ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে পুরাতন ধলেশ্বরী নদীর ওপর নির্মিত পেঁচারকান্দা সেতুর সংযোগ সড়কের মাটি সরে গর্তের তৈরি হয়েছে। এতে যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে বিভিন্ন যানবাহনের চালক ও স্থানীয় বাসিন্দাদের। এই সেতু দিয়ে উপজেলার তিনটি ইউনিয়নের ১৫টি গ্রামের হাজারো মানুষ চলাচল করেন বলে জানা গেছে। ভাঙনের হাত থেকে সেতু রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, ২০০৮ সালে এক কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পেঁচারকাদা সেতু নির্মাণ করা হয়। নির্মাণের বছর তিনেক পরই সেতুর পাদদেশের পিলার ক্ষতিগ্রস্ত হয়। পর্যায়ক্রমে সেতুর দুপাশের সংযোগ সড়কের প্রবেশ মুখে মাটি সরে গর্তের সৃষ্টি হয়। গত কয়েক দিন ধরে ধলেশ্বরীতে পানি বৃদ্ধির ফলে পেঁচারকান্দা সেতুর অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। সংযোগ সড়কের ভাঙনকবলিত স্থান দ্রুত সংস্কার না করলে সেতুটি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিন দেখা যায়, সেতুর গোড়ার মাটি সরে গিয়ে গর্তের তৈরি হয়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা লাল কাপড়ের নিশানা দিয়ে ভাঙা অংশ চিহ্নিত করে রেখেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সেতুর ঢাল বেয়ে নামার সময় ভাঙা অংশে নিয়ন্ত্রণ হারিয়ে গত এক মাসে যানবাহন উল্টে কমপক্ষে ২০ ব্যক্তি আহত হয়েছেন। সেতুর ওপর দিয়ে চলাচল করা উপজেলার পেঁচারকান্দা, চরবেনোরা, চনকুণ্ডো, রামেশ্বরুপট্টি, সড়কঘটা, আশাপুর, কামারভাগী, টেপড়ি, সাইজেরি, কাউটিয়া, বামনা, সিংজুরি ইউনিয়নের ১০ হাজারের বেশি মানুষ বিপাকে পড়েছেন।
এ বিষয়ে স্থানীয় সাঈদ হাসান মুকুল বলেন, ‘দ্রুত পদক্ষেপ না নিলে এই সেতু বা সড়কের মারাত্মক ক্ষতির সম্ভাবনা রয়েছে।’
বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আওয়াল খান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় ১০টি গ্রামে প্রবেশের এটাই একমাত্র সড়ক ও সেতু। প্রতিদিন হাজারো মানুষ এই সেতুর ওপর দিয়ে চলাচল করে থাকেন। সেতুর সংযোগ সড়কে ভাঙনের বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী সাজ্জাকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ভাঙনের খবর পেয়েছি। যত দ্রুত সম্ভব ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’
মানিকগঞ্জের ঘিওরে পুরাতন ধলেশ্বরী নদীর ওপর নির্মিত পেঁচারকান্দা সেতুর সংযোগ সড়কের মাটি সরে গর্তের তৈরি হয়েছে। এতে যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে বিভিন্ন যানবাহনের চালক ও স্থানীয় বাসিন্দাদের। এই সেতু দিয়ে উপজেলার তিনটি ইউনিয়নের ১৫টি গ্রামের হাজারো মানুষ চলাচল করেন বলে জানা গেছে। ভাঙনের হাত থেকে সেতু রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, ২০০৮ সালে এক কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পেঁচারকাদা সেতু নির্মাণ করা হয়। নির্মাণের বছর তিনেক পরই সেতুর পাদদেশের পিলার ক্ষতিগ্রস্ত হয়। পর্যায়ক্রমে সেতুর দুপাশের সংযোগ সড়কের প্রবেশ মুখে মাটি সরে গর্তের সৃষ্টি হয়। গত কয়েক দিন ধরে ধলেশ্বরীতে পানি বৃদ্ধির ফলে পেঁচারকান্দা সেতুর অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। সংযোগ সড়কের ভাঙনকবলিত স্থান দ্রুত সংস্কার না করলে সেতুটি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিন দেখা যায়, সেতুর গোড়ার মাটি সরে গিয়ে গর্তের তৈরি হয়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা লাল কাপড়ের নিশানা দিয়ে ভাঙা অংশ চিহ্নিত করে রেখেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সেতুর ঢাল বেয়ে নামার সময় ভাঙা অংশে নিয়ন্ত্রণ হারিয়ে গত এক মাসে যানবাহন উল্টে কমপক্ষে ২০ ব্যক্তি আহত হয়েছেন। সেতুর ওপর দিয়ে চলাচল করা উপজেলার পেঁচারকান্দা, চরবেনোরা, চনকুণ্ডো, রামেশ্বরুপট্টি, সড়কঘটা, আশাপুর, কামারভাগী, টেপড়ি, সাইজেরি, কাউটিয়া, বামনা, সিংজুরি ইউনিয়নের ১০ হাজারের বেশি মানুষ বিপাকে পড়েছেন।
এ বিষয়ে স্থানীয় সাঈদ হাসান মুকুল বলেন, ‘দ্রুত পদক্ষেপ না নিলে এই সেতু বা সড়কের মারাত্মক ক্ষতির সম্ভাবনা রয়েছে।’
বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আওয়াল খান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় ১০টি গ্রামে প্রবেশের এটাই একমাত্র সড়ক ও সেতু। প্রতিদিন হাজারো মানুষ এই সেতুর ওপর দিয়ে চলাচল করে থাকেন। সেতুর সংযোগ সড়কে ভাঙনের বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী সাজ্জাকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ভাঙনের খবর পেয়েছি। যত দ্রুত সম্ভব ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে