নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলায় অটোভ্যানচালক মহসিন আলী (২৪) খুনের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বুধবার বিকেল ও রাতে দুই ব্যক্তিকে উপজেলার কৃষ্ণপুর দক্ষিণপাড়া ও বগুড়ার সান্তাহার পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মহাদেবপুর উপজেলার কৃষ্ণপুর দক্ষিণপাড়া গ্রামের সাখাওয়াত হোসেন ওরফে জিয়া (৩৫) ও বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ইয়াড কলোনি এলাকার বাসিন্দা প্রদীপ চন্দ্র (৪৫)।
পুলিশের দাবি, পাওনা টাকা ফেরত না দেওয়ায় গ্রেপ্তার সাখাওয়াত হোসেন অটোভ্যানচালক মহসিন আলীকে হত্যা করে তাঁর অটোভ্যান ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে ছিনতাই করা সেই অটোভ্যানটি সান্তাহার পৌরসভার বাসিন্দা প্রদীপ চন্দ্রের কাছে বিক্রি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মান্নান মিয়া বলেন, উপজেলার আটুরা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মহসিন আলী গত ১৩ জানুয়ারি দুপুর ১২টার দিকে ভাড়ার উদ্দেশে তাঁর অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু না পেয়ে পরদিন মহাদেবপুর থানায় মহসিন আলীর বড় বোন মর্জিনা বেগম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের আট দিন পর ২১ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা উপজেলার হোসেনপুর এলাকার একটি হলুদের খেত থেকে মহসিন আলী অর্ধগলিত লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশটি লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় পর দিন ২২ জানুয়ারি নিহতের বড় বোন মর্জিনা বাদী হয়ে মহাদেবপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
পুলিশ সুপার আরও বলেন, অটো ভ্যানচালক মহসিন হত্যা মামলার তদন্তে নেমে পুলিশ জানতে পারে হত্যার ঘটনার দুই মাস আগে উপজেলার কৃষ্ণপুর দক্ষিণপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের কাছ থেকে তিনি টাকা ধার নিয়েছিলেন। পরবর্তীতে মহসিন আলী টাকা পরিশোধ না করায় সাখাওয়াত তাঁকে চাপ দিতে থাকেন। গত ১৩ জানুয়ারি দুপুরে সাখাওয়াত হোসেন জরুরি কথা আছে বলে মহসিনকে উপজেলার মাতাজিহাটে ডেকে নেন এবং মহিষবাথান মোড়ের অদূরে হোসেনপুর বালু পয়েন্ট এলাকায় যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে সাখাওয়াত ইট দিয়ে মহসিনের মাথায় আঘাত করে হত্যা করেন। পরে সেই বালু পয়েন্টের কাছে একটি হলুদখেতের ভেতরে পাতা দিয়ে মহসিনের লাশ ঢেকে রেখে ভ্যানটি নিয়ে যান সাখাওয়াত। পুলিশি তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বুধবার বিকেলে সাখাওয়াতকে মহাদেবপুর উপজেলার কৃষ্ণপুর দক্ষিণপাড়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে মহাদেবপুর থানা-পুলিশ।
জিজ্ঞাসাবাদে সাখাওয়াত হত্যার কথা স্বীকার করেন এবং ভ্যানটি সান্তাহারে প্রদীপ চন্দ্র নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়ার তথ্য দেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ার সান্তাহার পৌরসভার ইয়াড কলোনি এলাকার প্রদীপ চন্দ্রের বাড়ি থেকে ছিনতাই হওয়া ভ্যানটির অংশ উদ্ধার করে পুলিশ। আলামত নষ্ট করার অভিযোগে প্রদীপকে গ্রেপ্তার করে পুলিশ।
মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন বলেন, আসামিদের আদালতে নেওয়া হয়েছে। আদালতে আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলে তথ্য-প্রমাণ উদ্ধারের জন্য তাঁদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।
নওগাঁর মহাদেবপুর উপজেলায় অটোভ্যানচালক মহসিন আলী (২৪) খুনের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বুধবার বিকেল ও রাতে দুই ব্যক্তিকে উপজেলার কৃষ্ণপুর দক্ষিণপাড়া ও বগুড়ার সান্তাহার পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মহাদেবপুর উপজেলার কৃষ্ণপুর দক্ষিণপাড়া গ্রামের সাখাওয়াত হোসেন ওরফে জিয়া (৩৫) ও বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ইয়াড কলোনি এলাকার বাসিন্দা প্রদীপ চন্দ্র (৪৫)।
পুলিশের দাবি, পাওনা টাকা ফেরত না দেওয়ায় গ্রেপ্তার সাখাওয়াত হোসেন অটোভ্যানচালক মহসিন আলীকে হত্যা করে তাঁর অটোভ্যান ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে ছিনতাই করা সেই অটোভ্যানটি সান্তাহার পৌরসভার বাসিন্দা প্রদীপ চন্দ্রের কাছে বিক্রি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মান্নান মিয়া বলেন, উপজেলার আটুরা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মহসিন আলী গত ১৩ জানুয়ারি দুপুর ১২টার দিকে ভাড়ার উদ্দেশে তাঁর অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু না পেয়ে পরদিন মহাদেবপুর থানায় মহসিন আলীর বড় বোন মর্জিনা বেগম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের আট দিন পর ২১ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা উপজেলার হোসেনপুর এলাকার একটি হলুদের খেত থেকে মহসিন আলী অর্ধগলিত লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশটি লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় পর দিন ২২ জানুয়ারি নিহতের বড় বোন মর্জিনা বাদী হয়ে মহাদেবপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
পুলিশ সুপার আরও বলেন, অটো ভ্যানচালক মহসিন হত্যা মামলার তদন্তে নেমে পুলিশ জানতে পারে হত্যার ঘটনার দুই মাস আগে উপজেলার কৃষ্ণপুর দক্ষিণপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের কাছ থেকে তিনি টাকা ধার নিয়েছিলেন। পরবর্তীতে মহসিন আলী টাকা পরিশোধ না করায় সাখাওয়াত তাঁকে চাপ দিতে থাকেন। গত ১৩ জানুয়ারি দুপুরে সাখাওয়াত হোসেন জরুরি কথা আছে বলে মহসিনকে উপজেলার মাতাজিহাটে ডেকে নেন এবং মহিষবাথান মোড়ের অদূরে হোসেনপুর বালু পয়েন্ট এলাকায় যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে সাখাওয়াত ইট দিয়ে মহসিনের মাথায় আঘাত করে হত্যা করেন। পরে সেই বালু পয়েন্টের কাছে একটি হলুদখেতের ভেতরে পাতা দিয়ে মহসিনের লাশ ঢেকে রেখে ভ্যানটি নিয়ে যান সাখাওয়াত। পুলিশি তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বুধবার বিকেলে সাখাওয়াতকে মহাদেবপুর উপজেলার কৃষ্ণপুর দক্ষিণপাড়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে মহাদেবপুর থানা-পুলিশ।
জিজ্ঞাসাবাদে সাখাওয়াত হত্যার কথা স্বীকার করেন এবং ভ্যানটি সান্তাহারে প্রদীপ চন্দ্র নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়ার তথ্য দেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ার সান্তাহার পৌরসভার ইয়াড কলোনি এলাকার প্রদীপ চন্দ্রের বাড়ি থেকে ছিনতাই হওয়া ভ্যানটির অংশ উদ্ধার করে পুলিশ। আলামত নষ্ট করার অভিযোগে প্রদীপকে গ্রেপ্তার করে পুলিশ।
মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন বলেন, আসামিদের আদালতে নেওয়া হয়েছে। আদালতে আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলে তথ্য-প্রমাণ উদ্ধারের জন্য তাঁদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে