাই রান করছে। প্রায় প্রতিটি ম্যাচে দুটি করে সেঞ্চুরি হচ্ছে।’
টেস্টের সঙ্গে ৫০ ওভারের ক্রিকেটের সম্পর্ক না থাকলেও বিজয়-নাঈমের বাংলাদেশ ওয়ানডে দলের দরজাও খোলার সম্ভাবনা খুব একটা নেই। এ ক্ষেত্রে নির্বাচকদের যুক্তি, বাংলাদেশ ওয়ানডে দলটা অনেক দিন ধরেই ভারসাম্যপূর্ণ। সর্বশেষ দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতে আসা ওয়ানডে দলের বেশির ভাগই আছেন দারুণ ছন্দে। থিতু দলের কেউ চোট কিংবা অন্য কোনো কারণে বাদ না পড়লে নতুন করে কাউকে অন্তর্ভুক্ত করাটা যৌক্তিক মনে করেন না নির্বাচকেরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচক যেমন বললেন, ‘‘আমাদের যে ওয়ানডে দলটা আছে, সেখানে তাদের আসা কঠিন। তারা ‘এ’ দলে খেলতেই পারে। যেহেতু আলোচনা হচ্ছে জাতীয় দলে সুযোগ পাওয়ার ব্যাপারে, ওয়ানডে দলের বর্তমান সমন্বয় ভাঙার সুযোগ নেই। তবে তারা রান করছে, আমরা খুশি। মূল দলে কোনো বিকল্প লাগলে ওদের কাজে লাগানো যাবে।’’
তার মানে এই মুহূর্তে জাতীয় দলে না হলেও ৩০ ছুঁইছুঁই বিজয় কিংবা ৩৫ বছর বয়সী নাঈম বাংলাদেশ ‘এ’ দলে সুযোগ পেতে পারেন। আগামী জুনে জাতীয় দলের সঙ্গে ‘এ’ দল সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। সূত্র জানিয়েছে, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বাংলাদেশ শুরুতে খেলবে টেস্ট, এরপর টি-টোয়েন্টি। সফরের সবশেষে থাকবে ওয়ানডে। সর্বশেষ ২০১৮ সালের ক্যারিবীয় সফরে বাংলাদেশ দুটি টি-টোয়েন্টি খেলেছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। এবার অবশ্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কোনো ম্যাচ নেই। সব ম্যাচ ক্যারিবীয় দ্বীপপুঞ্জেই।
আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ আর জুনে ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে তিন সংস্করণে বাংলাদেশের তিন ধরনের দল, বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই দিনের ম্যাচের দল এ সপ্তাহেই চূড়ান্ত করে ফেলবেন নির্বাচকেরা। নির্বাচকেরা জানালেন, ঈদের আগেই ঘোষণা করা হবে শ্রীলঙ্কা সিরিজের দল।
নাঈম ইসলাম
৭৪৯ রান
১০ ম্যাচ
২ সেঞ্চুরি
৫ ফিফটি
৮৩.২২ গড়
এনামুল হক বিজয়
৭২৮ রান
১০ ম্যাচ
২ সেঞ্চুরি
৫ ফিফটি
৭২.৮০ গড়
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে