বিনোদন ডেস্ক
প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। সিনেমার নাম ‘ফাইটার’। ভারতের প্রথম অ্যারিয়াল অ্যাকশন ড্রামা হতে চলেছে সিনেমাটি। মানে বেশির ভাগ অ্যাকশন থাকবে আকাশে। ‘ফাইটার’-এর শুটিং হবে বিশ্বের পাঁচটি দেশে। সারা বিশ্বের দর্শকদের কথা মাথায় রেখে শুটিংয়ে ব্যবহার করা হবে সর্বাধুনিক প্রযুক্তি।
সিনেমাটির ঘোষণা এসেছিল গত বছর। কিন্তু করোনা মহামারির কবলে পড়ে ‘ফাইটার’ শেষ পর্যন্ত হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। অবশেষে আশার আলো দেখালেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। গতকাল ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘ফাইটার’ হচ্ছে। আগামী আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের শুরুতেই শুটিংয়ে যাবে ইউনিট। সিনেমাটির সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ২৫০ কোটি রুপি।
সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ভায়াকম ১৮। ‘ফাইটার’-এর বাজেট থেকে শুরু করে শুটিংয়ের পরিকল্পনা যেভাবে করা হচ্ছে, তাতে সহজেই ধারণা করা যায়, আন্তর্জাতিক মানের অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে এটি। এ সিনেমায় ভারতীয় বিমানবাহিনীর এক কর্মকর্তার চরিত্রে দেখা যাবে হৃতিককে।
হৃতিক এখন ব্যস্ত আছেন ‘বিক্রম ভেদা’ সিনেমার শুটিং নিয়ে। মে মাসের শেষ দিকে এ সিনেমার শুটিং শেষ হবে। এরপরই ‘ফাইটার’-এর জন্য প্রস্তুতি শুরু করবেন হৃতিক।
অন্যদিকে দীপিকা এখন আছেন স্পেনে, সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে। এতে তিনি অভিনয় করছেন শাহরুখ খান ও জন আব্রাহামের সঙ্গে। ‘পাঠান’ শেষে দীপিকা যাবেন হায়দরাবাদে। সেখানে অমিতাভ বচ্চন ও প্রভাসের সঙ্গে ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। জুলাইয়ে আরও একটি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা তাঁর। এরপরই দীপিকা ‘ফাইটার’-এর কাজে যুক্ত হবেন।
নির্মাতা সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, সব কাজ শেষে ২০২৩ সালের জানুয়ারিতে মুক্তি পাবে সিনেমাটি। কেবল হিন্দিতে নয়, একই সঙ্গে তামিল, তেলুগু, মালয়ালম ভাষায়ও তৈরি হচ্ছে ফাইটার।
প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। সিনেমার নাম ‘ফাইটার’। ভারতের প্রথম অ্যারিয়াল অ্যাকশন ড্রামা হতে চলেছে সিনেমাটি। মানে বেশির ভাগ অ্যাকশন থাকবে আকাশে। ‘ফাইটার’-এর শুটিং হবে বিশ্বের পাঁচটি দেশে। সারা বিশ্বের দর্শকদের কথা মাথায় রেখে শুটিংয়ে ব্যবহার করা হবে সর্বাধুনিক প্রযুক্তি।
সিনেমাটির ঘোষণা এসেছিল গত বছর। কিন্তু করোনা মহামারির কবলে পড়ে ‘ফাইটার’ শেষ পর্যন্ত হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। অবশেষে আশার আলো দেখালেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। গতকাল ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘ফাইটার’ হচ্ছে। আগামী আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের শুরুতেই শুটিংয়ে যাবে ইউনিট। সিনেমাটির সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ২৫০ কোটি রুপি।
সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ভায়াকম ১৮। ‘ফাইটার’-এর বাজেট থেকে শুরু করে শুটিংয়ের পরিকল্পনা যেভাবে করা হচ্ছে, তাতে সহজেই ধারণা করা যায়, আন্তর্জাতিক মানের অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে এটি। এ সিনেমায় ভারতীয় বিমানবাহিনীর এক কর্মকর্তার চরিত্রে দেখা যাবে হৃতিককে।
হৃতিক এখন ব্যস্ত আছেন ‘বিক্রম ভেদা’ সিনেমার শুটিং নিয়ে। মে মাসের শেষ দিকে এ সিনেমার শুটিং শেষ হবে। এরপরই ‘ফাইটার’-এর জন্য প্রস্তুতি শুরু করবেন হৃতিক।
অন্যদিকে দীপিকা এখন আছেন স্পেনে, সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে। এতে তিনি অভিনয় করছেন শাহরুখ খান ও জন আব্রাহামের সঙ্গে। ‘পাঠান’ শেষে দীপিকা যাবেন হায়দরাবাদে। সেখানে অমিতাভ বচ্চন ও প্রভাসের সঙ্গে ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। জুলাইয়ে আরও একটি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা তাঁর। এরপরই দীপিকা ‘ফাইটার’-এর কাজে যুক্ত হবেন।
নির্মাতা সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, সব কাজ শেষে ২০২৩ সালের জানুয়ারিতে মুক্তি পাবে সিনেমাটি। কেবল হিন্দিতে নয়, একই সঙ্গে তামিল, তেলুগু, মালয়ালম ভাষায়ও তৈরি হচ্ছে ফাইটার।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে