গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় আগুনে পুড়ে আসমা বেগম (৩৫) নামে এক নারীর ভাড়া ঘর পুড়ে হয়ে গেছে। গত সোমবার রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত আসমা বেগম ওহাব হাওলাদারের বাড়িতে ভাড়া থাকতেন। ওহাব হাওলাদার গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা।
স্থানীয়রা বলেন, রান্নাঘর থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে। এলাকাবাসী আসমা বেগমকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে আসমা বেগম বলেন, ‘আমার স্বামীর মৃত্যুর পরে আমি দুই কন্যাসন্তান নিয়ে এই ঘরে ভাড়া থাকতাম। আমার দুই মেয়ের বিয়ের পর মেয়ের জামাইদের বিভিন্ন মালামাল এ ঘরে ছিল। গতকাল রাতে আমি দোতলার ঘরে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙে যায়। পরে আমি দোতলার সিঁড়ি বেয়ে নিচে নামতে গেলে আগুনের তাপে ওপর থেকে নিচে পড়ে যাই। এতে আমার কোমর ও পায়ের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা পেয়েছি।’
আসমা বেগম আরও বলেন, ‘আমার ঘরের ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বনাশা আগুন আমার সব কেড়ে নিল। আমি এখন পথে বসে গেলাম। ’
গলাচিপা ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামাল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আঁখি হাওলাদার ও পৌর মেয়র আহসানুল হক তুহিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে অফিস সূত্রে জানা গেছে।
পটুয়াখালীর গলাচিপায় আগুনে পুড়ে আসমা বেগম (৩৫) নামে এক নারীর ভাড়া ঘর পুড়ে হয়ে গেছে। গত সোমবার রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত আসমা বেগম ওহাব হাওলাদারের বাড়িতে ভাড়া থাকতেন। ওহাব হাওলাদার গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা।
স্থানীয়রা বলেন, রান্নাঘর থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে। এলাকাবাসী আসমা বেগমকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে আসমা বেগম বলেন, ‘আমার স্বামীর মৃত্যুর পরে আমি দুই কন্যাসন্তান নিয়ে এই ঘরে ভাড়া থাকতাম। আমার দুই মেয়ের বিয়ের পর মেয়ের জামাইদের বিভিন্ন মালামাল এ ঘরে ছিল। গতকাল রাতে আমি দোতলার ঘরে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙে যায়। পরে আমি দোতলার সিঁড়ি বেয়ে নিচে নামতে গেলে আগুনের তাপে ওপর থেকে নিচে পড়ে যাই। এতে আমার কোমর ও পায়ের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা পেয়েছি।’
আসমা বেগম আরও বলেন, ‘আমার ঘরের ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বনাশা আগুন আমার সব কেড়ে নিল। আমি এখন পথে বসে গেলাম। ’
গলাচিপা ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামাল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আঁখি হাওলাদার ও পৌর মেয়র আহসানুল হক তুহিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে অফিস সূত্রে জানা গেছে।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে