উপস্থাপনায় মানুষের প্রতিনিধিত্ব করতে চান দীপ্তি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১১: ২৯
Thumbnail image

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর ওপর বারবার মেজাজ হারান সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ঘাবড়ে না গিয়ে ধৈর্য ধরে দারুণভাবে সামলে নেন দীপ্তি। পর্বটি প্রচারের পর থেকে আলোচনায় দীপ্তির উপস্থাপনা, ধৈর্য ও বাচনভঙ্গি। অনুষ্ঠানের একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দীপ্তিকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। সেই ছবিতে গালে হাত দিয়ে মুচকি হাসতে দেখা যাচ্ছে দীপ্তিকে। 

দীপ্তি বলেন, ‘সবার মতো আমারও প্রশংসা পেয়ে ভালো লাগছে। প্রতিটি অনুষ্ঠানে যা করি, সেদিনও তা-ই করেছি। অতিথিদের সম্মানের সঙ্গে সেই প্রশ্নটাই করার চেষ্টা করি, যার উত্তর আমার দর্শক শুনতে চান। কারণ, এই অনুষ্ঠানে আমি দর্শকের হয়ে প্রশ্ন করি।’

রাজনৈতিক টক শো উপস্থাপনা দিয়ে ভাইরাল দীপ্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগে স্নাতক করছেন। ‘টু দ্য পয়েন্ট’ নামের এই রাজনৈতিক টক শোর উপস্থাপকের চেয়ারে বসার আগে কীভাবে নিজেকে প্রস্তুত করেন—এমন প্রশ্নের জবাবে দীপ্তি চৌধুরী বলেন, ‘আমরা কেউ রাজনীতির বাইরে না। একজন সচেতন নাগরিক হিসেবে সব সময় রাজনীতির খোঁজখবর রাখার চেষ্টা করি। উপস্থাপকের চেয়ারে বসে আমি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করি। সাধারণ মানুষের যে জায়গায় ধোঁয়াশা আছে, সেই জায়গাটি পরিষ্কার করার চেষ্টা করি।’

টু দ্য পয়েন্টের এই পর্ব দিয়ে আলোচনায় এলেও উপস্থাপনায় নতুন নন দীপ্তি। ২০১৬ সালে ক্লাস এইটে পড়াকালীন চ্যানেল আইয়ের ‘স্বর্ণ কিশোরী’ নামের একটি অনুষ্ঠান দিয়ে উপস্থাপনা শুরু তাঁর। এরপর চ্যানেলটির তারকা কথনসহ বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা গেছে তাঁকে। 

দীপ্তি চৌধুরী। ছবি: সংগৃহীতউপস্থাপনা পেশা নিয়ে দীপ্তির অভিমত, ‘উপস্থাপনা একটি বুদ্ধিবৃত্তিক পেশা। এখানে আত্মোন্নয়নের দিকে বেশি জোর দিতে হয়। নিজের জ্ঞান ও প্রজ্ঞা বাড়াতে পড়াশোনা করতে হয়। আমি সব সময় পোশাক, সাজসজ্জার চেয়ে ভেতরের প্রস্তুতিতে বেশি জোর দিই। আমি যার ইন্টারভিউ করছি, তার সম্পর্কে ভালো করে জানাকে বেশি গুরুত্ব দিই। ভবিষ্যতে উপস্থাপনার মাধ্যমে যেন ইতিবাচকতা ছড়াতে পারি এবং মানুষের জন্য কিছু করতে পারি, সেটাই প্রত্যাশা।’

দীপ্তি চৌধুরী। ছবি: সংগৃহীতছোটবেলা থেকেই সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে জড়িত দীপ্তি। অংশ নিয়েছেন আবৃত্তি, বিতর্ক, গান ও মঞ্চ অভিনয়ে। বিভাগীয় ও জাতীয় পর্যায়ে পুরস্কারও জিতেছেন। লেখালেখিতেও দক্ষতা আছে দীপ্তির। ২০২১ সালে প্রকাশ হয় তাঁর প্রথম বই ‘দীপ্ত কৈশোর’। তাঁর লেখা দ্বিতীয় বই ‘বাধা যত উপড়ে ফেলো’। জাতিসংঘের ফুড সিস্টেম সামিটে ২০২১ সালে ইয়ুথ লিডার হিসেবে যুক্ত ছিলেন দীপ্তি। এখন যুক্ত আছেন অ্যাক্ট ফর ফুড নামের প্রজেক্টে। এটি পুরো বিশ্বে ফুড সিস্টেম ট্রান্সফরমেশন নিয়ে কাজ করে। সেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করছেন দীপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

বিপিএলে আতশি কাচের নিচে চল্লিশের বেশি ক্রিকেটার

নতুন ভোটার যাচাই: জনপ্রতিনিধির দায়িত্ব পাচ্ছেন শিক্ষকেরা

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত