মিনহাজ তুহিন, চবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘সিন্ডিকেট’। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ এই সিন্ডিকেটের মাধ্যমে নেওয়া হয়। সিন্ডিকেটে ছয়টি পদে শিক্ষকদের ভোটে নির্বাচিত সদস্যরা প্রতিনিধিত্ব করেন। তবে দীর্ঘদিন ধরে এই ছয় পদে নির্বাচন না হওয়ায় পদগুলো শূন্য হয়ে আছে। জ্যেষ্ঠ শিক্ষকদের অভিযোগ, সিন্ডিকেটে নিজেদের আধিপত্য ধরে রাখতে নির্বাচন দিচ্ছে না প্রশাসন।
গত বৃহস্পতিবার অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে নির্বাচন দিতে উপাচার্যের কাছে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। চিঠিতে বলা হয়, দীর্ঘদিন ধরে সিন্ডিকেটে বিভিন্ন ক্যাটাগরির শিক্ষক প্রতিনিধি নির্বাচনের জন্য শিক্ষক সমিতির পক্ষ থেকে জোর দাবি জানানো হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
শিক্ষক প্রতিনিধি না থাকায় শিক্ষকদের দাবি ও অধিকার সিন্ডিকেট সভায় যথাযথ গুরুত্ব পাচ্ছে না। এমতাবস্থায় আগামী এক মাস তথা ২ ডিসেম্বরের মধ্যে সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠানের জন্য শিক্ষক সমিতি প্রশাসনের কাছে পুনরায় জোর দাবি জানাচ্ছে।
জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ২৫ (বি) ধারা অনুযায়ী সিন্ডিকেটে ডিন, প্রভোস্ট, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরির ছয়টি পদে শিক্ষকদের নির্বাচিত সদস্যরা প্রতিনিধিত্ব করেন। বর্তমানে যার ছয়টি পদই শূন্য রয়েছে। এদের মধ্যে ডিন ও প্রভোস্ট প্রতিনিধি নির্বাচন না হওয়ায় শূন্য। এ ছাড়া অধ্যাপক ক্যাটাগরির প্রতিনিধি অবসরে যাওয়া, সহযোগী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরির প্রতিনিধি পদোন্নতি পাওয়া ও সহকারী অধ্যাপক ক্যাটাগরির প্রতিনিধি শিক্ষাছুটিতে যাওয়ায় এই চারটি পদ কয়েক বছর ধরে শূন্য। সর্বশেষ এই চার ক্যাটাগরির নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ৩ ডিসেম্বর।
শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, সিন্ডিকেটে শিক্ষকদের স্বার্থ, অধিকার, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, ভাবমূর্তি, গবেষণা নিয়ে বেশি কাজ করতে পারেন নির্বাচিত প্রতিনিধিরা। দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য থাকায় বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকেরা বৈষম্যের শিকার হন।
এ দিকে সিন্ডিকেটে ডিন ক্যাটাগরিতে নির্বাচন দিতে গত ১২ অক্টোবর উপাচার্যকে চিঠি দিয়েছেন সব অনুষদের ডিন। কিন্তু চিঠি দেওয়ার ২২ দিন পরও নির্বাচনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
গত বৃহস্পতিবার এক সভায় এ বিষয়ে উপাচার্যের কাছে জানতে চান ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক হেলাল উদ্দীন নিজামী। এ সময় উপাচার্য বসা থেকে উঠে ডিনকে শাসাতে থাকেন এবং নির্বাচন দেবেন না বলে জানান। দুটি অনুষদের ডিন আজকের পত্রিকাকে বিষয়টি জানিয়েছেন।
এ বিষয়ে অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি (উপাচার্য) আইন ও স্বচ্ছতার শাসনে বিশ্বাসী নন। তিনি আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। তাঁকে যখন জিজ্ঞেস করলাম নির্বাচনের জন্য স্মারকলিপি দেওয়ার পরও আপনি কেন নির্বাচন দিচ্ছেন না? উনি চিল্লাচিল্লি ও অশোভন আচরণ শুরু করলেন।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্ডিকেট নির্বাচন দেওয়ার বিষয়ে আমাদের অবশ্যই চিন্তাভাবনা আছে।’ এ বিষয়ে তিনি উপাচার্যের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
তবে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘সিন্ডিকেট’। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ এই সিন্ডিকেটের মাধ্যমে নেওয়া হয়। সিন্ডিকেটে ছয়টি পদে শিক্ষকদের ভোটে নির্বাচিত সদস্যরা প্রতিনিধিত্ব করেন। তবে দীর্ঘদিন ধরে এই ছয় পদে নির্বাচন না হওয়ায় পদগুলো শূন্য হয়ে আছে। জ্যেষ্ঠ শিক্ষকদের অভিযোগ, সিন্ডিকেটে নিজেদের আধিপত্য ধরে রাখতে নির্বাচন দিচ্ছে না প্রশাসন।
গত বৃহস্পতিবার অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে নির্বাচন দিতে উপাচার্যের কাছে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। চিঠিতে বলা হয়, দীর্ঘদিন ধরে সিন্ডিকেটে বিভিন্ন ক্যাটাগরির শিক্ষক প্রতিনিধি নির্বাচনের জন্য শিক্ষক সমিতির পক্ষ থেকে জোর দাবি জানানো হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
শিক্ষক প্রতিনিধি না থাকায় শিক্ষকদের দাবি ও অধিকার সিন্ডিকেট সভায় যথাযথ গুরুত্ব পাচ্ছে না। এমতাবস্থায় আগামী এক মাস তথা ২ ডিসেম্বরের মধ্যে সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠানের জন্য শিক্ষক সমিতি প্রশাসনের কাছে পুনরায় জোর দাবি জানাচ্ছে।
জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ২৫ (বি) ধারা অনুযায়ী সিন্ডিকেটে ডিন, প্রভোস্ট, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরির ছয়টি পদে শিক্ষকদের নির্বাচিত সদস্যরা প্রতিনিধিত্ব করেন। বর্তমানে যার ছয়টি পদই শূন্য রয়েছে। এদের মধ্যে ডিন ও প্রভোস্ট প্রতিনিধি নির্বাচন না হওয়ায় শূন্য। এ ছাড়া অধ্যাপক ক্যাটাগরির প্রতিনিধি অবসরে যাওয়া, সহযোগী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরির প্রতিনিধি পদোন্নতি পাওয়া ও সহকারী অধ্যাপক ক্যাটাগরির প্রতিনিধি শিক্ষাছুটিতে যাওয়ায় এই চারটি পদ কয়েক বছর ধরে শূন্য। সর্বশেষ এই চার ক্যাটাগরির নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ৩ ডিসেম্বর।
শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, সিন্ডিকেটে শিক্ষকদের স্বার্থ, অধিকার, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, ভাবমূর্তি, গবেষণা নিয়ে বেশি কাজ করতে পারেন নির্বাচিত প্রতিনিধিরা। দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য থাকায় বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকেরা বৈষম্যের শিকার হন।
এ দিকে সিন্ডিকেটে ডিন ক্যাটাগরিতে নির্বাচন দিতে গত ১২ অক্টোবর উপাচার্যকে চিঠি দিয়েছেন সব অনুষদের ডিন। কিন্তু চিঠি দেওয়ার ২২ দিন পরও নির্বাচনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
গত বৃহস্পতিবার এক সভায় এ বিষয়ে উপাচার্যের কাছে জানতে চান ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক হেলাল উদ্দীন নিজামী। এ সময় উপাচার্য বসা থেকে উঠে ডিনকে শাসাতে থাকেন এবং নির্বাচন দেবেন না বলে জানান। দুটি অনুষদের ডিন আজকের পত্রিকাকে বিষয়টি জানিয়েছেন।
এ বিষয়ে অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি (উপাচার্য) আইন ও স্বচ্ছতার শাসনে বিশ্বাসী নন। তিনি আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। তাঁকে যখন জিজ্ঞেস করলাম নির্বাচনের জন্য স্মারকলিপি দেওয়ার পরও আপনি কেন নির্বাচন দিচ্ছেন না? উনি চিল্লাচিল্লি ও অশোভন আচরণ শুরু করলেন।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্ডিকেট নির্বাচন দেওয়ার বিষয়ে আমাদের অবশ্যই চিন্তাভাবনা আছে।’ এ বিষয়ে তিনি উপাচার্যের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
তবে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে