মাগুরা প্রতিনিধি
মাগুরা সিভিল সার্জনের অভিযানে ১৫টি অনিবন্ধিত ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকাল শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব অনিবন্ধিত ক্লিনিক ও হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়।
এদিন শহরের ভায়না, সরকারি কলেজ রোড, ঢাকা রোড, নতুন বাজার, স্টেডিয়াম গেটসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ ছাড়া শহর এলাকা বাদেও জেলার শালিখা উপজেলায় স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে দিনভর এ অভিযান চলেছে।
অভিযানের বিষয়ে জেলা সিভিল সার্জন শহিদুল্লাহ দেওয়ান বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ সারা দেশের মতো জেলা জুড়ে অবৈধ প্রাইভেট হাসপাতালের তালিকা তৈরি করে অভিযান চালানো হচ্ছে।’
শহিদুল্লাহ দেওয়ান বলেন, ‘আমাদের কাছে কয়েক বছর আগের তথ্য ছিল মোট ১৪১টি হাসপাতাল ক্লিনিক আছে মাগুরায়। এখন মাঠে নেমে দেখি এর থেকে অনেক বেশি সংখ্যক অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিকের হাট বসেছে। যাদের কোনো কাগজপত্র নেই। স্থানীয় পর্যায়ে তাঁদের প্রভাব আছে। এ জন্য অনেকে বিষয়টা চাপাচাপি করেন।’
শহিদুল্লাহ দেওয়ান আরও জানান, ‘অনিবন্ধিত হলেই বন্ধ করে দেওয়া হচ্ছে। শনিবার উপজেলায় অভিযানে মোট ১৫টি বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে।’
মাগুরার সিভিল সার্জন অভিযানে ‘আরও অনিবন্ধিত প্রতিষ্ঠান আছে। পর্যায় ক্রমে তা বন্ধ করার কাজ চলমান। এ অভিযান অব্যাহত থাকবে। তবে এই মুহূর্তে বলা যাচ্ছে না ঠিক কতটা সংখ্যা। কারণ গোপনে অনেকে এসব ব্যবসা করছেন।’
শহিদুল্লাহ দেওয়ান আরও বলেন, ‘যেসব হাসপাতাল ও ফার্মেসির নিবন্ধন নেই সেইসব প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। সরকারি নিবন্ধন পেলে সেগুলো চালু করতে পারবে। জেলার সব ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টারের বৈধতা যাচাই করা হচ্ছে।’
গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিপ্তর থেকে ৭২ ঘণ্টার (তিন দিন) মধ্যে সারা দেশের অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়। দেশের সব জেলা সিভিল সার্জন দপ্তরের ন্যায় মাগুরাতেও এ নির্দেশনা আসে। এরপরই জেলাজুড়ে অভিযানে নামে সিভিল সার্জন দপ্তর।
মাগুরা সিভিল সার্জনের অভিযানে ১৫টি অনিবন্ধিত ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকাল শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব অনিবন্ধিত ক্লিনিক ও হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়।
এদিন শহরের ভায়না, সরকারি কলেজ রোড, ঢাকা রোড, নতুন বাজার, স্টেডিয়াম গেটসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ ছাড়া শহর এলাকা বাদেও জেলার শালিখা উপজেলায় স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে দিনভর এ অভিযান চলেছে।
অভিযানের বিষয়ে জেলা সিভিল সার্জন শহিদুল্লাহ দেওয়ান বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ সারা দেশের মতো জেলা জুড়ে অবৈধ প্রাইভেট হাসপাতালের তালিকা তৈরি করে অভিযান চালানো হচ্ছে।’
শহিদুল্লাহ দেওয়ান বলেন, ‘আমাদের কাছে কয়েক বছর আগের তথ্য ছিল মোট ১৪১টি হাসপাতাল ক্লিনিক আছে মাগুরায়। এখন মাঠে নেমে দেখি এর থেকে অনেক বেশি সংখ্যক অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিকের হাট বসেছে। যাদের কোনো কাগজপত্র নেই। স্থানীয় পর্যায়ে তাঁদের প্রভাব আছে। এ জন্য অনেকে বিষয়টা চাপাচাপি করেন।’
শহিদুল্লাহ দেওয়ান আরও জানান, ‘অনিবন্ধিত হলেই বন্ধ করে দেওয়া হচ্ছে। শনিবার উপজেলায় অভিযানে মোট ১৫টি বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে।’
মাগুরার সিভিল সার্জন অভিযানে ‘আরও অনিবন্ধিত প্রতিষ্ঠান আছে। পর্যায় ক্রমে তা বন্ধ করার কাজ চলমান। এ অভিযান অব্যাহত থাকবে। তবে এই মুহূর্তে বলা যাচ্ছে না ঠিক কতটা সংখ্যা। কারণ গোপনে অনেকে এসব ব্যবসা করছেন।’
শহিদুল্লাহ দেওয়ান আরও বলেন, ‘যেসব হাসপাতাল ও ফার্মেসির নিবন্ধন নেই সেইসব প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। সরকারি নিবন্ধন পেলে সেগুলো চালু করতে পারবে। জেলার সব ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টারের বৈধতা যাচাই করা হচ্ছে।’
গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিপ্তর থেকে ৭২ ঘণ্টার (তিন দিন) মধ্যে সারা দেশের অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়। দেশের সব জেলা সিভিল সার্জন দপ্তরের ন্যায় মাগুরাতেও এ নির্দেশনা আসে। এরপরই জেলাজুড়ে অভিযানে নামে সিভিল সার্জন দপ্তর।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে