আজকের পত্রিকা ডেস্ক
রংপুরে ঈদের বাজার শেষে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী নৈশকোচ ও ব্যাটারিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। এ ছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও আটজন নিহত হয়েছেন। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে।
রংপুর: যাত্রীবাহী নৈশকোচ ও ব্যাটারিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ থানাধীন নব্দীগঞ্জ বাজারসংলগ্ন কলোনিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন জেলার কাউনিয়া উপজেলার পূর্ব চানপাড়া গ্রামের নাহিদ, জুনু মিয়া ও অটোচালক রবিউল ইসলাম। মাহিগঞ্জ থানার ওসি রওশন কবির বলেন, অটোতে থাকা যাত্রীরা ঈদের বাজার শেষে অটোতে করে বাড়ি ফিরছিলেন।
গোপালগঞ্জ: জেলার মুকসুদপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কে মুকসুদপুরের গোহালা ইউনিয়নের গয়লাকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো মুকসুদপুর উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর এলাকার মৃত মোফাজ্জেল মাতুব্বরের ছেলে মোটরসাইকেলচালক মো. ফায়েজুল মাতুব্বর (১৭) ও একই গ্রামের ওমর আলী শেখের ছেলে মোটরসাইকেল আরোহী মো. হাফিজুল শেখ (১৮)।
গাজীপুর: মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে চলমান বিআরটিএ প্রকল্পে কাজ করার সময় কাভার্ড ভ্যানচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম লাভলু (৩১)। তিনি রংপুর জেলার মিঠাপুকুরের বাসিন্দা। জিএমপি বাসন থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, বাসন থানা-পুলিশ লাশ উদ্ধার করেছে। পালিয়ে যাওয়ার সময় কাভার্ড ভ্যানসহ চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নারায়ণগঞ্জ: ফতুল্লার ভুইগড় এলাকায় যাত্রীবাহী বাসের পেছনে সিএনজিচালিত ইজিবাইকের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাজহারুল ইসলাম বাবলু (৪০)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার নয়াকান্দি গ্রামের জাহেদ আলীর ছেলে। তিনি পল্লি দারিদ্র্যবিমোচন ফাউন্ডেশনে কর্মরত ছিলেন।
রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে যাত্রীবাহী বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে রাইসা নামের ৮ মাস বয়সী এক শিশুকন্যা নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাউজান পৌরসভার চারাবটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাইসা উপজেলার ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের আধারমানিক এলাকার মোহাম্মদ এমদাদের মেয়ে।
এ ছাড়া টাঙ্গাইলের সখীপুরে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে এক যুবক, নওগাঁর মান্দায় মালবোঝাই পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ মাস বয়সী এক শিশু, এবং পটুয়াখালীর মির্জাগঞ্জে চলন্ত ইজিবাইক থেকে পড়ে এক নারী নিহত হয়েছেন।
রংপুরে ঈদের বাজার শেষে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী নৈশকোচ ও ব্যাটারিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। এ ছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও আটজন নিহত হয়েছেন। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে।
রংপুর: যাত্রীবাহী নৈশকোচ ও ব্যাটারিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ থানাধীন নব্দীগঞ্জ বাজারসংলগ্ন কলোনিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন জেলার কাউনিয়া উপজেলার পূর্ব চানপাড়া গ্রামের নাহিদ, জুনু মিয়া ও অটোচালক রবিউল ইসলাম। মাহিগঞ্জ থানার ওসি রওশন কবির বলেন, অটোতে থাকা যাত্রীরা ঈদের বাজার শেষে অটোতে করে বাড়ি ফিরছিলেন।
গোপালগঞ্জ: জেলার মুকসুদপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কে মুকসুদপুরের গোহালা ইউনিয়নের গয়লাকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো মুকসুদপুর উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর এলাকার মৃত মোফাজ্জেল মাতুব্বরের ছেলে মোটরসাইকেলচালক মো. ফায়েজুল মাতুব্বর (১৭) ও একই গ্রামের ওমর আলী শেখের ছেলে মোটরসাইকেল আরোহী মো. হাফিজুল শেখ (১৮)।
গাজীপুর: মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে চলমান বিআরটিএ প্রকল্পে কাজ করার সময় কাভার্ড ভ্যানচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম লাভলু (৩১)। তিনি রংপুর জেলার মিঠাপুকুরের বাসিন্দা। জিএমপি বাসন থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, বাসন থানা-পুলিশ লাশ উদ্ধার করেছে। পালিয়ে যাওয়ার সময় কাভার্ড ভ্যানসহ চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নারায়ণগঞ্জ: ফতুল্লার ভুইগড় এলাকায় যাত্রীবাহী বাসের পেছনে সিএনজিচালিত ইজিবাইকের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাজহারুল ইসলাম বাবলু (৪০)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার নয়াকান্দি গ্রামের জাহেদ আলীর ছেলে। তিনি পল্লি দারিদ্র্যবিমোচন ফাউন্ডেশনে কর্মরত ছিলেন।
রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে যাত্রীবাহী বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে রাইসা নামের ৮ মাস বয়সী এক শিশুকন্যা নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাউজান পৌরসভার চারাবটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাইসা উপজেলার ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের আধারমানিক এলাকার মোহাম্মদ এমদাদের মেয়ে।
এ ছাড়া টাঙ্গাইলের সখীপুরে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে এক যুবক, নওগাঁর মান্দায় মালবোঝাই পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ মাস বয়সী এক শিশু, এবং পটুয়াখালীর মির্জাগঞ্জে চলন্ত ইজিবাইক থেকে পড়ে এক নারী নিহত হয়েছেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪