মুক্তিযুদ্ধের যাত্রাপালা ‘আপন ভাই’ মঞ্চস্থ

জাককানইবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২২, ১৩: ৪৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষার্থীদের অভিনয়ে যাত্রাপালা ‘আপন ভাই’ মঞ্চস্থ 
হয়েছে। গত সোমবার রাতে কলকাতার জাহ্নবী নাট্যমেলায় মুক্তিযুদ্ধভিত্তিক যাত্রাপালাটি প্রদর্শিত হয়।

জাহ্নবী সাংস্কৃতিক চক্র এর আয়োজন করে। আব্দুল আওয়াল সরকার রচিত যাত্রাটির নির্দেশনায় ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষক ড. সৈয়দ মামুন রেজা।

যাত্রা পালাটির নির্দেশক ড. সৈয়দ মামুন রেজা বলেন, যাত্রা বাঙালির একান্ত নিজস্ব নাট্যসম্পদ। তবে দুঃখের বিষয় হলেও সত্য, যাত্রার মতো এত শক্তিশালী শিল্পমাধ্যম ক্রমশ আবেদন হারাচ্ছে। যদিও একসময় যাত্রাশিল্প বাংলাদেশের বৃহত্তর সমাজ তথা গ্রামবাংলার সর্বস্তরের মানুষের কাছে ছিল বিনোদন, শিক্ষা ও সংস্কৃতি চর্চার প্রধানতম শিল্পমাধ্যম। 
বাঙালির দেশপ্রেম, ইতিহাসের পাঠ, বিপ্লবী চেতনা, নৈতিক মূল্যবোধ এবং অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী চেতনা ধারণে যাত্রাশিল্পের ভূমিকা অনস্বীকার্য।

যাত্রাপালায় মঞ্চ পরিকল্পনায় ছিলেন ড. মো. কামাল উদ্দীন, পোশাক পরিকল্পনায় নুসরাত শারমিন এবং আলোক পরিকল্পনায় ছিলেন মো. মেহেদী তানজির। পোস্টার ডিজাইন চারু পিন্টু। এতে অভিনয় করেন শাহীন হোসেন সাজ্জাদ, আল মেহেদী হাসান, মামুন মিয়া, মো হুমায়ুন কবির, হুমায়রা আক্তার, রাফাত আফরিন রমা, সাকলাইন আরাফাত, মো. নাঈম, সাদমান সাকিব, মো. সাকিব, ফুয়াদ পার্থ, সুমাইয়া আফরিনসহ অনেকে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত