নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড পরিচালিত ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডটকমের কাছে পাওনা ২০০ কোটি টাকা ফেরত চেয়েছেন ধামাকার পণ্য সরবরাহকারীরা। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড, সেলার অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ অর্থ ফেরতের দাবি জানান তাঁরা।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সেলার অ্যাসোসিয়েশনের গণযোগাযোগ সমন্বয়ক জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘গত বছরের ডিসেম্বর থেকে ধামাকা শপিং ডটকমের নির্দেশনা ও চুক্তি অনুযায়ী আমরা পণ্য সরবরাহ করে যাচ্ছিলাম। চুক্তিতে স্পষ্ট লেখা ছিল, পণ্য সরবরাহ করে বা ধামাকার নির্দেশিত গ্রাহকদের পণ্য দিয়ে বিল সাবমিট করার ১০ দিনের মধ্যে ধামাকা পাওনা অর্থ পরিশোধ করবে। কিন্তু সে ১০ দিনের জায়গায় ইতিমধ্যে ১৬০ দিন অতিবাহিত হয়েছে। চলতি বছরের এপ্রিল থেকে ধামাকার নির্দেশিত গ্রাহকদের কাছে পণ্য সরবরাহ বাবদ সেলারদের পাওনা প্রায় ২০০ কোটি টাকা।’
জাহিদুল আরও বলেন, ‘যুব ও এসএমই ব্যবসায়ী হিসেবে আমরা আমাদের শেষ সম্বল, আত্মীয়স্বজন ও ব্যাংক থেকে ঋণ নিয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করে আজ রাস্তার ফকির ও নিঃস্ব হয়ে গিয়েছি। পাওনা অর্থ উদ্ধারের জন্য প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগ করেও মালিক পক্ষের কারও সঙ্গে সরাসরি কোনো সাক্ষাৎ বা সমাধান পাইনি। এমনকি কোম্পানির চেয়ারম্যান ডা. এম আলীর সঙ্গে সরাসরি সাক্ষাতের জন্য তাঁর বাসভবনে যাওয়ার পরও তিনি সেলারদের সঙ্গে দেখা করেননি। এ সময় তিনি ধামাকার সেলার বা মার্চেন্ট হিসেবে প্রায় ৬৫০ জন এসএমই উদ্যোক্তা কোম্পানির সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।
এ সময় সেলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধামাকা কর্তৃপক্ষ এবং সরকারের কাছে দুই দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, ধামাকা শপিং ডটকমের চেয়ারম্যান ডা. এম আলী সেলারদের পাওনা অর্থ ফেরতদান ও গ্রাহকদের পণ্য সরবরাহ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। সেলার এবং তিন লক্ষাধিক গ্রাহকের মানবিক দিক বিবেচনা করে ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের ব্যাংক হিসাব খুলে দেওয়াসহ ধামাকা সম্পর্কে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে।
এসব দাবি পূরণ করতে ধামাকার চেয়ারম্যান এম আলী এবং ব্যবস্থাপনা পরিচালকে জসিম উদ্দীন চিশতীকে পাঁচ দিন সময় বেঁধে দিয়েছে সেলার অ্যাসোসিয়েশন। অন্যথায় সমস্যা সমাধানে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম ইমন। এ সময় তিনি সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড পরিচালিত ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডটকমের কাছে পাওনা ২০০ কোটি টাকা ফেরত চেয়েছেন ধামাকার পণ্য সরবরাহকারীরা। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড, সেলার অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ অর্থ ফেরতের দাবি জানান তাঁরা।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সেলার অ্যাসোসিয়েশনের গণযোগাযোগ সমন্বয়ক জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘গত বছরের ডিসেম্বর থেকে ধামাকা শপিং ডটকমের নির্দেশনা ও চুক্তি অনুযায়ী আমরা পণ্য সরবরাহ করে যাচ্ছিলাম। চুক্তিতে স্পষ্ট লেখা ছিল, পণ্য সরবরাহ করে বা ধামাকার নির্দেশিত গ্রাহকদের পণ্য দিয়ে বিল সাবমিট করার ১০ দিনের মধ্যে ধামাকা পাওনা অর্থ পরিশোধ করবে। কিন্তু সে ১০ দিনের জায়গায় ইতিমধ্যে ১৬০ দিন অতিবাহিত হয়েছে। চলতি বছরের এপ্রিল থেকে ধামাকার নির্দেশিত গ্রাহকদের কাছে পণ্য সরবরাহ বাবদ সেলারদের পাওনা প্রায় ২০০ কোটি টাকা।’
জাহিদুল আরও বলেন, ‘যুব ও এসএমই ব্যবসায়ী হিসেবে আমরা আমাদের শেষ সম্বল, আত্মীয়স্বজন ও ব্যাংক থেকে ঋণ নিয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করে আজ রাস্তার ফকির ও নিঃস্ব হয়ে গিয়েছি। পাওনা অর্থ উদ্ধারের জন্য প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগ করেও মালিক পক্ষের কারও সঙ্গে সরাসরি কোনো সাক্ষাৎ বা সমাধান পাইনি। এমনকি কোম্পানির চেয়ারম্যান ডা. এম আলীর সঙ্গে সরাসরি সাক্ষাতের জন্য তাঁর বাসভবনে যাওয়ার পরও তিনি সেলারদের সঙ্গে দেখা করেননি। এ সময় তিনি ধামাকার সেলার বা মার্চেন্ট হিসেবে প্রায় ৬৫০ জন এসএমই উদ্যোক্তা কোম্পানির সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।
এ সময় সেলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধামাকা কর্তৃপক্ষ এবং সরকারের কাছে দুই দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, ধামাকা শপিং ডটকমের চেয়ারম্যান ডা. এম আলী সেলারদের পাওনা অর্থ ফেরতদান ও গ্রাহকদের পণ্য সরবরাহ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। সেলার এবং তিন লক্ষাধিক গ্রাহকের মানবিক দিক বিবেচনা করে ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের ব্যাংক হিসাব খুলে দেওয়াসহ ধামাকা সম্পর্কে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে।
এসব দাবি পূরণ করতে ধামাকার চেয়ারম্যান এম আলী এবং ব্যবস্থাপনা পরিচালকে জসিম উদ্দীন চিশতীকে পাঁচ দিন সময় বেঁধে দিয়েছে সেলার অ্যাসোসিয়েশন। অন্যথায় সমস্যা সমাধানে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম ইমন। এ সময় তিনি সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে